ETV Bharat / state

Panchayat Elections 2023: নিউজ পেপারের মতো ব্যালট, ফালাকাটার পঞ্চায়েত সমিতিতে রেকর্ড প্রার্থী - jalpaiguri falakata

ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী 25 জন । এরফলে ব্যালট পেপারের সাইজও হয়েছে পেপারের মতো ৷

ETV Bharat
ব্যালট পেপার নিয়ে ভোটকর্মীরা
author img

By

Published : Jul 7, 2023, 10:20 PM IST

নিউজ পেপারের মতো ব্যালট, ফালাকাটার পঞ্চায়েত সমিতিতে রেকর্ড প্রার্থী

আলিপুরদুয়ার, 7 জুলাই: ব্যালট পেপার । তাও আবার নিউজ পেপারের আকৃতির । সেই ব্যালট পেপারের সাইজ 47 সেন্টিমিটার/35 সেন্টিমিটার । আর 25 জন প্রার্থীর নাম সম্বলিত এই নিউজ পেপার আকৃতির ব্যালট পেপার নিয়ে হিমশিম অবস্থা মহিলা ভোট কর্মীদের । জানা গিয়েছে, 25 জনের জায়গায় 26 জন প্রার্থী হলে সমস্ত প্রার্থীকে প্রতীকও দেওয়া যেত না ৷

শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী 25 জন। তার মধ্যে নির্দল প্রার্থীই 22 জন । আর এই 25 জন প্রার্থীর ব্যালট ছাপাতেই নাজেহাল হয়ে পড়েছিল ফালাকাটা ব্লক প্রশাসন । এখানকার অগ্রদূত সংঘের মৈত্রী পাঠাগারাকে ভোটকেন্দ্র করা হয়েছে ৷ এই বুথ আবার মহিলা পরিচালিত ৷ ফলে এই পেপার-সম বিশাল ব্যালট পেপার ভোটারদের কাছে বণ্টনের দায়িত্বও ওই মহিলা ভোটকর্মীদের ৷

জানা গিয়েছে, ফালাকাটা পাল পরিবারের ছেলের বিয়ে ৷ তাই একই জ্ঞাতি-গোষ্ঠীর 7 জন সদস্য-সদস্যা ভোট কর্মী হিসেবে ভোটে নাম কাটানোর জন্যই নির্দল হয়ে দাঁড়িয়েছেন এখানে । ফালাকাটার একটি আসনে এত জন প্রার্থী নির্বাচনে লড়ছেন, এটা এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে রেকর্ড বলেই ফালাকাটা ব্লক প্রশাসনের দাবি । পঞ্চায়েত সমিতির 12 নং আসনটিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম প্রার্থী দলীয় প্রতীকে লড়াই করলেও বাকি 22 জন নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়িয়েছেন ।

এই প্রসঙ্গে ওই বুথের প্রিসাইডিং অফিসার রাখী সরকার বলেন, "সংবাদপত্রের মতো ব্যালট পেপার । আমাদের বুথেই এই ব্যালট পেপার পড়েছে । অসুবিধা হলেও দিয়েছে যখন কাজটা তো করতেই হবে "। আরেক ভোটকর্মী শিউলি দে বলেন, "আমি একজন ফাস্ট পোলিং অফিসার । এটাই আমার প্রথম ভোট । আমার আগে কোন অভিজ্ঞতা নেই । এত বড় একটা নিউজ পেপারের মতোব্যালট, তাও চেষ্টা করব ঠিকভাবে কাজ করার ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট পরিচালনায় লেহ থেকে এয়ারলিফটে বাহিনী পৌঁছল রাজ্যে

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার এই প্রসঙ্গে বলেন, "ব্যালট পেপার দেখে হাসিই পাচ্ছে । এত বড় একটা ব্যালট পেপার ৷ যেটা কিনা দেখতে নিউজ পেপারের মতো । ব্যালট পেপারের সাইজ 47 সেন্টিমিটার/35 সেন্টিমিটার । তিনটি কলাম তৈরি হয়েছে । দুটি কলামে 9 জন করে ও আর একটি কলামে 7 জন প্রার্থীর নাম ব্যালটে ছাপা হয়েছে । যদি 26 জন দাঁড়াতো তাহলে প্রার্থীদের জন্য যে প্রতীক থাকে তাও দেওয়া যেত না । ব্যালট ছাপানোর জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে । অন্য প্রেস থেকে ছাপাতে হয়েছে । আমরা ভেবেছিলাম কলকাতায় যেতে হতে পারে ।"

