ETV Bharat / state

Jalpaiguri Jackfruit Story : জলপাইগুড়ির একাধিক গ্রামে কীসের ভয়ে বিকোচ্ছে এত কাঁঠাল ? - Jalpaiguri Jackfruit Story

কাঁঠাল প্রেমে মজেছে গজরাজ (Jalpaiguri Jackfruit Story) ৷ গন্ধ পেলেই সে কাঁঠালের উদ্দেশ্যে দলবল নিয়ে হানা দিচ্ছে গৃহস্থের বাড়ি ৷ আর তার জেরেই আতঙ্কে তড়িঘড়ি কাঁঠাল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷

Elephant in Jalpaiguri
জলপাইগুড়ির একাধিক গ্রামে কীসের ভয়ে বিকোচ্ছে এত কাঁঠাল
author img

By

Published : Apr 19, 2022, 10:49 PM IST

Updated : Apr 20, 2022, 4:33 PM IST

জলপাইগুড়ি, 19 এপ্রিল : কাঁঠালের জন্য জীবন সংশয় এলাকাবাসীর । ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব । বাড়িতে কাঁঠাল হলেও খাওয়ার আগেই হাতির হাত থেকে বাঁচতে তা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা (Elephant Herds Entering Several Village in Jalpaiguri to Eat Jackfruits) ৷ পাকা কাঁঠালের গন্ধে গ্রামে আসছে গজরাজ ৷ কাঁঠাল পেড়ে খাওয়ার পাশাপাশি ভাঙচুর করছে বাড়ি ৷ তাই ভয়ে অগত্যা কাঁঠাল বিক্রি করে দিচ্ছে গৃহস্থ ৷

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার গরুমারা জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন কুমারগ্রাম, আলিপুরদুয়ার 2 নং ব্লক, নাগরাকাটা, মেটেলি, মালবাজার প্রভৃতি এলাকাগুলিতে কাঁঠালের গন্ধে বাড়ছে হাতির উপদ্রব ৷ বাচ্চা নিয়ে রসালো ফল খেতে দল বেঁধে আসছে গজরাজ (Jalpaiguri Elephant News) ৷ এই ভয়ে কাঁঠাল বিক্রির পাশাপাশি গাছও কেটে ফেলছেন অনেকেই ৷

Jalpaiguri News
পাকার আগেই এভাবে কাঁঠাল পেড়ে বিক্রি করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা

আরও পড়ুন : ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পাশেই তুরতুরি বেলতলা গ্রাম । সেখানকার বাসিন্দা শুভজিৎ পালিতের বাড়ির বাগানে ঢুকে 15টি কাঁঠাল সাবাড় করেছে হাতির দল । তার পরেই দিনই গাছ থেকে সব কাঁঠাল পেড়ে বিক্রি করে দেন শুভজিৎবাবু ৷ তাঁর কথায়, "কাঁঠাল খাক তাতে অসুবিধা নেই ৷ কিন্তু আমাদের যদি কোনও ক্ষতি করে সেই ভয়ে সব কাঁঠাল পেড়ে বিক্রি করে দিতে বাধ্য হই ৷ ঘরে রাখাও দায় ৷ আতঙ্কে রয়েছি, গন্ধে যদি ঘর ভেঙে কাঁঠাল খায় তাই আর কাঁঠাল ঘরে রাখার সাহস পাইনি ৷

Jalpaiguri News
হাতির ভয়ে ঘরে রাখাও দায়, তাই অগত্যা হয় রাস্তায় ফেলে রাখতে হচ্ছে নয় বিক্রি করে দিচ্ছেন গ্রামবাসীরা

বাড়িতে হাতি কাঁঠাল খেয়ে যাবার পরেই অনেকেই গাছ কেটে ফেলছেন । কেউ আবার কাঁঠাল পেড়ে বাইরে রাস্তায় ফেলে রাখছেন যাতে বাড়িতে না ঢুকে হাতি রাস্তা থেকে খেয়ে চলে যায় ৷
কাঁঠাল ব্যবসায়ী নির্মল মোহন্ত, শ্রীবাস ঘোষ, তুরতুরি বেলতলা ও রায়ডাক-সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা কাঁঠাল কাঁচা থাকতেই বিক্রি করে দিচ্ছেন । তাঁদের কথায়, "আমরা কাঁঠাল বিক্রি করে দু'পয়সা রোজগার করি । অন্যদিকে, পাকা কাঁঠাল হাতির খুব প্রিয় (Elephant Loves Jackfruit) । গন্ধেই চলে আসে । আবার কোনও কোনও সময় বাড়িঘর ভেঙে দেয় । তাই আতঙ্কে হাতি আসার আগেভাগেই কাঁঠাল বাড়ি থেকে বিক্রি করে দিতে পারলে বাঁচি ৷"

