ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়িতে সাংসদ কোটায় কেনা অ্যাম্বুলেন্স - Ambulance

জলপাইগুড়ির ময়নাগুড়িতে সাংসদ তহবিলে কেনা অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে । এছাড়া, অ্যাম্বুলেন্সের ব্যাটারি খুলে নিজের গাড়িতে লাগানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।

অ্যাম্বুলেন্স
author img

By

Published : Jun 2, 2019, 6:38 PM IST

Updated : Jun 2, 2019, 8:04 PM IST

জলপাইগুড়ি, 2 জুন : সাংসদ তহবিলে কেনা অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে । শুধু পড়ে রয়েছে তা নয়, অভিযোগ অ্যাম্বুলেন্সের ব্যাটারি খুলে নিজের গাড়িতে লাগিয়েছেন তিনি । এদিকে, তাঁর তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখবর জানেনই না খোদ জলপাইগুড়ির সদ্য প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণ । তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ।"

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত । প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণের সাংসদ তহবিলের টাকায় এলাকার উন্নয়নে একটি অ্যাম্বুলেন্স কেনা হয় । কিন্তু, পরিষেবা দূর-অস্থ, গাড়ির ইঞ্জিন স্টার্ট করা হয়নি বহুকাল । অ্যাম্বুলেন্সটির বর্তমান ঠিকানা এলাকার অঞ্চল সভাপতি সুধারঞ্জন রায়ের বাড়ি ।

jalpaiguri
গ্রাম পঞ্চায়েত অফিসের সুবিশাল চত্বর

চাকায় হাওয়া নেই । দীর্ঘদিনের অযত্নে গাড়ির রং চটে গেছে একাধিক জায়গায় । এখানেই শেষ নয়, অ্যাম্বুলেন্সের ব্যাটারিটি না কি খুলে নিয়ে স্বচ্ছন্দে নিজের গাড়িতে লাগিয়েছেন অঞ্চল সভাপতি । তবে, গোটা বিষয়টিই অস্বীকার করেছেন তিনি । বলেন, "ভোট ঘোষণা হওয়ার পর থেকেই আমার বাড়িতে অ্যাম্বুলেন্সটি রাখা আছে ।" কিন্তু, সরকারি অ্যাম্বুলেন্স বাড়িতে কেন রাখা হয়েছে ? এর উত্তরে সুধারঞ্জনবাবু বলেন, "গ্রাম পঞ্চায়েতের অফিসে জায়গা নেই, তাই অঞ্চলের তরফে অ্যাম্বুলেন্সটি আমার বাড়িতেই রাখতে বলা হয়েছে । এরমধ্যেই মিটিং ডেকে ফের তা চালু করা হবে । ব্যাটারি অ্যাম্বুলেন্সেই আছে, আমি নিইনি ।"

ঘটনাস্থানের ভিডিয়ো

ময়নাগুড়ির BDO লেনডুপ ছোডেন শেরপা বলেন, "বিষয়টি আমার জানা নেই। তবে, অঞ্চলের অ্যাম্বুলেন্স গ্রাম পঞ্চায়েতেই থাকার কথা । বিষয়টি খতিয়ে দেখছি ।"

jalpaiguri
সেই অ্যাম্বুলেন্স

স্থানীয় এক বাসিন্দা বলেন, "গ্রাম পঞ্চায়েতের অফিসে অ্যাম্বুলেন্স রাখার অনেক জায়গা রয়েছে । তা সত্ত্বেও সুধারঞ্জন রায় নিজের বাড়িতে অ্যাম্বুলেন্সটি রেখে দিয়েছেন । ওটা চালু থাকলে গ্রামের মানুষের উপকারে লাগত ।"

জলপাইগুড়ি, 2 জুন : সাংসদ তহবিলে কেনা অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে । শুধু পড়ে রয়েছে তা নয়, অভিযোগ অ্যাম্বুলেন্সের ব্যাটারি খুলে নিজের গাড়িতে লাগিয়েছেন তিনি । এদিকে, তাঁর তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখবর জানেনই না খোদ জলপাইগুড়ির সদ্য প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণ । তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ।"

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত । প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণের সাংসদ তহবিলের টাকায় এলাকার উন্নয়নে একটি অ্যাম্বুলেন্স কেনা হয় । কিন্তু, পরিষেবা দূর-অস্থ, গাড়ির ইঞ্জিন স্টার্ট করা হয়নি বহুকাল । অ্যাম্বুলেন্সটির বর্তমান ঠিকানা এলাকার অঞ্চল সভাপতি সুধারঞ্জন রায়ের বাড়ি ।

jalpaiguri
গ্রাম পঞ্চায়েত অফিসের সুবিশাল চত্বর

চাকায় হাওয়া নেই । দীর্ঘদিনের অযত্নে গাড়ির রং চটে গেছে একাধিক জায়গায় । এখানেই শেষ নয়, অ্যাম্বুলেন্সের ব্যাটারিটি না কি খুলে নিয়ে স্বচ্ছন্দে নিজের গাড়িতে লাগিয়েছেন অঞ্চল সভাপতি । তবে, গোটা বিষয়টিই অস্বীকার করেছেন তিনি । বলেন, "ভোট ঘোষণা হওয়ার পর থেকেই আমার বাড়িতে অ্যাম্বুলেন্সটি রাখা আছে ।" কিন্তু, সরকারি অ্যাম্বুলেন্স বাড়িতে কেন রাখা হয়েছে ? এর উত্তরে সুধারঞ্জনবাবু বলেন, "গ্রাম পঞ্চায়েতের অফিসে জায়গা নেই, তাই অঞ্চলের তরফে অ্যাম্বুলেন্সটি আমার বাড়িতেই রাখতে বলা হয়েছে । এরমধ্যেই মিটিং ডেকে ফের তা চালু করা হবে । ব্যাটারি অ্যাম্বুলেন্সেই আছে, আমি নিইনি ।"

ঘটনাস্থানের ভিডিয়ো

ময়নাগুড়ির BDO লেনডুপ ছোডেন শেরপা বলেন, "বিষয়টি আমার জানা নেই। তবে, অঞ্চলের অ্যাম্বুলেন্স গ্রাম পঞ্চায়েতেই থাকার কথা । বিষয়টি খতিয়ে দেখছি ।"

jalpaiguri
সেই অ্যাম্বুলেন্স

স্থানীয় এক বাসিন্দা বলেন, "গ্রাম পঞ্চায়েতের অফিসে অ্যাম্বুলেন্স রাখার অনেক জায়গা রয়েছে । তা সত্ত্বেও সুধারঞ্জন রায় নিজের বাড়িতে অ্যাম্বুলেন্সটি রেখে দিয়েছেন । ওটা চালু থাকলে গ্রামের মানুষের উপকারে লাগত ।"

sample description
Last Updated : Jun 2, 2019, 8:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.