নিউজ পেপারের মতো ব্যালট, ফালাকাটার পঞ্চায়েত সমিতিতে রেকর্ড প্রার্থী

আলিপুরদুয়ার, 7 জুলাই: ব্যালট পেপার । তাও আবার নিউজ পেপারের আকৃতির । সেই ব্যালট পেপারের সাইজ 47 সেন্টিমিটার/35 সেন্টিমিটার । আর 25 জন প্রার্থীর নাম সম্বলিত এই নিউজ পেপার আকৃতির ব্যালট পেপার নিয়ে হিমশিম অবস্থা মহিলা ভোট কর্মীদের । জানা গিয়েছে, 25 জনের জায়গায় 26 জন প্রার্থী হলে সমস্ত প্রার্থীকে প্রতীকও দেওয়া যেত না ৷

শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী 25 জন। তার মধ্যে নির্দল প্রার্থীই 22 জন । আর এই 25 জন প্রার্থীর ব্যালট ছাপাতেই নাজেহাল হয়ে পড়েছিল ফালাকাটা ব্লক প্রশাসন । এখানকার অগ্রদূত সংঘের মৈত্রী পাঠাগারাকে ভোটকেন্দ্র করা হয়েছে ৷ এই বুথ আবার মহিলা পরিচালিত ৷ ফলে এই পেপার-সম বিশাল ব্যালট পেপার ভোটারদের কাছে বণ্টনের দায়িত্বও ওই মহিলা ভোটকর্মীদের ৷

জানা গিয়েছে, ফালাকাটা পাল পরিবারের ছেলের বিয়ে ৷ তাই একই জ্ঞাতি-গোষ্ঠীর 7 জন সদস্য-সদস্যা ভোট কর্মী হিসেবে ভোটে নাম কাটানোর জন্যই নির্দল হয়ে দাঁড়িয়েছেন এখানে । ফালাকাটার একটি আসনে এত জন প্রার্থী নির্বাচনে লড়ছেন, এটা এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে রেকর্ড বলেই ফালাকাটা ব্লক প্রশাসনের দাবি । পঞ্চায়েত সমিতির 12 নং আসনটিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম প্রার্থী দলীয় প্রতীকে লড়াই করলেও বাকি 22 জন নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়িয়েছেন ।

এই প্রসঙ্গে ওই বুথের প্রিসাইডিং অফিসার রাখী সরকার বলেন, "সংবাদপত্রের মতো ব্যালট পেপার । আমাদের বুথেই এই ব্যালট পেপার পড়েছে । অসুবিধা হলেও দিয়েছে যখন কাজটা তো করতেই হবে "। আরেক ভোটকর্মী শিউলি দে বলেন, "আমি একজন ফাস্ট পোলিং অফিসার । এটাই আমার প্রথম ভোট । আমার আগে কোন অভিজ্ঞতা নেই । এত বড় একটা নিউজ পেপারের মতোব্যালট, তাও চেষ্টা করব ঠিকভাবে কাজ করার ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট পরিচালনায় লেহ থেকে এয়ারলিফটে বাহিনী পৌঁছল রাজ্যে

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার এই প্রসঙ্গে বলেন, "ব্যালট পেপার দেখে হাসিই পাচ্ছে । এত বড় একটা ব্যালট পেপার ৷ যেটা কিনা দেখতে নিউজ পেপারের মতো । ব্যালট পেপারের সাইজ 47 সেন্টিমিটার/35 সেন্টিমিটার । তিনটি কলাম তৈরি হয়েছে । দুটি কলামে 9 জন করে ও আর একটি কলামে 7 জন প্রার্থীর নাম ব্যালটে ছাপা হয়েছে । যদি 26 জন দাঁড়াতো তাহলে প্রার্থীদের জন্য যে প্রতীক থাকে তাও দেওয়া যেত না । ব্যালট ছাপানোর জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে । অন্য প্রেস থেকে ছাপাতে হয়েছে । আমরা ভেবেছিলাম কলকাতায় যেতে হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.