জলপাইগুড়ি, 30 মার্চ : তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রমকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা । তাঁদের অভিযোগ, হামলায় তৃণমূল কর্মীদের না ধরে বেছে বেছে বিজেপি কর্মীদেরই গ্রেফতার করা হয়েছে । কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রম সহ অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে গ্রেফতারের দাবিতে এদিন কোতয়ালি থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখারও অভিযোগ করেছে বিজেপি ।
সোমবার পাদ্রিকুঠিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণে আহত হন বিজেপি কর্মী সুভাষ রায় । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন । এছাড়া ভেঙে দেওয়া হয় স্থানীয় বিজেপি কার্যালয় ও কর্মীদের মোটরসাইকেল । বিজেপির পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী নিরোধ রায়-সহ 10 জন স্থানীয় তৃণমল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।
বিজেপির জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী অভিযোগ করে বলেন, "গতকাল আমাদের কর্মীদের পেটানো হল । আবার আমাদের কর্মীদেরই গ্রেফতার করা হল । আমরা আজ পুলিশের কাছে জানতে এসেছি কেন আমাদের কর্মীদের গ্রেফতার করা হল । তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রমের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছিল ৷ তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হলেও গ্রেফতার করা হয়নি । তাঁদের গ্রেফতার করতে পুলিশ ভয় পাচ্ছে । পুলিশ যদি গ্রেফতার করতে না পারে তাহলে বলে দিক । আমরা আমাদের কর্মীদের বাঁচাতে ব্যবস্থা করে নেব।’’
আরও পড়ুন : বৃদ্ধার মৃত্যুর প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির
এবিষয়ে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম বলেন,"আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে । আমরা নির্দোষ ।"