হাতির ভয়ে কাঁঠাল যেন ওষ্ঠাগত প্রাণ হয়ে উঠেছে জলপাইগুড়ির একাধিক গ্রামের বাসিন্দাদের

আরও পড়ুন : World Elephant Day : নতুন কাপড়, এলাহি খাবার; লক্ষ্মী আর উর্মিলার ফুরফুরে বিশ্ব হাতি দিবস

জলপাইগুড়ি, 19 এপ্রিল : কাঁঠালের জন্য জীবন সংশয় এলাকাবাসীর । ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব । বাড়িতে কাঁঠাল হলেও খাওয়ার আগেই হাতির হাত থেকে বাঁচতে তা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা (Elephant Herds Entering Several Village in Jalpaiguri to Eat Jackfruits) ৷ পাকা কাঁঠালের গন্ধে গ্রামে আসছে গজরাজ ৷ কাঁঠাল পেড়ে খাওয়ার পাশাপাশি ভাঙচুর করছে বাড়ি ৷ তাই ভয়ে অগত্যা কাঁঠাল বিক্রি করে দিচ্ছে গৃহস্থ ৷

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার গরুমারা জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন কুমারগ্রাম, আলিপুরদুয়ার 2 নং ব্লক, নাগরাকাটা, মেটেলি, মালবাজার প্রভৃতি এলাকাগুলিতে কাঁঠালের গন্ধে বাড়ছে হাতির উপদ্রব ৷ বাচ্চা নিয়ে রসালো ফল খেতে দল বেঁধে আসছে গজরাজ (Jalpaiguri Elephant News) ৷ এই ভয়ে কাঁঠাল বিক্রির পাশাপাশি গাছও কেটে ফেলছেন অনেকেই ৷

Jalpaiguri News
পাকার আগেই এভাবে কাঁঠাল পেড়ে বিক্রি করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা

আরও পড়ুন : ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পাশেই তুরতুরি বেলতলা গ্রাম । সেখানকার বাসিন্দা শুভজিৎ পালিতের বাড়ির বাগানে ঢুকে 15টি কাঁঠাল সাবাড় করেছে হাতির দল । তার পরেই দিনই গাছ থেকে সব কাঁঠাল পেড়ে বিক্রি করে দেন শুভজিৎবাবু ৷ তাঁর কথায়, "কাঁঠাল খাক তাতে অসুবিধা নেই ৷ কিন্তু আমাদের যদি কোনও ক্ষতি করে সেই ভয়ে সব কাঁঠাল পেড়ে বিক্রি করে দিতে বাধ্য হই ৷ ঘরে রাখাও দায় ৷ আতঙ্কে রয়েছি, গন্ধে যদি ঘর ভেঙে কাঁঠাল খায় তাই আর কাঁঠাল ঘরে রাখার সাহস পাইনি ৷

Jalpaiguri News
হাতির ভয়ে ঘরে রাখাও দায়, তাই অগত্যা হয় রাস্তায় ফেলে রাখতে হচ্ছে নয় বিক্রি করে দিচ্ছেন গ্রামবাসীরা

বাড়িতে হাতি কাঁঠাল খেয়ে যাবার পরেই অনেকেই গাছ কেটে ফেলছেন । কেউ আবার কাঁঠাল পেড়ে বাইরে রাস্তায় ফেলে রাখছেন যাতে বাড়িতে না ঢুকে হাতি রাস্তা থেকে খেয়ে চলে যায় ৷
কাঁঠাল ব্যবসায়ী নির্মল মোহন্ত, শ্রীবাস ঘোষ, তুরতুরি বেলতলা ও রায়ডাক-সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা কাঁঠাল কাঁচা থাকতেই বিক্রি করে দিচ্ছেন । তাঁদের কথায়, "আমরা কাঁঠাল বিক্রি করে দু'পয়সা রোজগার করি । অন্যদিকে, পাকা কাঁঠাল হাতির খুব প্রিয় (Elephant Loves Jackfruit) । গন্ধেই চলে আসে । আবার কোনও কোনও সময় বাড়িঘর ভেঙে দেয় । তাই আতঙ্কে হাতি আসার আগেভাগেই কাঁঠাল বাড়ি থেকে বিক্রি করে দিতে পারলে বাঁচি ৷"

হাতির ভয়ে কাঁঠাল যেন ওষ্ঠাগত প্রাণ হয়ে উঠেছে জলপাইগুড়ির একাধিক গ্রামের বাসিন্দাদের

আরও পড়ুন : World Elephant Day : নতুন কাপড়, এলাহি খাবার; লক্ষ্মী আর উর্মিলার ফুরফুরে বিশ্ব হাতি দিবস

Last Updated : Apr 20, 2022, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.