জলপাইগুড়ি, 26 এপ্রিল : করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে তিন দিন ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ময়নাগুড়ি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি। আগামী বৃহস্পতি, শনি ও রবিবার সমস্ত রকম ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। শুধুমাত্র পেট্রল পাম্প এবং ওষুধের দোকান খোলা থাকবে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি,মেটেলি সহ বিভিন্ন এলাকায় কোথাও এক দিন কথাও দুইদিন, তিনদিন করে সপ্তাহে ব্যবসা বন্ধ করে সংক্রমণ রোখার ব্যবস্থা করা হচ্ছে।
ময়নাগুড়ি ময়নামাতা কালীমন্দিরে স্থানীয় স্তরে প্রশাসনিক সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী, আইসি ময়নাগুড়ি ভূষণ ছেত্রী, ব্যবসায়ী সমিতির সম্পাদক বজরংলাল হিরাউৎ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন । বেশ কয়েকদিন থেকেই ময়নাগুড়ি ব্লক জুড়ে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। সংক্রমণ রুখতে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।
আরও পড়ুন- হুইল চেয়ারে বসেই ভোট মমতার, দেখালেন ভি চিহ্ন
ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘‘কোনও বাজারে জটলা বা ভিড় হতে দেওয়া যাবে না। কোনভাবেই জমায়েত করা যাবে না।’’ ব্যবসায়ী সমিতিকে এই বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ৷ পাশাপাশি অযথা ঘোরাঘুরি করলে বা কোন জায়গায় কয়েকজন আড্ডা মারলে তার বিরুদ্ধেও ব্য়বস্থা নেবে প্রশাসন বলে জানান বিডিও ৷ মাস্ক পরেই ব্যবসায়ীদের বেচাকেনা করতে হবে বলে জানান তিনি।
ময়নাগুড়ি থানার আইসি ভৃষণ ছেত্রী বলেন, "প্রশাসনিক নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে গোল দাগ কেটে দিতে হবে।"
ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজলকুমার বিশ্বাস বলেন, "কালোবাজারি করার অভিযোগ কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে এলে আমরা আইনের দ্বারস্থ হব। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"