ETV Bharat / state

Helicopter emergency Landing: দৃশ্যমানতা কম, চাষের জমিতে জরুরি অবতরণ হেলিকপ্টারের - বেলাকোবায় জরুরি অবতরণ হেলিকপ্টার

বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোবার ফুলাতিপাড়ায় জরুরি অবতরণ করে একটি হেলিকপ্টার ৷ সেটি গুয়াহাটি থেকে থেকে বাগডোগরা যাচ্ছিল (Helicopter emergency Landing at Rajganj) ৷

ETV Bharat
হেলিকপ্টারের জরুরি অবতরণ জলপাইগুড়িতে
author img

By

Published : Feb 23, 2023, 9:42 PM IST

হেলিকপ্টারের জরুরি অবতরণ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি: দৃশ্যমানতা কম থাকায় জরুরি অবতরণ করল একটি বেসরকারি হেলিকপ্টার । জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বাগডোগরা বিমানবন্দর যাবার পথে দৃশ্যমানতা কমে যাবার কারণে রাজগঞ্জ ব্লকের বেলাকোবার ফুলাতিপাড়ার এক ফাঁকা জায়গায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট (emergency landing of helicopter in Jalpaiguri) ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার । যান এলাকার বিধায়ক খগেশ্বর রায়ও ৷ হেলিকপ্টার দেখতে এলাকাবাসীও ভিড় জমান ওই এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই বেলাকোবা ফুলাতিপাড়া প্রাইমারি স্কুলের পাশে ফাঁকা মাঠে জরুরি অবতরণ করে ওই হেলিকপ্টারটি । সেটিতে তখন পাইলট ও কো-পাইলট ছিলেন ৷

জানা গিয়েছে, যান্ত্রিক ক্রুটি ও দৃশ্যমানতা কম থাকার কারণেই জরুরি ভিত্তিতে ওই অবতরণ করাতে বাধ্য হন পাইলট ৷ পরে ঘটনাস্থলে গিয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,"হেলিকপ্টার নামার খবর পেয়েই আমি ছুটে আসি । এসে শুনি খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেছে সেটি । গুয়াহাটি থেকে থেকে বাগডোগরা যাচ্ছিল হেলিকপ্টারটি । যাবার সময় আবহাওয়া খারাপ হয়ে যায় ।"

হেলিকপ্টারটি খাম্বি এভিয়েশন প্রাইভেট লিমিটেডের বলে জানা গিয়েছে ৷ তবে এলাকায় মানুষের ভিড় দেখে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ হেলিকপ্টারটির যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷ শুক্রবার সকাল 8টায় সেটি গন্তব্যে উড়ে যাবে বলে পাইলট জানিয়েছেন ৷

আরও পড়ুন: পিয়ালী নদীতে মৎস্যজীবীদের জালে মৃত হাঙর, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

তবে এদিন এই হেলিকপ্টারের অবতরণকে কেন্দ্র করে গুজবও রটে ৷ প্রথমমে জানা যায়, হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর মা সুমিত্রা দাসকে এই হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কলকাতায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে । তাই হেলিকপ্টার নেমেছে । মুখ্যমন্ত্রী নাকি এই নির্দেশ দিয়েছেন ৷ আবার একাংশ রটিয়ে দেয়, একটি হেলিকপ্টার ভেঙে পরেছে বেলাকোবা ফুলাতিপাড়ায় । ফলে জমে যায় মানুষের ভিড় ৷ যা সরাতে হিমশিম অবস্থা হয় পুলিশের ৷

হেলিকপ্টারের জরুরি অবতরণ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি: দৃশ্যমানতা কম থাকায় জরুরি অবতরণ করল একটি বেসরকারি হেলিকপ্টার । জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বাগডোগরা বিমানবন্দর যাবার পথে দৃশ্যমানতা কমে যাবার কারণে রাজগঞ্জ ব্লকের বেলাকোবার ফুলাতিপাড়ার এক ফাঁকা জায়গায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট (emergency landing of helicopter in Jalpaiguri) ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার । যান এলাকার বিধায়ক খগেশ্বর রায়ও ৷ হেলিকপ্টার দেখতে এলাকাবাসীও ভিড় জমান ওই এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই বেলাকোবা ফুলাতিপাড়া প্রাইমারি স্কুলের পাশে ফাঁকা মাঠে জরুরি অবতরণ করে ওই হেলিকপ্টারটি । সেটিতে তখন পাইলট ও কো-পাইলট ছিলেন ৷

জানা গিয়েছে, যান্ত্রিক ক্রুটি ও দৃশ্যমানতা কম থাকার কারণেই জরুরি ভিত্তিতে ওই অবতরণ করাতে বাধ্য হন পাইলট ৷ পরে ঘটনাস্থলে গিয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,"হেলিকপ্টার নামার খবর পেয়েই আমি ছুটে আসি । এসে শুনি খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেছে সেটি । গুয়াহাটি থেকে থেকে বাগডোগরা যাচ্ছিল হেলিকপ্টারটি । যাবার সময় আবহাওয়া খারাপ হয়ে যায় ।"

হেলিকপ্টারটি খাম্বি এভিয়েশন প্রাইভেট লিমিটেডের বলে জানা গিয়েছে ৷ তবে এলাকায় মানুষের ভিড় দেখে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ হেলিকপ্টারটির যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷ শুক্রবার সকাল 8টায় সেটি গন্তব্যে উড়ে যাবে বলে পাইলট জানিয়েছেন ৷

আরও পড়ুন: পিয়ালী নদীতে মৎস্যজীবীদের জালে মৃত হাঙর, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

তবে এদিন এই হেলিকপ্টারের অবতরণকে কেন্দ্র করে গুজবও রটে ৷ প্রথমমে জানা যায়, হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর মা সুমিত্রা দাসকে এই হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কলকাতায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে । তাই হেলিকপ্টার নেমেছে । মুখ্যমন্ত্রী নাকি এই নির্দেশ দিয়েছেন ৷ আবার একাংশ রটিয়ে দেয়, একটি হেলিকপ্টার ভেঙে পরেছে বেলাকোবা ফুলাতিপাড়ায় । ফলে জমে যায় মানুষের ভিড় ৷ যা সরাতে হিমশিম অবস্থা হয় পুলিশের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.