জলপাইগুড়ি, 18 মে: সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন ৷ তিনি জানালেন, শুক্রবার থেকেই রাজ্যের সিনেমা হলে চলবে তাঁর তৈরি ছবি ৷ রাজ্যের সিদ্ধান্ত খুবই দুঃখজনক ছিল বলে মত তাঁর ৷ এই ছবির উপর রাজ্যের নিষেধাজ্ঞায় শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ায় খুশির হাওয়া সুদীপ্ত সেনের জলপাইগুড়ির বাড়িতেও ৷
রাজ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর এই নির্দেশের পরই আদালতের দ্বারস্থ হন পরিচালক সুদীপ্ত সেন । তাঁর আবেদনে সাড়া দিয়ে আজ রাজ্যের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ স্বাভাবিকভাবেই খুশি বাংলার পরিচালক ৷ তিনি টেলিফোনে ইটিভি ভারতকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "আমি ভীষণ খুশি । আপনারা সবাই সঙ্গে থেকেছেন । এবং ভারত জুড়ে এখন ছবিটা সব কিছুর কেন্দ্রবিন্দু । ছবিটা এতদিন বাংলা এবং তামিলনাড়ুর লোকেরা দেখতে পারছিলেন না, সেটা খুব দুঃখের ঘটনা ছিল আমাদের জন্য । সবাই দেখতে চাইছিলেন ছবিটা । অবশেষে আজ সবার ইচ্ছে পূরণ হল । কাল থেকে ছবিটা চলবে পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে ।"
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি কিছু বলতে চান কি না জানতে চাইলে সুদীপ্ত সেন বলেন, "তিনি আমার থেকে বড়, আমার থেকে অনেক বেশি জ্ঞানী লোক, তিনি সবসময় ভালো সিনেমাকে সাপোর্ট করেছেন । আমার ধারণা, তিনি আমাদের ছবিকেও সাপোর্ট করবেন । তিনি ফিল্মটা দেখার পর এই মন্তব্যগুলি করলে ভালো হত । তিনি তো ফিল্মটা দেখেননি । না দেখে কোনও কমেন্ট করাটা ঠিক কথা নয় । যেখানে আমাদের বাংলা সবসময় স্বাধীন বক্তব্য পেশের কেন্দ্রবিন্দুতে থাকে, তো সেখানে এ রকম সিদ্ধান্ত খুব দু:খজনক ছিল । কিন্তু খুব ভালো কথা যে, সুপ্রিম কোর্ট আমাদের পাশে দাঁড়িয়েছে ।"
সুপ্রিম কোর্টের রায়ের পরই আনন্দের আবহ দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেনের পরিবারেও । জলপাইগুড়ির কাকা-ভাইঝির এই ছবি রাজ্যের মানুষ দেখতে পারবেন জেনে খুবই খুশি পরিচালক সুদীপ্ত সেনের দাদা তথা এই ফিল্মের প্রোডাকশন ডিজাইনার অঙ্গনা সেনের বাবা মনোজ সেন ।
দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন ও তাঁর ভাইঝি তথা ছবির প্রোডাকশন ডিজাইনার অঙ্গনা সেন জলপাইগুড়ির বাসিন্দা । সুদীপ্ত সেনের দাদা মনোজ সেন বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রাজ্যের সিনেমা হলে দেখা যাবে দ্য কেরালা স্টোরি । আমার ভাইয়ের তৈরি ফিল্ম সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছে । রাজ্যে বন্ধ করে দেওয়ার ফলে খারাপ লেগেছিল ।"
বর্তমানে নিউটাউন পাড়ার বাসিন্দা মনোজ সেন বলেন, রায়কতপাড়াতে জন্ম সুদীপ্ত সেনের । জলপাইগুড়ি রায়কতপাড়াতেই তিনি থাকতেন । সুদীপ্ত সেনের বাবা ইউনাইটেড ব্যাংকে বদলির চাকরি করায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে ছেলেবেলা কেটেছে দ্য কেরালা স্টোরির পরিচালকের ৷ প্রথমে সুদীপ্ত সেন আলিপুরদুয়ারে পড়াশোনা শুরু করেন ৷ পরবর্তীতে জলপাইগুড়ি জেলা স্কুল ও শিলিগুড়ি বয়েজ স্কুলে পড়াশোনা করেন । এরপর কলকাতায় ও পরবর্তীতে দিল্লিতে চলে যান পড়াশোনার জন্য ৷ এমনটাই জানান তাঁর দাদা মনোজ সেন ।
এ দিকে, মনোজ সেনের বড় মেয়ে অঙ্গনা সেন জলপাইগুড়িতে পড়া শেষ করে শান্তিনিকেতন যান । এরপর কাকা সুদীপ্ত সেনের সঙ্গে মুম্বইতে অঙ্গনা ডিজাইনারের কাজ শুরু করেন । মনোজ সেন জানান, "আমার খুব ভালো লাগছে কেরালা স্টোরিতে আমার ভাই সুদীপ্ত সেন পরিচালক ও আমার বড় মেয়ে অঙ্গনা সেন প্রোডাকশন ডিজাইনারের কাজ করেছে ৷"
দ্য কেরালা স্টোরির প্রোডাকশন ডিজাইনার অঙ্গনা জানান, "সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই রাজ্যে সিনেমা চলবে । আমরা তাতে খুব খুশি । সিনেমা কেমন তা নিয়ে সমালোচনা হোক । তবে বন্ধ করে দেওয়া ঠিক নয় ।"
আরও পড়ুন: 'দ্য কেরালা স্টোরি' নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের