ETV Bharat / state

মদ খেতে বাধা দেওয়ায় ছেলের বুকে ছুরি - মদ খেতে বাধা দেওয়ায় ছেলের বুকে ছুরি

বাবাকে মদ খেতে বাধা দিয়েছিলেন ছেলে ৷ রেগে গিয়ে ছেলের বুকে ছুরি বসিয়ে দিলেন বাবা ৷ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকার ঘটনা ৷

আহত রাজেশ ভগত
author img

By

Published : Oct 29, 2019, 9:45 PM IST

ধুপগুড়ি, 29 অক্টোবর: বাবাকে মদ খেতে বাধা দিয়েছিলেন যুবক ৷ রেগে গিয়ে যুবকের বুকে ছুরি মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ আহত ওই যুবকের নাম রাজেশ ভগত (33)৷ তাঁকে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকার ঘটনা ৷

রাজেশ পেশায় দিনমজুর ৷ তিনি কেরলে কাজ করেন ৷ দুই মাস আগে বাড়িতে এসেছেন ৷ অভিযোগ, রাজেশ ভগতের বাবা বাচ্চু ভগত (57) প্রতিদিনই মদ খান ৷ রোজই বাবাকে মদ খেতে নিষেধ করতেন রাজেশ ৷ প্রতিদিনের মতো আজও মদ খেয়েছিলেন বাচ্চু ৷ দ্বিতীয়বার মদ খেতে গেলে তাকে বাধা দেন রাজেশ ৷ তখনই রাজেশের বুকে বাচ্চু ছুরি মারেন বলে অভিযোগ ৷ ছুরির আঘাতে রাজেশের বুক ও পেটের মাঝামাঝি জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় ৷

রাজেশের পরিবারের লোকেরা জানিয়েছেন, মদ খাওয়ায় নিষেধ করায় প্রায়শই বাবার সঙ্গে বিবাদ হত রাজেশের ৷ আজ ছুরি চালিয়ে দেন বাচ্চু ।

ধুপগুড়ি, 29 অক্টোবর: বাবাকে মদ খেতে বাধা দিয়েছিলেন যুবক ৷ রেগে গিয়ে যুবকের বুকে ছুরি মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ আহত ওই যুবকের নাম রাজেশ ভগত (33)৷ তাঁকে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকার ঘটনা ৷

রাজেশ পেশায় দিনমজুর ৷ তিনি কেরলে কাজ করেন ৷ দুই মাস আগে বাড়িতে এসেছেন ৷ অভিযোগ, রাজেশ ভগতের বাবা বাচ্চু ভগত (57) প্রতিদিনই মদ খান ৷ রোজই বাবাকে মদ খেতে নিষেধ করতেন রাজেশ ৷ প্রতিদিনের মতো আজও মদ খেয়েছিলেন বাচ্চু ৷ দ্বিতীয়বার মদ খেতে গেলে তাকে বাধা দেন রাজেশ ৷ তখনই রাজেশের বুকে বাচ্চু ছুরি মারেন বলে অভিযোগ ৷ ছুরির আঘাতে রাজেশের বুক ও পেটের মাঝামাঝি জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় ৷

রাজেশের পরিবারের লোকেরা জানিয়েছেন, মদ খাওয়ায় নিষেধ করায় প্রায়শই বাবার সঙ্গে বিবাদ হত রাজেশের ৷ আজ ছুরি চালিয়ে দেন বাচ্চু ।

Intro:Body:বাবাকে মদ খেতে বাধা দেওয়ায় রাস্তায় ছেলেকে ছুরি মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার বিকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের খুট্টিমারী এলাকায়। বাবার ছুরির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকায়। গুরুতর আহত ভহেলে রাজেশ ভগতকে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে আনা হলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজেশ ভগতের বাবা বাচ্চু ভগত মদ্যপ অবস্থায় থাকায় রাজেশ তার বাবাকে মদ খেতে না বলেছিল।এদিন মদ খেতে না বলায় রাস্তায় এসে ছেলের বুকে ছুরি বসায় বাচ্চু বলে অভিযোগ। ছুরির আঘাতে রাজেশের বুক ও পেটের মাঝামাঝি জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। রাজেশ ভগত পেশায় দিনমুজুর এবং সে কেরলে কাজ করেন।দুই মাস আগে সে বাড়িতে এসেছে। বাবার মদ্যপ ব্যবহার নিয়ে বাবাকে সংশোধনের চেষ্টা করেছেন।
রাজেশের পরিবারের লোকজনদের দাবি, মদ পান বন্ধ করানোর চেষ্টায় প্রায়শই বিবাদ হত।এদিন আচমকাই ক্ষিপ্ত হয়ে ছেলের পেটেই ছুরি চালিয়ে দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, লিখিত ভাবে কোনো অভিযোগ জমা পড়েনি। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.