জলপাইগুড়ি, 23 ডিসেম্বর : কোরোনা বিধি মেনেই জলপাইগুড়িতে বড়দিন পালন করা হবে । সামাজিক দূরত্ববিধি মেনেই পালন করা হবে এবছরের বড়দিন । সংক্রমণের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা । চার্চের বাইরে থেকেই সাধারণ মানুষকে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে । পাশাপাশি প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ।
জলপাইগুড়ি শহরের প্রাচীন সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের ফাদার ডেভিড হাজদা বলেন, "কোরোনা মুক্তপৃথিবীর জন্যই আমরা প্রার্থনা করব । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা শারীরিক দুরত্ববিধি সহ সরকারি সবরকমের নির্দেশিকা মেনেই প্রার্থনা করব । আমরা এবার বাইরের কাউকে চার্চে প্রবেশ করতে দেব না ।" বাইরে থেকে যাতে সবাই প্রার্থনা করে চলে যায় এই অনুরোধ করেন তিনি । সব মিলিয়ে বড়দিনের জন্য সেজে উঠেছে জলপাইগুড়ির কালেকটরেট অ্যাভিনিউ-এর এই প্রাচীন চার্চ । তিনি আরও বলেন, "এবছর আমরা চাই সাধারণ মানুষ যাতে এবার চার্চের ভেতরে না আসে । এবং তাঁরা বাইরে থেকেই প্রার্থনা করেন ।"
বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে জলপাইগুড়ি শহর । শহরের নানা প্রান্তে প্রতি বছর ভিড় জমায় সাধারণ মানুষ । তবে এবারে কোরোনা পরিস্থিতিতে যাতে ভিড় না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে ।