ETV Bharat / state

সম্পর্ক ভাঙতে চাওয়ায় প্রেমিকের বুকে ব্লেড চালাল যুবতি - ব্লেড

হাওড়ায় প্রেমিকের বুকে ব্লেড চালাল প্রেমিকা ও তার দাদা ৷ সম্পর্ক ভাঙতে চাওয়াতেই এই হামলা বলে আক্রান্তের অভিযোগ ৷

ডাকে সাড়া না দেওয়ায় প্রেমিকের বুকে ব্লেড চালাল প্রেমিকা
ডাকে সাড়া না দেওয়ায় প্রেমিকের বুকে ব্লেড চালাল প্রেমিকা
author img

By

Published : Jun 24, 2021, 7:10 AM IST

বাঁকড়া, 24 জুন : বেশ কয়েকদিন ধরেই সম্পর্কে চিড় ধরেছিল ৷ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রেমিকাকে এড়িয়ে যেতে শুরু করে প্রেমিক ৷ এরপর প্রেমিকার ফোন পেয়ে বাইরে বেরিয়ে আসতেই শুরু হয় বচসা ৷ তার জেরেই প্রেমিকার ব্লেডের আঘাতে আক্রান্ত হল প্রেমিক ৷ প্রকাশ্য রাস্তায় ব্লেড চালাল প্রেমিকা ও তার দাদা । ঘটনাটি হাওড়ার বাঁকড়া এলাকার । এই ঘটনায় প্রেমিকার দাদাকে আটক করেছে পুলিশ ।

বাঁকড়ার পেয়াদাপাড়ার বস্ত্র ব্যবসায়ী শেখ আফসার আলির (২১) সঙ্গে পাশের মণ্ডল পাড়ার বাসিন্দা নাজ খাতুনের (19) এক বছর ধরে প্রেমের সম্পর্ক । দুজনকে প্রায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্পগুজব করতে দেখা যেত ।

আক্রান্ত যুবক শেখ আফসারের কথায়, মঙ্গলবার রাতে স্থানীয় একটি জিমে থাকাকালীন তাঁকে ফোন করে বটতলা এলাকায় ডাকে প্রেমিকা নাজ খাতুন । ফোন দেওয়া নেওয়া নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷ তখনই নাজ তার দাদাকে ফোন করে ডাকে ।

এরপরই বাদানুবাদ চলাকালীন নাজ আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করে । তার দাদা আসতেই সেও একইভাবে আফসারকে ব্লেড দিয়ে আঘাত করে । গোটা ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে । আফসারের বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে । এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় ।

প্রেমিকের বুকে ব্লেড চালাল প্রেমিকা

নার্সিংহোম সূত্রে খবর, আফসারের বুকে পাঁচটি এবং হাতে দশটি সেলাই হয়েছে । সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ।

পুলিশ নাজের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আফসার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল । এতেই চটে যায় তাঁর প্রেমিকা । তাই প্রতিশোধ নেওয়ার জন্যে নাজ তার প্রেমিক আফসারকে ব্লেড নিয়ে আক্রমণ করে ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে স্বামীকে ব্লেড দিয়ে খুনের চেষ্টার অভিযোগ

বাঁকড়া, 24 জুন : বেশ কয়েকদিন ধরেই সম্পর্কে চিড় ধরেছিল ৷ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রেমিকাকে এড়িয়ে যেতে শুরু করে প্রেমিক ৷ এরপর প্রেমিকার ফোন পেয়ে বাইরে বেরিয়ে আসতেই শুরু হয় বচসা ৷ তার জেরেই প্রেমিকার ব্লেডের আঘাতে আক্রান্ত হল প্রেমিক ৷ প্রকাশ্য রাস্তায় ব্লেড চালাল প্রেমিকা ও তার দাদা । ঘটনাটি হাওড়ার বাঁকড়া এলাকার । এই ঘটনায় প্রেমিকার দাদাকে আটক করেছে পুলিশ ।

বাঁকড়ার পেয়াদাপাড়ার বস্ত্র ব্যবসায়ী শেখ আফসার আলির (২১) সঙ্গে পাশের মণ্ডল পাড়ার বাসিন্দা নাজ খাতুনের (19) এক বছর ধরে প্রেমের সম্পর্ক । দুজনকে প্রায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্পগুজব করতে দেখা যেত ।

আক্রান্ত যুবক শেখ আফসারের কথায়, মঙ্গলবার রাতে স্থানীয় একটি জিমে থাকাকালীন তাঁকে ফোন করে বটতলা এলাকায় ডাকে প্রেমিকা নাজ খাতুন । ফোন দেওয়া নেওয়া নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷ তখনই নাজ তার দাদাকে ফোন করে ডাকে ।

এরপরই বাদানুবাদ চলাকালীন নাজ আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করে । তার দাদা আসতেই সেও একইভাবে আফসারকে ব্লেড দিয়ে আঘাত করে । গোটা ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে । আফসারের বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে । এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় ।

প্রেমিকের বুকে ব্লেড চালাল প্রেমিকা

নার্সিংহোম সূত্রে খবর, আফসারের বুকে পাঁচটি এবং হাতে দশটি সেলাই হয়েছে । সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ।

পুলিশ নাজের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আফসার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল । এতেই চটে যায় তাঁর প্রেমিকা । তাই প্রতিশোধ নেওয়ার জন্যে নাজ তার প্রেমিক আফসারকে ব্লেড নিয়ে আক্রমণ করে ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে স্বামীকে ব্লেড দিয়ে খুনের চেষ্টার অভিযোগ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.