জলপাইগুড়ি, 18 এপ্রিল: সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট গড়তে উদ্যোগ বিন্নাগুড়ি সেনা ছাউনিতে । 1 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে করা হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (solid waste management project at Binnaguri barrack) । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সাংসদের কাছে অর্থ চাইল সেনা । ইতিমধ্যেই সাংসদ তহবিল থেকে অর্থ দিতে রাজি হয়েছেন দুই সাংসদ ৷
উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেনা ছাউনি হল বিন্নাগুড়ি । কয়েক হাজার সেনা আধিকারিক, কর্মী ও তাঁদের পরিবার এখানে বসবাস করে। ফলে প্রচুর বর্জ্য পদার্থও জমা হয় । সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট চালু করা গেলে খুব উপকার হবে । তাই বিন্নাগুড়ি সেনা ছাউনি-সহ বিন্নাগুড়ির বর্জ্য সংগ্রহ করে এই প্রজেক্ট করতে আগ্রহী সেনা ।
জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, "সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের এখানে ভাল ভাবে করা হয় না। শিলিগুড়ি, জলপাইগুড়ি বা যেখানেই হোক, এই চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভাল নেই । সেনাবাহিনী থেকেই বিন্নাগুড়িতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে চায় । সেনা এর জন্য় আড়াই একর জমি চাইছে ৷ রাজ্য যদি সেনাবাহিনীকে জমি দিতে রাজি হয়, তাহলে আমরা সাংসদ তহবিল থেকে টাকা দিতে রাজি আছি । মেশিনের মাধ্যমে প্লাস্টিকের বর্জ্যকে আলাদা করা যায় ৷"
আরও পড়ুন : Special Camp for Ex-Servicemen : প্রাক্তন সেনা জওয়ানদের সমস্যা সমাধানে বিন্নাগুড়ি সেনাছাউনিতে বিশেষ ক্যাম্প
আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন, "রাজ্য সরকার সহযোগিতা করলে সাংসদ তহবিলের টাকা সেনাকে দেওয়া নিয়ে আমার কোনও অসুবিধা নেই।"
বিন্নাগুড়ি সেনা ছাউনির জিওসি প্রবীণ ছাবরা বলেন, "আমরা শুধু সেনা ছাউনির জন্যই নয় । আমরা বিন্নাগুড়ি এলাকার সমস্ত বর্জ্য সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চাই । তাই আমাদের প্রথম ধাপে জমির প্রয়োজন ৷ পাশাপাশি 1 কোটি 2 লক্ষ টাকার প্রয়োজন প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য। আমাদের প্রথমে 64 লক্ষ টাকা দরকার । যদি আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় 30 লক্ষ করে ফান্ড দেন। তাহলে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করতে পারি। এছাড়া আমরা জেলা প্রশাসনের কাছে জমির জন্য আবেদন করব । আমাদের ডিপিআর তৈরি হয়ে গিয়েছে । এই প্রজেক্ট হয়ে গেলে বিন্নাগুড়ি সেনা ছাউনি ও বিন্নাগুড়ি এলাকার সমস্ত বর্জ্য সংগ্রহ করে এলাকা সাফ রাখা যাবে।"