ETV Bharat / state

জলপাইগুড়িতে মাদকবিরোধী মিছিলে হাঁটলেন মাদক বিক্রেতারাও - জলপাইগুড়ি

শনিবারের মাদকবিরোধী মিছিলে মাদকাসক্ত পরিবারের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ছিলেন কদিন আগেও যাঁরা মাদকের কারবার করতেন তাঁরাও ৷ জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটি এলাকাতেই বেশি মাদক বিক্রি হয় বলে অভিযোগ । মাঝে পুলিশের ধরপাকড়ের ফলে এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ হন, তাঁরা আর মাদক বিক্রি করবেন না ।

drug-dealers-walked-in-anti-drug-procession-in-jalpaiguri
drug-dealers-walked-in-anti-drug-procession-in-jalpaiguri
author img

By

Published : Jun 26, 2021, 6:33 PM IST

জলপাইগুড়ি, 26 জুন : বৃষ্টিকে উপেক্ষা করে মাদকবিরোধী মিছিলে হাঁটলেন মাদকাসক্তদের পরিবার, এমনকী কদিন আগেও যাঁরা মাদক বিক্রি করছিলেন তাঁরাও । উদ্দেশ্য একটাই, মাদকমুক্ত জলপাইগুড়ি গড়ে তোলা ।

এদিন জলপাইগুড়িতে মাদকবিরোধী মিছিল করে জেলা পুলিশ । এছাড়াও পুলিশ লাইনে স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সেমিনারের আয়োজন করা হয় । জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর ঘুমটি থেকে কোতয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী মিছিলের অগ্রভাগে ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, ডিএসপি হেডকোয়াটার সমীর পাল, আইসি কোতয়ালি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

শনিবারের মাদকবিরোধী মিছিলে মাদকাসক্ত পরিবারের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ছিলেন কদিন আগেও যাঁরা মাদকের কারবার করতেন তাঁরাও ৷ জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটি এলাকাতেই বেশি মাদক বিক্রি হয় বলে অভিযোগ । মাঝে পুলিশের ধরপাকড়ের ফলে এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ হন, তাঁরা আর মাদক বিক্রি করবেন না । এমনকি মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে শপথ নেন । আজ জেলা পুলিশ সুপার ওই এলাকার মানুষদের নিয়েই মাদকবিরোধী মিছিল করলেন ।

আরও পড়ুন: হাড়োয়ায় নিষিদ্ধ তরল মাদক সহ পুলিশের জালে দুই

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "আজ মাদকবিরোধী মিছিল করলাম । জলপাইগুড়ি শহরে মাদক বিক্রি বন্ধে অভিযান চালাচ্ছি । যাঁরা মাদক বিক্রি করেন তাঁরা আমাদের কাছে অঙ্গিকারবদ্ধ হয়েছেন, যে তাঁরা আর মাদক বিক্রি করবেন না, কাউকে বিক্রি করতে দেবেন না ।"

জলপাইগুড়ি, 26 জুন : বৃষ্টিকে উপেক্ষা করে মাদকবিরোধী মিছিলে হাঁটলেন মাদকাসক্তদের পরিবার, এমনকী কদিন আগেও যাঁরা মাদক বিক্রি করছিলেন তাঁরাও । উদ্দেশ্য একটাই, মাদকমুক্ত জলপাইগুড়ি গড়ে তোলা ।

এদিন জলপাইগুড়িতে মাদকবিরোধী মিছিল করে জেলা পুলিশ । এছাড়াও পুলিশ লাইনে স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সেমিনারের আয়োজন করা হয় । জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর ঘুমটি থেকে কোতয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী মিছিলের অগ্রভাগে ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, ডিএসপি হেডকোয়াটার সমীর পাল, আইসি কোতয়ালি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

শনিবারের মাদকবিরোধী মিছিলে মাদকাসক্ত পরিবারের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ছিলেন কদিন আগেও যাঁরা মাদকের কারবার করতেন তাঁরাও ৷ জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটি এলাকাতেই বেশি মাদক বিক্রি হয় বলে অভিযোগ । মাঝে পুলিশের ধরপাকড়ের ফলে এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ হন, তাঁরা আর মাদক বিক্রি করবেন না । এমনকি মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে শপথ নেন । আজ জেলা পুলিশ সুপার ওই এলাকার মানুষদের নিয়েই মাদকবিরোধী মিছিল করলেন ।

আরও পড়ুন: হাড়োয়ায় নিষিদ্ধ তরল মাদক সহ পুলিশের জালে দুই

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "আজ মাদকবিরোধী মিছিল করলাম । জলপাইগুড়ি শহরে মাদক বিক্রি বন্ধে অভিযান চালাচ্ছি । যাঁরা মাদক বিক্রি করেন তাঁরা আমাদের কাছে অঙ্গিকারবদ্ধ হয়েছেন, যে তাঁরা আর মাদক বিক্রি করবেন না, কাউকে বিক্রি করতে দেবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.