জলপাইগুড়ি, 6 মে : দার্জিলিং ও কালিম্পঙে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য তৈরি হবে হাসপাতাল । থাকবে SARI(সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) বিভাগ । তাই তার আগে জলপাইগুড়িতে সম্প্রতি কোরোনা ও SARI চিকিৎসার জন্য তৈরি হাসপাতাল পরিদর্শন করে দেখলেন GTA আধিকারিকরা ।
কোরোনা চিকিৎসার জন্য দার্জিলিং ও কালিম্পঙের রোগীদের শিলিগুড়িতে যেতে হচ্ছে । সমস্যা হচ্ছে মানুষের । তাই দার্জিলিং ও কালিম্পঙে হাসপাতাল তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার । সেকারণে সম্প্রতি জলপাইগুড়িতে কোরোনা ও SARI চিকিৎসার জন্য যে হাসপাতাল তৈরি হয়েছে তা পরিদর্শন করে দেখলেন GTA-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও পূর্ত দপ্তরের আধিকারিকরা । জলপাইগুড়ির ওই হাসপাতালে কী কী সরঞ্জাম রয়েছে, ভেন্টিলেশন পরিষেবা কেমন ও SARI বিভাগ কীভাবে তৈরি হয়েছে তা পরিদর্শন করে দেখেন তাঁরা ।
জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গণে মাত্র তিনদিনের মধ্যে কোরোনা ও SARI চিকিৎসার জন্য এই হাসপাতাল তৈরি করা হয়েছে । জলপাইগুড়ির এই হাসপাতালের প্রশংসা করেছেন স্বাস্থ্য বিভাগ নিযুক্ত টাস্ক ফোর্সের সদস্য ডঃ ঢালিও ।
স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় জানান, পাহাড়ের রোগীরা যাতে সেখানেই চিকিৎসা পরিষেবা পান সেজন্যই এই উদ্যোগ । আমি সম্প্রতি কালিম্পঙে গিয়ে সমস্যাটা দেখে এসেছি । দার্জিলিং জেলার তিনটি মহকুমা ও কালিম্পং জেলার রোগীদের কোরোনা ও SARI চিকিৎসার জন্য পাহাড় থেকে শিলিগুড়িতে আসতে হচ্ছে । এটা অত্যন্ত সময়-সাপেক্ষ । তাই পাহাড়েই যাতে পরিকাঠামো গড়ে এই SARI বিভাগ-সহ হাসপাতাল তৈরি করা যায় তারই চেষ্টা করা হচ্ছে । তাই দার্জিলিং ও কালিম্পঙে আপাতত কোরোনার জন্য না হলেও SARI চিকিৎসার জন্য যাতে হাসপাতাল তৈরি করা যায় সেকারণে GTA আধিকারিকরা জলপাইগুড়ি এসে দেখে গেলেন । এরপর SARI চিকিৎসার হাসপাতাল কোথায় করা যায় তা দেখতে আমি দার্জিলিং যাব ।"