ETV Bharat / state

চা শ্রমিকদের সঙ্গে সময় কাটিয়ে ভোট প্রচার কংগ্রেস প্রার্থীর

চা শ্রমিকদের সাথে সময় কাটিয়ে তাঁদের সমস্যার কথা শুনে ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল। আজ দুপুরে ভোট প্রচারের জন্য তিনি শ্রমিকদের টিফিন টাইমকে বেছে নেন।

কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল
author img

By

Published : Mar 31, 2019, 10:15 PM IST

জলপাইগুড়ি, ৩১ মার্চ : চা বাগানে রবিবাসরীয় ভোট প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল। আজ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে তিনি শ্রমিকদের সঙ্গে সময় কাটান।

আজ দুপুরে ভোটের প্রচারের জন্য মণিকুমার ডার্নাল চা শ্রমিকদের টিফিন টাইমকে বেছে নেন। তিনি চা বাগানের ৮ নম্বর সেকশনে যান। সেখানে তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন। হিন্দি, আদিবাসী ও নেপালি ভাষায় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, "শ্রমিকদের PF, চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন।" পাশাপাশি তিনি সরকারের কাছে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি করবেন বলেও জানান।

মণিকুমার ডার্নাল বলেন, "শ্রমিকরা সবরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা কিছুই পাচ্ছে না। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি ২০০৯ সাল পর্যন্ত CPI(M)-এর দখলে ছিল। ২০১৪ সাল থেকে এই লোকসভাকেন্দ্রে তৃণমূল কংগ্রেস থাবা বসায়। ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিল। ২০০৯ সালে লোকসভা জয়ী হয়েছিলেন CPI(M) প্রার্থী মহেন্দ্র রায়।"

জলপাইগুড়ি, ৩১ মার্চ : চা বাগানে রবিবাসরীয় ভোট প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল। আজ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে তিনি শ্রমিকদের সঙ্গে সময় কাটান।

আজ দুপুরে ভোটের প্রচারের জন্য মণিকুমার ডার্নাল চা শ্রমিকদের টিফিন টাইমকে বেছে নেন। তিনি চা বাগানের ৮ নম্বর সেকশনে যান। সেখানে তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন। হিন্দি, আদিবাসী ও নেপালি ভাষায় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, "শ্রমিকদের PF, চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন।" পাশাপাশি তিনি সরকারের কাছে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি করবেন বলেও জানান।

মণিকুমার ডার্নাল বলেন, "শ্রমিকরা সবরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা কিছুই পাচ্ছে না। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি ২০০৯ সাল পর্যন্ত CPI(M)-এর দখলে ছিল। ২০১৪ সাল থেকে এই লোকসভাকেন্দ্রে তৃণমূল কংগ্রেস থাবা বসায়। ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিল। ২০০৯ সালে লোকসভা জয়ী হয়েছিলেন CPI(M) প্রার্থী মহেন্দ্র রায়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.