ETV Bharat / state

Road Accident in Jalpaiguri: জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু নববধূ ও গাড়ির চালকের, আহত আরও 1 - মৃত্যু নববধূ ও গাড়ির চালকের

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা (Road Accident in Jalpaiguri) ৷ মৃত্যু হল সদ্য বিবাহিত গৃহবধূ ও গাড়ির চালকের ৷

Jalpaiguri road accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Mar 22, 2023, 12:11 PM IST

জলপাইগুড়ি, 22 মার্চ: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল সদ্য বিবাহিত এক বধূর । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেরুবাড়ি সিপাইপাড়া এলাকায় ৷ গৃহবধূর সঙ্গে মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও । ঘটনায় আহত গৃহবধূর ননদ ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে ৷ যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে । বুধবার এই ঘটনায় ‌চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে । মৃত গাড়ির চালকের নাম অমৃত সিকদার (23) ৷ সদ্য বিবাহিত মৃত বধূর নাম মাম্পি সিকদার (23) ৷ আহতের নাম অরুণা সিকদার। বছর পঁচিশের অরুণা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Superspeciality Hospital) চিকিৎসাধীন ।

জানা গিয়েছে, পূর্ব সেনপাড়ার বাসিন্দা মিঠুন সিকদারের স্ত্রী ও বোন জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকায় একজন ‌আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন । সেখান থেকে ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে । মঙ্গলবার গভীর রাতে আত্মীয়র বাড়ি থেকে গাড়ির চালক অমৃত সিকদার পাশের বাড়ির গৃহবধূ মাম্পি ও তাঁর ননদকে নিয়ে ফিরছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ির রাখালদেবী এলাকায় একটি গাছে গিয়ে গাড়িটি ধাক্কা মারে । ঘটনাস্থলে কোতয়ালি থানায় পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার ‌করে । তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসকরা গাড়ির চালক অমৃত ও গৃহবধূ মাম্পিকে মৃত বলে ঘোষণা করেন (Housewife and car driver death in Road Accident)।

ঘটনার খবর পেয়েই বুধবার সকালে মৃত দুই পরিবারের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর স্বরূপ মণ্ডল । তিনি বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি ৷ আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় গাড়ি গাছে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে । সদ্য বিবাহিত বধূর মৃত্যু হয়েছে । গাড়ির চালকও মারা যান । আহত আরেকজনের অবস্থা আশংকাজনক । তাঁর চিকিৎসা চলছে সুপার স্পেশালিটি হাসপাতালে ।"

আরও পড়ুন: পন্তের দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে রুরকির সেই হাইওয়েতে ডিগবাজি খেল গাড়ি

জলপাইগুড়ি, 22 মার্চ: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল সদ্য বিবাহিত এক বধূর । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেরুবাড়ি সিপাইপাড়া এলাকায় ৷ গৃহবধূর সঙ্গে মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও । ঘটনায় আহত গৃহবধূর ননদ ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে ৷ যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে । বুধবার এই ঘটনায় ‌চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে । মৃত গাড়ির চালকের নাম অমৃত সিকদার (23) ৷ সদ্য বিবাহিত মৃত বধূর নাম মাম্পি সিকদার (23) ৷ আহতের নাম অরুণা সিকদার। বছর পঁচিশের অরুণা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Superspeciality Hospital) চিকিৎসাধীন ।

জানা গিয়েছে, পূর্ব সেনপাড়ার বাসিন্দা মিঠুন সিকদারের স্ত্রী ও বোন জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকায় একজন ‌আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন । সেখান থেকে ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে । মঙ্গলবার গভীর রাতে আত্মীয়র বাড়ি থেকে গাড়ির চালক অমৃত সিকদার পাশের বাড়ির গৃহবধূ মাম্পি ও তাঁর ননদকে নিয়ে ফিরছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ির রাখালদেবী এলাকায় একটি গাছে গিয়ে গাড়িটি ধাক্কা মারে । ঘটনাস্থলে কোতয়ালি থানায় পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার ‌করে । তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসকরা গাড়ির চালক অমৃত ও গৃহবধূ মাম্পিকে মৃত বলে ঘোষণা করেন (Housewife and car driver death in Road Accident)।

ঘটনার খবর পেয়েই বুধবার সকালে মৃত দুই পরিবারের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর স্বরূপ মণ্ডল । তিনি বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি ৷ আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় গাড়ি গাছে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে । সদ্য বিবাহিত বধূর মৃত্যু হয়েছে । গাড়ির চালকও মারা যান । আহত আরেকজনের অবস্থা আশংকাজনক । তাঁর চিকিৎসা চলছে সুপার স্পেশালিটি হাসপাতালে ।"

আরও পড়ুন: পন্তের দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে রুরকির সেই হাইওয়েতে ডিগবাজি খেল গাড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.