ETV Bharat / state

ভাঙন তৃণমূল শিবিরে, জলপাইগুড়িতে ফের পঞ্চায়েত দখল BJP - র - saptibari

সাপ্টিবাড়ি 2,পদমতি 1, পদমতি 2 - এর পর আজ সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েতও দখলে নিল BJP ।

ভাঙন তৃণমূল শিবিরে, জলপাইগুড়িতে ফের পঞ্চায়েত দখল BJP - র
author img

By

Published : Jun 17, 2019, 9:33 PM IST

Updated : Jun 17, 2019, 10:59 PM IST

জলপাইগুড়ি, 17 জুন : ময়নাগুড়িতে পঞ্চায়েতের দখল নিল BJP । লোকসভা ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে জেতার পর BJP তে যোগদানের হিড়িক পড়েছে । ফলে ফের ভাঙন ধরল তৃণমূল শিবিরে ।

সাপ্টিবাড়ি 2, পদমতি 1, পদমতি 2 - এর পর আজ সাপ্টিবাড়ি 1 পঞ্চায়েতও দখলে নিল BJP । এই পঞ্চায়েতে মোট সদস্য 12 । আজ সাপ্টিবাড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে সাপ্টিবাড়ি পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, উপপ্রধান বিকাশ সাহা সহ 8 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেন । তাদের হাতে BJP - র পতাকা তুলে দেন দলের মণ্ডল সভাপতি বিরেন্দ্রনাথ শর্মা । ছিলেন জেলা কমিটির সদস্য বিজয় সেন ।

দেখুন ভিডিয়ো

একসময় তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 2 -এর সাপ্টিবাড়ি তৃণমূলের শক্তঘাঁটি ছিল । কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ময়নাগুড়ির বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা BJP-তে যোগ দিতে শুরু করেছেন ।

গত 6 জুন তৃণমূলে ভাঙন ঠেকাতে জলপাইগুড়ি যান অরূপ বিশ্বাস । যদিও বাঁচাতে পারেননি সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েত । তাঁর যাওয়ার আগেই সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েতের সদস্যরা যোগ দেন BJP-তে । এছাড়া এর আগে পদমতি 1 ও পদমতি 2 দখল করে BJP ।

জলপাইগুড়ি, 17 জুন : ময়নাগুড়িতে পঞ্চায়েতের দখল নিল BJP । লোকসভা ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে জেতার পর BJP তে যোগদানের হিড়িক পড়েছে । ফলে ফের ভাঙন ধরল তৃণমূল শিবিরে ।

সাপ্টিবাড়ি 2, পদমতি 1, পদমতি 2 - এর পর আজ সাপ্টিবাড়ি 1 পঞ্চায়েতও দখলে নিল BJP । এই পঞ্চায়েতে মোট সদস্য 12 । আজ সাপ্টিবাড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে সাপ্টিবাড়ি পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, উপপ্রধান বিকাশ সাহা সহ 8 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেন । তাদের হাতে BJP - র পতাকা তুলে দেন দলের মণ্ডল সভাপতি বিরেন্দ্রনাথ শর্মা । ছিলেন জেলা কমিটির সদস্য বিজয় সেন ।

দেখুন ভিডিয়ো

একসময় তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 2 -এর সাপ্টিবাড়ি তৃণমূলের শক্তঘাঁটি ছিল । কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ময়নাগুড়ির বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা BJP-তে যোগ দিতে শুরু করেছেন ।

গত 6 জুন তৃণমূলে ভাঙন ঠেকাতে জলপাইগুড়ি যান অরূপ বিশ্বাস । যদিও বাঁচাতে পারেননি সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েত । তাঁর যাওয়ার আগেই সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েতের সদস্যরা যোগ দেন BJP-তে । এছাড়া এর আগে পদমতি 1 ও পদমতি 2 দখল করে BJP ।

Intro:জলপাইগুড়ি ঃ বিরোধী শুন্য ময়নাগুড়ির এক এক গ্রামপঞ্চায়েতের দখল নিচ্ছে বিজেপি।সাপ্টিবাড়ি ২,পদমতি ১, পদমতি ২ এর পর সাপ্টিবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েত বিজেপির ঝুলিতে এল। তৃনমুলের দখলে থাকা ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সাপ্টিবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে। ১২ জন পঞ্চায়েতের মধ্যে আজ তৃনমুলের প্রধান, উপপ্রধান সহ ৮ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিলেন।

আজ সাপ্টিবাড়ি বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে সাপ্টিবাড়ি ১নং গ্রামপঞ্চায়েতের প্রধান অনিমা রায় সহ ৮ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। ফলে এই গ্রামপঞ্চায়েতটি তৃনমুলের থেকে বিজেপির দখলে গেল। একটা সময় তৃনমুলের ময়নাগুড়ি ব্লক দুই এর এই সাপ্টিবাড়ি এলাকা তৃনমুলের শক্তঘাটি ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের তৃনমুলের ভরাডুবির পর ময়নাগুড়ির বিভিন্ন গ্রামপঞ্চায়েতের সদস্যরা বিজেপিতে যোগ দিতে থাকেন।

এদিন তৃনমুলের প্রধান অনিতা রায়,উপপ্রধান বিকাশ সাহা সহ ৮ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির মন্ডল সহ সভাপতি বিরেন্দ্রনাথ শর্মা,জেলা কমিটির সদস্য
বিজয় সেন।Body:WB_JAL_17JUNE_BJP_JOINING_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_17JUNE_BJP_JOINING_ABHIJIT_7203427
Last Updated : Jun 17, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.