জলপাইগুড়ি, 30 মার্চ: অফিসে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির অভিযোগের তদন্ত শুরু করল পুলিশ। অন্যদিকে অতিরিক্ত জেলাশাসকের অফিসে গুলির চিহ্নের তদন্তে বিশেষজ্ঞদের ডাকা হল ব্যালেস্টিক বিশেষজ্ঞদের ৷ এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। জানা গিয়েছে, এই ঘটনার পর অতিরিক্ত জেলাশাসকের দফতরে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তীকে তাঁর অফিসে ঢুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসকের অফিসে দু'জন বহিরাগত ঢোকেন দেখা করার নাম করে ৷ সে সময় অতিরিক্ত জেলাশাসককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনা জানাজানি হতেই অতিরিক্ত জেলাশাসকের দফতরের তিনতলার একটি ঘরের জানালার কাঁচে এবং উলটোদিকে থাকা আলমারিতে ছোট ছিদ্র পাওয়া গিয়েছে । এই ছিদ্র আদৌ গুলির কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু গুলি চললেও কেউ আওয়াজ শুনতে পাননি বা গুলি চললেও কাঁচের কোনও জানালা ভাঙেনি। তাতেই উঠছে প্রশ্ন ৷ তবে কোনওকিছুকেই উড়িয়ে দিচ্ছে না জেলা পুলিশ। তাই বিজ্ঞানসম্মতভাবে বিষয়টি পরীক্ষা করতে ব্যালেস্টিক এক্সপার্টদের ডাকা হয়েছে ।
এদিকে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী জানান, তিনি জলপাইগুড়িতে 2019 সাল থেকে রয়েছেন । কোনওদিন এমন ঘটনার সম্মুখীন হতে হয়নি তাঁকে। তাঁর সঙ্গে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। তবে তিনি একা একা সন্ধেবেলা হাঁটতে যান। তিনি বলেন, "এই ঘটনার পর আমি আর একা একা হাঁটব না । আমার অফিসে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি । আগে সিসিটিভি লাগানো থাকলেও তা খারাপ হয়ে পড়েছিল। এখন নতুন করে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে ।"
অন্যদিকে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত বলেন, "অতিরিক্ত জেলাশাসককে অফিসে ঢুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে । অতিরিক্ত জেলাশাসক আমাকে ও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন । আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছি । অতিরিক্ত জেলাশাসকের দফতরে একটি ঘরে গুলির চিহ্ন পাওয়ার ঘটনায় ফরেনসিক ও ব্যালেস্টিক এক্সপার্টদের ডাকা হয়েছে । তাদের মতামত নেওয়া হবে । আসলে সেটা গুলির চিহ্ন না অন্য কিছু, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন: অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকি, মিলল গুলি ছোড়ার চিহ্ন