জলপাইগুড়ি, 8 নভেম্বর: নির্মাণ কাজ নিয়ে বিতর্কে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(Indian Medical Association - IMA)জলপাইগুড়ি শাখা(Construction Work of Indian Medical Association)৷ আইএমএ-র সম্পাদক সুশান্ত রায় স্থানীয় সমাজপাড়ার বাসিন্দাদের খেলাধুলো ও পুজোর অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু আশ্বাস মতো লিখিত দেননি (Construction Work of Indian Medical Association Stopped due to Local Protests)৷
আইএমএ-র জলপাইগুড়ি শাখার বিরুদ্ধে অভিযোগ, 75 বছর থেকে কালীপুজো হয়ে আসছে সমাজপাড়ার ব্রাহ্ম সমাজের মাঠে । বর্তমানে আইএমএ সেই মাঠের মালিকানা দাবি করে মাঠ ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় দুর্গাপুজোর আগে । স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আইএমএ আশ্বাস দিয়েছিল সমাজপাড়ার মাঠে দুর্গা পুজো, কালীপুজো-সহ বিভিন্ন অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে । কিন্তু পরবর্তীতে আর লিখিত দেওয়া হয়নি বলে অভিযোগ ।
আরও পড়ুন : দুর্গাপুজোর মাঠে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাচীর দেওয়াতে বাঁধা স্থানীয়দের
কালীপুজোর আগে পুলিশবাহিনী এসে মাঠ থেকে ব্যানার খুলে দিতে বলেছে বলে দাবি কমিটির । এরপরেই উত্তেজনা ছড়ায় । এদিকে স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ বলেন, " আইএমএ সম্পাদকের সঙ্গে আমাদের আলোচনা হয় ৷ তাঁরা জমির চারপাশে প্রাচীর দেওয়ার পাশাপাশি আমাদের লিখিত দেবে যে আমরা পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বাচ্চারা খেলাধুলো করতে পারবে সেই মাঠে । কিন্তু এখন আর সেই লিখিত চিঠি দিচ্ছে না । আজ তারা গেট বন্ধ করে দিচ্ছিল । আমাদের দাবি যতক্ষণ লিখিত পাব আমরা কাজ করতে দেব না । তাই আমরা সকাল থেকে আন্দোলনে নেমেছি । আজ সকাল থেকে বিরাট পুলিশবাহিনী সমাজপাড়া ঘিরে রেখেছে ।"
এদিকে আইএমএ সভাপতি ডাঃ নিতাই মুখোপাধ্যায় জানান, আলোচনার মাধ্যমে সব মিটে যাবে । সম্পাদক এলে কথা হবে । আমাদের সঙ্গে কারও কোনও সমস্যা নেই ।
আরও পড়ুন : সমাজপাড়ার 75 বছরের কালীপুজো বন্ধের মুুখে, বিতর্কে আইএমএ