ETV Bharat / state

ওষুধের দোকানে ফার্মাসিস্ট বাধ্যতামূলক করার দাবি প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের - ওষুধের দোকানে ফার্মাসিস্ট বাধ্যতামূলক

ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের এমন কিছু ওষুধ দেওয়া হচ্ছে যার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । সমস্যায় পড়ছেন রোগীরা । তাই ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান চালানো যাবে না । ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে এমনটাই দাবি তুলল প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ।

ফার্মাসিস্টের দাবি
author img

By

Published : Nov 24, 2019, 5:36 AM IST

জলপাইগুড়ি, 24 নভেম্বর : ফার্মাসিস্টের লাইসেন্স দেখিয়ে দিনের পর দিন চলছে ওষুধের দোকানের ব্যবসা । কিন্তু বেশিরভাগ ওষুধ দোকানেই থাকেন না ফার্মাসিস্ট । ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের এমন কিছু ওষুধ দেওয়া হচ্ছে যার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । সমস্যায় পড়ছেন রোগীরা । তাই ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান চালানো যাবে না । ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে এমনটাই দাবি তুলল প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ।

গতকাল ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামেশ্বর হালদার । তিনি জানান, অনেক ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকেন না । অথচ দিনের পর দিন ভাড়া করা ফার্মাসিস্টের লাইসেন্স নিয়ে ওই সব ওষুধের দোকান ব্যবসা চালাচ্ছে । এটা আর করা যাবে না । যথার্থ বেতন দিয়ে ফার্মাসিস্ট রাখতে হবে ওষুধ দোকানগুলিতে । শুধু তাই নয়, ওষুধের দোকানগুলিতে নিয়মিত ফার্মাসিস্ট আসছে কি না তা জানার জন্য লাগাতে হবে বায়োমেট্রিক মেশিন ।

রামেশ্বর বাবু বলেন, "কেন্দ্র সরকার একটি সংশোধনী বিল আনতে চলেছে । যেখানে বলা হয়েছে ওষুধ আশা কর্মী, নার্স ও অঙ্গনওয়াডি কর্মীদের দিয়ে সরবরাহ করতে হবে । কিন্তু এতে রোগীরাই সমস্যায় পড়বে । কারণ একজন ফার্মাসিস্টই বোঝে একটি ওষুধের মেডিকেশন ও কাউন্সেলিং । " ভবিষ্যতে প্রয়োজনে দিল্লিতে ধরনায় বসার কথাও জানান তিনি ।

জলপাইগুড়ি, 24 নভেম্বর : ফার্মাসিস্টের লাইসেন্স দেখিয়ে দিনের পর দিন চলছে ওষুধের দোকানের ব্যবসা । কিন্তু বেশিরভাগ ওষুধ দোকানেই থাকেন না ফার্মাসিস্ট । ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের এমন কিছু ওষুধ দেওয়া হচ্ছে যার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । সমস্যায় পড়ছেন রোগীরা । তাই ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান চালানো যাবে না । ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে এমনটাই দাবি তুলল প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ।

গতকাল ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামেশ্বর হালদার । তিনি জানান, অনেক ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকেন না । অথচ দিনের পর দিন ভাড়া করা ফার্মাসিস্টের লাইসেন্স নিয়ে ওই সব ওষুধের দোকান ব্যবসা চালাচ্ছে । এটা আর করা যাবে না । যথার্থ বেতন দিয়ে ফার্মাসিস্ট রাখতে হবে ওষুধ দোকানগুলিতে । শুধু তাই নয়, ওষুধের দোকানগুলিতে নিয়মিত ফার্মাসিস্ট আসছে কি না তা জানার জন্য লাগাতে হবে বায়োমেট্রিক মেশিন ।

রামেশ্বর বাবু বলেন, "কেন্দ্র সরকার একটি সংশোধনী বিল আনতে চলেছে । যেখানে বলা হয়েছে ওষুধ আশা কর্মী, নার্স ও অঙ্গনওয়াডি কর্মীদের দিয়ে সরবরাহ করতে হবে । কিন্তু এতে রোগীরাই সমস্যায় পড়বে । কারণ একজন ফার্মাসিস্টই বোঝে একটি ওষুধের মেডিকেশন ও কাউন্সেলিং । " ভবিষ্যতে প্রয়োজনে দিল্লিতে ধরনায় বসার কথাও জানান তিনি ।

Intro:জলপাইগুড়িঃঃ ওষুধের দোকানে ফার্মাসিস্টদের লাইসেন্স দিয়ে ওষুধের দোকান ব্যবসা করছে।অনেক ওষুধের দোকানেই ফার্মাসিস্ট থাকেন না। এটা আর চলবে না।ফার্মাসিস্টদের সম্মানজনক বেতন দিয়ে ফার্মাসিস্ট রাখতে হবে।এমনকি ওষুধের দোকানে ফার্মাসিস্টদের উপস্থিতি দেখার জন্য বায়ো মেট্রিক মেশিন লাগাতে হবে। Body:জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে আজ ন্যাশনাল ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে এই দাবিই তুলল প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের মুখপাত্র রামেশ্বর হালদার বলেন, আমরা দেখেছি অনেক ওষুধের দোকানেই ফার্মাসিস্ট থাকে না।কিন্তু ফার্মাসিস্টদের লাইসেন্স টাঙিয়ে ব্যবসা করেন। আমরা এর বিরুদ্ধে।আমরা চাইছি ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়া ওষুদের দোকানো চালানো যাবে না কারন যারা ওষুধ দিচ্ছে তারা সবাই ফার্মাসিস্ট নন। এছাড়া আমরা লক্ষ্য করছি কেন্দ্র সরকার একটা বিল আনতে চলেছে আশা কর্মি, নার্স,এ এনএম দিদিদের দিদি এমন কিছু ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে যা মেনে নেওয়া যাচ্ছে না।কারন ফার্মাসিস্টরাই এই সব ওষুধ সম্পর্কে ওয়াকিবহাল। আশাদিদি বা এ এন এমরা এটা জানে না।এতে সাইড এফেক্ট হতে পারে।আমরা চাইছি সবাই খুব তাড়াতাড়ি স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে রোগীদে না সমস্যায় পরেন।এর বিরোধী আমরা আমরা দিল্লীতে গিয়ে ধর্নায় বসব।প্রয়োজনে ফার্মাসিস্ট নিয়োগ করে ওষুধ দেবার ব্যবস্থা হোক। Conclusion:এদিন জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন করে জানান প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামেশ্বর হালদার,সংগঠনের সহ সম্পাদক আরাফৎ হোসেন,ডঃ বরুন রঞ্জন সরকার, সৌমিত্র অধিকারি প্রমুখ।এদিন জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগন্নাথ সরকার, হাসপাতাল সুপার ডাঃ গয়ারাম নস্কর প্রমুখ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.