ETV Bharat / state

জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত হাসপাতালের অ্যাসিটেন্ট সুপার - CORONA

জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিটেন্ট সুপারের সোয়াবের নমুনার রিপোর্ট ট্রুনাট মেশিনে নেগেটিভ আসে। এরপরেই তিনি কলকাতায় চলে যান। কিন্তু, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

Assistant Superintendent tests corona positive
জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত হাসপাতালের অ্যাসিটেন্ট সুপার
author img

By

Published : Jun 1, 2020, 7:50 PM IST

জলপাইগুড়ি, 1 জুন: কোরোনার থাবা এবারে জেলাস্বাস্থ্য দপ্তরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিটেন্ট সুপারের সোয়াবের রিপোর্টকোরোনা পজিটিভ আসে। এরপরেই বন্ধ করে দেওয়া হয় সদর হাসপাতালের সুপারের দপ্তর।

হাসপাতালেরঅ্যাসিটেন্ট সুপারের সোয়াবের নমুনার রিপোর্ট ট্রুনাট মেশিনে নেগেটিভ আসে। এরপরেইতিনি কলকাতায় চলে যান। কিন্তু, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্টপজিটিভ আসে।

উত্তরবঙ্গেরস্বাস্থ্য দপ্তরের OSD সুশান্ত রায় বলেন, জলপাইগুড়িসদর হাসপাতালের অ্যাসিটেন্ট সুপারের কোরোনা ধরা পড়েছে । গত মে মাসের ২১ তারিখতাঁর সোয়াব নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ফিরেআসার নির্দেশ দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি, 1 জুন: কোরোনার থাবা এবারে জেলাস্বাস্থ্য দপ্তরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিটেন্ট সুপারের সোয়াবের রিপোর্টকোরোনা পজিটিভ আসে। এরপরেই বন্ধ করে দেওয়া হয় সদর হাসপাতালের সুপারের দপ্তর।

হাসপাতালেরঅ্যাসিটেন্ট সুপারের সোয়াবের নমুনার রিপোর্ট ট্রুনাট মেশিনে নেগেটিভ আসে। এরপরেইতিনি কলকাতায় চলে যান। কিন্তু, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্টপজিটিভ আসে।

উত্তরবঙ্গেরস্বাস্থ্য দপ্তরের OSD সুশান্ত রায় বলেন, জলপাইগুড়িসদর হাসপাতালের অ্যাসিটেন্ট সুপারের কোরোনা ধরা পড়েছে । গত মে মাসের ২১ তারিখতাঁর সোয়াব নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ফিরেআসার নির্দেশ দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.