জলপাইগুড়ি, 13 মে : বিদ্যুতের বিল মকুবের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার BJP-র যুব মোর্চার জেলা সভাপতি ও BJP কর্মীরা । জলপাইগুড়ি স্টেশন রোডে বিদ্যুৎ বণ্টন অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন তাঁরা ।
লকডাউনের জেরে বন্ধ দোকান-পাট । কাজ হারিয়েছেন অনেকেই । এর মধ্যে তাঁদের পক্ষে বিদ্যুতের বিল মেটানো প্রায় সম্ভব নয় বললেই চলে । সেই কারণেই আজ বিদ্যুতের বিল মকুবের দাবিতে BJP-র যুব মোর্চার নেতা-কর্মীরা, সভাপতি শ্যাম প্রসাদের নেতৃত্বে জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । সেই সময়ই গ্রেপ্তার হন তাঁরা ।
এই বিষয়ে সভাপতি বলেন, " রাজ্য সরকারের কাছে তিন মাসের বিদ্যুতের বিল মকুব করা সহ বিভিন্ন দাবিতে আমরা এসেছিলাম । কিন্তু পুলিশ আমাদের গ্রেপ্তার করে।" তবে আগে থেকেই খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ।