জলপাইগুড়ি, 16 এপ্রিল: গুলিই চলেছিল জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসকের দফতরে । প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছেন ব্যালেস্টিক বিশেষজ্ঞ । রবিবার এক ব্যালেস্টিক বিশেষজ্ঞ জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসকের দফতরে আসেন গুলির চিহ্নের তদন্ত করতে । প্রাথমিক তদন্তে নিশ্চিত যে দফতরে গুলিই চলেছিল । তবে কী প্রকারের গুলি, তা ফাইনাল রিপোর্টেই জানা যাবে । যদিও তদন্তে প্রাথমিকভাবে কোতোয়ালি থানার পুলিশ গুলির মত কিছু ধাতব জিনিস উদ্ধার করেছিলেন । তবে ব্যালেস্টিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে গুলি চলার বিষয়টিতে সিলমোহর দেওয়ায় দফতরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।
প্রসঙ্গত, গত 28 মার্চ অতিরিক্ত জেলাশাসকের (ভূমি ও ভূমি রাজস্ব) দফতরে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির দেওয়ার অভিযোগ ওঠে । কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) রঞ্জন চক্রবর্তী । কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করার মাঝে দফতরের একটি ঘরে গুলির চিহ্ন দেখতে পান সেখানকার কর্মীরা । তার একদিন পর ফের ওই অফিসের আরও দুটো জায়গায় গুলির চিহ্ন পাওয়া যায় । এই ঘটনার পর চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের ।
এরপরেই জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, অতিরিক্ত জেলাশাসকের অফিসের গুলির চিহ্নের তদন্তে ব্যালেস্টিক বিশেষজ্ঞ ডাকা হয় । 17 দিন পর আজ ব্যালেস্টিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার জলপাইগুড়িতে আসেন গুলির চিহ্নের তদন্ত করতে । অতিরিক্ত জেলাশাসকের দফতরের দুটো কাঁচের জানালায় ফুটো ও স্টিলের আলমারিতে গুলির চিহ্ন খতিয়ে দেখেন তিনি । 30 মিনিট ধরে কোতয়ালি থানার তদন্তকারী অফিসার অরিজিৎ কুন্ডুকে নিয়ে সব কিছু খতিয়ে দেখেন ।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির ঘটনার পর সেখানে 12টি সিসিটিভি লাগানো হয়েছে । এদিন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সেভাবে কোনও মন্তব্য না করলেও ব্যালেস্টিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার জানান, প্রাথমিকভাবে গুলি চলেছে এটা ঠিক । তবে কী ধরনের গুলি, তা পরীক্ষা করে দেখতে হবে । এদিকে তদন্তকারী অফিসার জানান, ব্যালেস্টিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে গুলি চলেছে এমনটাই তাদের জানিয়েছেন । তবে কী প্রকারের গুলি চলেছে, তা প্রধান রিপোর্ট এলেই জানা যাবে বলে তাঁর মত ।
আরও পড়ুন: অতিরিক্ত জেলাশাসকের অফিসে গুলির চিহ্ন, তদন্তে ব্যালেস্টিক বিশেষজ্ঞ