জলপাইগুড়ি, 5 এপ্রিল : প্রবীণ বিজেপি কর্মীদের দলের অনুষ্ঠানে ডেকে পা ধুয়ে দিয়ে অভিনব সম্মান জানালেন বিজেপি প্রার্থী। ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক রায় প্রবীণ বিজেপি কর্মীদের গুরু পুজনের মাধ্যমে সম্মান জানালেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার ১৯৮০ ও ১৯৯০ সালের মধ্য়ে প্রবীণ বিজেপি কার্যকর্তাদেরও সন্মান জানান কৌশিক রায়।
আজ বিজেপির পক্ষ থেকে ময়নাগুড়ি ধর্মশালায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিজেপির ময়নাগুড়ির ১৫০ জন পুরনো কার্যকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যাঁরা দলের কঠিন সময়েও দলীয় কাজকর্মে যুক্ত ছিলেন ৷ ওই অনুষ্ঠানেই পুরনো বিজেপি কর্মীদের পা ধুয়ে দিলেন বিজেপি প্রার্থী কৌশিক রায় ৷ এবং তাঁদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন ৷
আরও পড়ুন-মিহির গোস্বামীকে কতটা পাশে পেল কোচবিহার দক্ষিণ ?
ময়নাগুড়ি ধর্মশালায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি উত্তর মণ্ডল, ময়নাগুড়ি মধ্য মণ্ডল ও ময়নাগুড়ির দক্ষিণ মণ্ডলের ১৫০ জন পুরনো বিজেপি নেতা-কর্মী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা অনুপ পাল, সুব্রত কর্মকার, আবির দাস সহ জেলার নেতারা।
আজকের ওই অনুষ্ঠানে ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থীর এমন আতিথেয়তায় আপ্লুত পুরনো বিজেপি কর্মীরা। তাঁরা বলেন, "আমরা দীর্ঘদিন ধরেই বিজেপি করে আসছি। আজ যে সম্মান আমরা পেলাম তাতে আমরা অভিভূত। আমরা চাই, এবার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিপুল ভোটে জয়যুক্ত হন।"