ETV Bharat / state

দারিদ্র্য, প্রতিবন্ধকতা হারিয়ে রেডিয়ো জকি হতে চায় পিঙ্কি

বাবা শয্যাশায়ী । অঙ্গনওয়াড়িতে রান্নার কাজ করেন মা । জন্ম থেকেই দুটি চোখে দেখতে পায় না সে । দারিদ্র্য, প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে 347 পেল রাজগঞ্জের বাসিন্ধা পিঙ্কি অধিকারী ।

পিঙ্কি অধিকারি
author img

By

Published : May 21, 2019, 11:09 PM IST

Updated : May 21, 2019, 11:48 PM IST

জলপাইগুড়ি, 21 মে : অভাবের সংসার । অসুস্থ বাবা অনেকদিন ধরে শয্যাশায়ী । অঙ্গনওয়াড়িতে কাজ করা মায়ের আয়ে কোনওরকমে সংসার চলে । পরিবারের এই অনটন অনুভব করে সে । কিন্তু, দেখতে পায় না । আজ অবশ্য বাড়ির সবাই খুশি । সব প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে জন্মান্ধ পিঙ্কি প্রামাণিক । তার ইচ্ছে, রেডিয়ো জকি হবে ।

রাজগঞ্জ ব্লকে বাড়ি পিঙ্কিদের । সে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী । পিঙ্কির মা কল্পনা অধিকারী অঙ্গনওয়ারি কেন্দ্রে মিড ডে মিল রান্না করেন । বাবা নারায়ণ অধিকারী অসুস্থ । বাড়িতেই শয্যাশায়ী । বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মেয়েকে সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতেন কল্পনাদেবী । তারপর পিঙ্কি আরও আট কিলোমিটার বাসে করে গিয়ে স্কুলে পৌঁছাত । এইভাবেই লড়াই করে মাধ্যমিক পাশ করেছে পিঙ্কি । তার এই ফলে খুশি মা ।

পিঙ্কি জানায়, সে বাংলায় 68, ইংরাজিতে 75, ভৌতবিজ্ঞানে 27, জীবন বিজ্ঞানে 35, ইতিহাসে 57 এবং ভূগোলে 50 নম্বর পেয়েছে । মোট নম্বর 347 । সে বেলাকোবা গার্লস স্কুলের রিসোর্স সেন্টারে ছোটো থেকেই পড়াশোনা করে । এখনও সে নিজের স্কুলেই পড়তে চায় । পিঙ্কি বলে, "আমার রাস্ট্রবিজ্ঞান, ফিলোজ়ফি, ইতিহাস, বাংলা, ইংরাজি নিয়ে পড়াশোনো করার ইচ্ছা আছে । আমি বড় হয়ে রেডিয়ো জকি হতে চাই । কিন্তু অর্থ আমার সেই ইচ্ছায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে ।"

বেলাকোবা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মানসি ঠাকুর বলেন, "পিঙ্কির সাফল্যে আমাদের খুব ভালো লাগছে । আমাদের স্কুলেই পড়াশোনো করবে পিঙ্কি । আমরা সব রকম ভাবেই সাহায্য করব তাকে । রেডিয়ো জকি হবার ইচ্ছা আছে তার ।"

জলপাইগুড়ি, 21 মে : অভাবের সংসার । অসুস্থ বাবা অনেকদিন ধরে শয্যাশায়ী । অঙ্গনওয়াড়িতে কাজ করা মায়ের আয়ে কোনওরকমে সংসার চলে । পরিবারের এই অনটন অনুভব করে সে । কিন্তু, দেখতে পায় না । আজ অবশ্য বাড়ির সবাই খুশি । সব প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে জন্মান্ধ পিঙ্কি প্রামাণিক । তার ইচ্ছে, রেডিয়ো জকি হবে ।

রাজগঞ্জ ব্লকে বাড়ি পিঙ্কিদের । সে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী । পিঙ্কির মা কল্পনা অধিকারী অঙ্গনওয়ারি কেন্দ্রে মিড ডে মিল রান্না করেন । বাবা নারায়ণ অধিকারী অসুস্থ । বাড়িতেই শয্যাশায়ী । বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মেয়েকে সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতেন কল্পনাদেবী । তারপর পিঙ্কি আরও আট কিলোমিটার বাসে করে গিয়ে স্কুলে পৌঁছাত । এইভাবেই লড়াই করে মাধ্যমিক পাশ করেছে পিঙ্কি । তার এই ফলে খুশি মা ।

পিঙ্কি জানায়, সে বাংলায় 68, ইংরাজিতে 75, ভৌতবিজ্ঞানে 27, জীবন বিজ্ঞানে 35, ইতিহাসে 57 এবং ভূগোলে 50 নম্বর পেয়েছে । মোট নম্বর 347 । সে বেলাকোবা গার্লস স্কুলের রিসোর্স সেন্টারে ছোটো থেকেই পড়াশোনা করে । এখনও সে নিজের স্কুলেই পড়তে চায় । পিঙ্কি বলে, "আমার রাস্ট্রবিজ্ঞান, ফিলোজ়ফি, ইতিহাস, বাংলা, ইংরাজি নিয়ে পড়াশোনো করার ইচ্ছা আছে । আমি বড় হয়ে রেডিয়ো জকি হতে চাই । কিন্তু অর্থ আমার সেই ইচ্ছায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে ।"

বেলাকোবা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মানসি ঠাকুর বলেন, "পিঙ্কির সাফল্যে আমাদের খুব ভালো লাগছে । আমাদের স্কুলেই পড়াশোনো করবে পিঙ্কি । আমরা সব রকম ভাবেই সাহায্য করব তাকে । রেডিয়ো জকি হবার ইচ্ছা আছে তার ।"

Intro:জলপাইগুড়িঃঃ সাইকেলে করে বাস ষ্ট্যান্ডে পৌছে দিত মা।তারপর বাসে করে স্কুলে যেত জন্মান্ধ পিঙ্কি অধিকারি।জন্মান্ধ হয়েও প্রত্যন্ত এলাকা থেকে ভাল ফল করল রাজগঞ্জ ব্লকের পিঙ্কি অধিকারি। বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী পিঙ্কি অধিকারির এমন ফলাফলে উচ্ছসিত তার স্কুল।বাড়ি থেকে আট কিলোমিটার দূরে স্কুল।

পিঙ্কির মা কল্পনা অধিকারি অঙ্গনওয়ারি কেন্দ্রে মিডডে মিল রান্না করে। বাবা নারায়ন অধিকারী অসুস্থ বাড়িতেই শয্যাশায়ী।কাঁচা বাড়িতে থাকে। বাড়ি থেকে তিনকিলোমিটার দূরে মায়ের সাইকেলে করে দিয়ে বাস ধরতে আস্পত পিঙ্কি।এরপর বাসে করে স্কুলে যেত।সবাই তাকে স্কুলে নিয়ে যেতে সাহায্য করত।মোবাইল কিনেছে কথা বলার জন্য। ফোনের টাকা পেয়েছে প্রতিবন্ধী তহবিল থেকে। স্কুলে গিয়ে যোগাযোগ করে। পিঙ্কি জন্মান্ধ।

পিঙ্কির পিঙ্কি অধিকারি এবার মাধ্যমিকে ৩৪৭ নম্বর পেয়েছে।বাংলায় ৬৮,ইংরাজীতে ৭৫ অঙ্কে ৩৫,ভৌতবিজ্ঞানে ২৭
জীবন বিজ্ঞানে ৩৫,ইতিহাসে ৫৭ নম্বর,ভুগোলে ৫০ নম্বর পেয়েছে।পিঙ্কি অধিকারি ছোটবেলা থেকেই ব্রেইলে পড়াশুনো করেছে।বেলাকোবা গার্লস স্কুলের রিসোর্স সেন্টার আছে সেখানেই পড়াশুনো করত। আর্ট নিয়ে পড়াশুনো করতে চায় ঐ স্কুলের।রাস্ট্রবিজ্ঞান,ফিলোজফি,ইতিহাস, বাংলা,ইংরাজী নিয়ে পড়াশুনো করবে। পিঙ্কি জানায় সে রেডিও জকি হতে চায় কিন্তু অর্থ বাঁধা হয়ে দাড়িয়েছে।

বেলাকোবা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মানসি ঠাকুর বলেন আমাদের খুব ভাল লাগছে।আমাদের স্কুলেই পড়াশুনো করবে মেয়েটি।আমরা সব রকম ভাবেই সাহায্য করব। রেডিও জকি হবার ইচ্ছা।

Body:WB_JAL_21MAY_BLIND_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_21MAY_BLIND_ABHIJIT_7203427
Last Updated : May 21, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.