ETV Bharat / state

বাড়িতেই ইদের নমাজ পড়ার আবেদন মসজিদের ইমামদের

ইদে যদি এই জায়গাগুলিতে মানুষ জমায়েত করে তাহলে সংক্রমণের আশঙ্কা তৈরি হবে । তাই মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই ইদের নমাজ পড়ার আবেদন করলেন জলপাইগুড়ির মসজিদের ইমামরা ।

Eid
ইদ
author img

By

Published : May 22, 2020, 8:23 AM IST

জলপাইগুড়ি, 22 মে : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ইদে সবরকমের জমায়েত থেকে বিরত থাকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন জলপাইগুড়ির মসজিদের ইমামরা । আর তাই মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই ইদের নমাজ পড়ার আবেদন করেন তাঁরা ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত 63 টি জায়গায় ইদের নমাজ পড়া হয় । এবারও ইদে যদি এই জায়গাগুলিতে মানুষ জমায়েত করে তাহলে সংক্রমণের আশঙ্কা তৈরি হবে । তাই এই বিষয়ে গতকাল কোতোয়ালি থানায় IC বিশ্বাশ্রয় সরকার মসজিদের ইমামদের একটি বৈঠক হয় । তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, ইদের দিন সবরকমের জমায়েত থাকবে মুসলিম ধর্মাবলম্বীরা । সেইমতো বৈঠক শেষে মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই ইদের নমাজ পড়ার জন্য আবেদন করেন ইমামরা ।

এক ইমাম আসফার আলি বলেন, "প্রশাসনের নির্দেশ মেনে আমরা ইদ পালন করব । আমরা এবছর মানুষকে মসজিদে না আসার আবেদন করছি । কোরোনা সংক্রমণ রুখতে বাড়িতেই ইদের নমাজ পড়ার অনুরোধ করছি । কারণ আমরা বাঁচলে সমাজ বাঁচবে ।"

জলপাইগুড়ি, 22 মে : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ইদে সবরকমের জমায়েত থেকে বিরত থাকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন জলপাইগুড়ির মসজিদের ইমামরা । আর তাই মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই ইদের নমাজ পড়ার আবেদন করেন তাঁরা ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত 63 টি জায়গায় ইদের নমাজ পড়া হয় । এবারও ইদে যদি এই জায়গাগুলিতে মানুষ জমায়েত করে তাহলে সংক্রমণের আশঙ্কা তৈরি হবে । তাই এই বিষয়ে গতকাল কোতোয়ালি থানায় IC বিশ্বাশ্রয় সরকার মসজিদের ইমামদের একটি বৈঠক হয় । তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, ইদের দিন সবরকমের জমায়েত থাকবে মুসলিম ধর্মাবলম্বীরা । সেইমতো বৈঠক শেষে মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই ইদের নমাজ পড়ার জন্য আবেদন করেন ইমামরা ।

এক ইমাম আসফার আলি বলেন, "প্রশাসনের নির্দেশ মেনে আমরা ইদ পালন করব । আমরা এবছর মানুষকে মসজিদে না আসার আবেদন করছি । কোরোনা সংক্রমণ রুখতে বাড়িতেই ইদের নমাজ পড়ার অনুরোধ করছি । কারণ আমরা বাঁচলে সমাজ বাঁচবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.