ETV Bharat / state

চালু হচ্ছে ভারত-বাংলাদেশ রেলপথ - india bangladesh rail link to be ready by 2021

2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছিলেন কোচবিহারের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত রেলপথ ফের চালু করা হবে।

বাংলাদেশ
বাংলাদেশ
author img

By

Published : Dec 9, 2020, 4:53 PM IST

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান । 1965 সালের পর ফের হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলবে। আগামী 17 ডিসেম্বর হলদিবাড়ি চিলাহাটি রেলপথে মালগাড়ি চলার সম্ভবনা রয়েছে । বিদেশ মন্ত্রক সূত্রে এমনই খবর।

জানা গিয়েছে, আগামী 17 ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসবে। ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই রেলপথের সূচনা করবেন ৷ অপরদিকে চিলাহাটি থেকে মালগাড়িটিকে ফ্ল্যাগ অফ করবেন বাংলাদেশের রেলমন্ত্রী । তবে, এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।

2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছিলেন ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত রেলপথ ফের চালু করা হবে। এরপর 2015 সাল থেকে দুই দেশ এই রেলপথ সংস্কার ও পুনরায় রেলপথ স্থাপনের উদ্যোগ নেয় ৷ আট অক্টোবর ভারতের তরফে রেল ইঞ্জিনের ট্রায়াল রান হয় ৷ অপরদিকে, 27 অক্টোবর বাংলাদেশের পক্ষে রেললাইনে ইঞ্জিনের সফল ট্রায়াল রান হয়।

আরও পড়ুন :পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

ইতিমধ্যেই বাংলাদেশের রেলমন্ত্রী ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান চিলাহাটি রেলপথ পরিদর্শন করেন। এখন কেবল সময়ের অপেক্ষা।

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান । 1965 সালের পর ফের হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলবে। আগামী 17 ডিসেম্বর হলদিবাড়ি চিলাহাটি রেলপথে মালগাড়ি চলার সম্ভবনা রয়েছে । বিদেশ মন্ত্রক সূত্রে এমনই খবর।

জানা গিয়েছে, আগামী 17 ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসবে। ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই রেলপথের সূচনা করবেন ৷ অপরদিকে চিলাহাটি থেকে মালগাড়িটিকে ফ্ল্যাগ অফ করবেন বাংলাদেশের রেলমন্ত্রী । তবে, এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।

2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছিলেন ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত রেলপথ ফের চালু করা হবে। এরপর 2015 সাল থেকে দুই দেশ এই রেলপথ সংস্কার ও পুনরায় রেলপথ স্থাপনের উদ্যোগ নেয় ৷ আট অক্টোবর ভারতের তরফে রেল ইঞ্জিনের ট্রায়াল রান হয় ৷ অপরদিকে, 27 অক্টোবর বাংলাদেশের পক্ষে রেললাইনে ইঞ্জিনের সফল ট্রায়াল রান হয়।

আরও পড়ুন :পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

ইতিমধ্যেই বাংলাদেশের রেলমন্ত্রী ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান চিলাহাটি রেলপথ পরিদর্শন করেন। এখন কেবল সময়ের অপেক্ষা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.