ETV Bharat / state

কিশোরকে ট্রেনের সামনে ধাক্কা মেরে খুন, গ্রেপ্তার মা ও প্রেমিক - boy

কিশোরকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার মা ও তার প্রেমিক । ধৃত মহিলার বাড়ি হাওড়ার রামরাজাতলায় ।

কাকলি রায়
author img

By

Published : Jun 21, 2019, 8:56 PM IST

Updated : Jun 21, 2019, 9:40 PM IST


রামরাজাতলা, 21 জুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে খুনের চক্রান্ত । আর সেই চক্রান্তে যোগ দেয় মহিলার প্রেমিক । চলন্ত ট্রেনের সামনে কিশোরকে ধাক্কা মেরে খুন করা হয় বলে অভিযোগ । গ্রেপ্তার করা হয় কিশোরের মা ও তার প্রেমিকে । মৃতের নাম শুভম রায় । ওই মহিলা ও তার প্রেমিকের নাম কাকলি রায় ও রঞ্জিত ভর ।

রামরাজাতলার চ্যাটার্জিহাট থানার মান্না ওয়ার এলাকার বাসিন্দা শুভম । সে ক্লাস এইটে পড়ত । গতকাল বাড়ি থেকে বাইরে বেরোয় শুভম । এরপর আর বাড়ি ফেরেনি । এই ঘটনার পর শুভমের পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । আজ সকালে কলকাতার কাঁকুরগাছি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে শুভমের দেহ উদ্ধার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশ রঞ্জিতের কথা জানতে পারে । এরপরই কাকলি ও রঞ্জিতকে আটক করে জিঞ্জাসাবাদ করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন রমা রায়ের বক্তব্য

জেরায় পুলিশ জানতে পারে, কাকলির স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক তৈরি হয় । এরপরই বছর চল্লিশের কাকলিকে বিয়ের প্রস্তাব দেয় রঞ্জিত । কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় শুভম । তাই তাকে খুনের পরিকল্পনা করে তারা । পরিকল্পনা মাফিক গতকাল শুভমকে হাওড়া থেকে ডেকে নিয়ে যায় রঞ্জিত । এরপর তাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় ।

কাকলির শ্বশুরবাড়ির সদস্য রমা রায় বলেন, "এই খুনের পিছনে কাকলি ও ওর প্রেমিক জড়িত । শুভম খুবই ভালো ছিল । ওকে শুধু শুধু মারধর করত কাকলি । এর আগে চারমাস বাড়ি ছাড়া ছিল কাকলি ।"

হাওড়ার DCP সুনীল যাদব বলেন, "আমারা কাকলি ও রঞ্জিতকে জেরা করে জানতে পেরেছি ওরাই শুভমকে খুন করেছে । কাকলির বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন । আমরা দু'জনকেই গ্রেপ্তার করেছি ।"


রামরাজাতলা, 21 জুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে খুনের চক্রান্ত । আর সেই চক্রান্তে যোগ দেয় মহিলার প্রেমিক । চলন্ত ট্রেনের সামনে কিশোরকে ধাক্কা মেরে খুন করা হয় বলে অভিযোগ । গ্রেপ্তার করা হয় কিশোরের মা ও তার প্রেমিকে । মৃতের নাম শুভম রায় । ওই মহিলা ও তার প্রেমিকের নাম কাকলি রায় ও রঞ্জিত ভর ।

রামরাজাতলার চ্যাটার্জিহাট থানার মান্না ওয়ার এলাকার বাসিন্দা শুভম । সে ক্লাস এইটে পড়ত । গতকাল বাড়ি থেকে বাইরে বেরোয় শুভম । এরপর আর বাড়ি ফেরেনি । এই ঘটনার পর শুভমের পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । আজ সকালে কলকাতার কাঁকুরগাছি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে শুভমের দেহ উদ্ধার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশ রঞ্জিতের কথা জানতে পারে । এরপরই কাকলি ও রঞ্জিতকে আটক করে জিঞ্জাসাবাদ করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন রমা রায়ের বক্তব্য

জেরায় পুলিশ জানতে পারে, কাকলির স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক তৈরি হয় । এরপরই বছর চল্লিশের কাকলিকে বিয়ের প্রস্তাব দেয় রঞ্জিত । কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় শুভম । তাই তাকে খুনের পরিকল্পনা করে তারা । পরিকল্পনা মাফিক গতকাল শুভমকে হাওড়া থেকে ডেকে নিয়ে যায় রঞ্জিত । এরপর তাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় ।

কাকলির শ্বশুরবাড়ির সদস্য রমা রায় বলেন, "এই খুনের পিছনে কাকলি ও ওর প্রেমিক জড়িত । শুভম খুবই ভালো ছিল । ওকে শুধু শুধু মারধর করত কাকলি । এর আগে চারমাস বাড়ি ছাড়া ছিল কাকলি ।"

হাওড়ার DCP সুনীল যাদব বলেন, "আমারা কাকলি ও রঞ্জিতকে জেরা করে জানতে পেরেছি ওরাই শুভমকে খুন করেছে । কাকলির বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন । আমরা দু'জনকেই গ্রেপ্তার করেছি ।"

Intro:চলন্ত ট্রেনের সামনে এক স্কুল পড়ুয়াকে ধাক্কা মেরে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।শুভম রায় নামে অষ্টম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি চ্যাটার্জিহাট থানা এলাকার মান্না পাড়া এলাকায়।এই ঘটনায় পুলিশ শুভমের মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।
Body:গতকাল থেকে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণীর ছাত্র শুভম রায়।মান্না পাড়ার বাড়িতে গতকাল স্কুল থেকে ফিরে আবার বেরিয়ে যায়।পরিবারের লোকেরা চ্যাটার্জিহাট থানায় নিখোঁজ ডায়েরি করে।রাত দশটা নাগাদ শুভমের মামার মোবাইলে একটা ফোন আসে।জানানো হয় যে শুভমের মা কাকলি দেবীর প্রেমিক রঞ্জিত ভর নিয়ে গেছে শুভমকে।এই ঘটনা জানানো হয় পুলিশকে।অন্যদিকে বিধাননগর জিআরপি সূত্রে পুলিশ খবর পায় যে কাকুরগাছি স্টেশনের কাছে রেল লাইনে এক বছর তেরর বালকের দেহ পাওয়া গেছে।সেই ছবি বাড়ির লোককে দেখিয়ে সনাক্ত করা হয় শুভমের।এরপর রঞ্জিত কে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে শুভমের বাবা মারা যাবার পর মায়ের সম্পর্ক তৈরি হয়।ক্রমেই তা গভীর হয়।রঞ্জিত বিয়ে করতে চায় কাকলি রায়কে।কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় শুভম।তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে দুজনে।গতকাল শুভমকে হাওড়া থেকে ডেকে নিয়ে যায় রঞ্জিত।তারপর বাড়িতে নিয়ে যায়।এরপর বাড়ি ফেরাবে বলে কাকুরগাছি স্টেশনের কাছে নিয়ে এসে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয়।রঞ্জিত ও কাকলি দেবী দুজনের স্বীকার করেছে তাদের অপরাধ।এদের গ্রেফতার করে খুনের মামলা শুরু করেছে পুলিশ।Conclusion:
Last Updated : Jun 21, 2019, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.