ETV Bharat / state

প্রেমিকের সাহায্য়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন, দেহ ফেলা হয়েছিল গঙ্গার ঘাটে - With the help of boyfriend wife killed her husband

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যেই শ্বাসরোধ করে শ্রবণ গুপ্তাকে খুন করা হয় । ঘটনায় মূল অভিযুক্ত দু'জন ছাড়াও পিঙ্কির আগের পক্ষের মেয়েকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

extra-marital-affair-with-the-help-of-boyfriend-wife-killed-her-husband
extra-marital-affair-with-the-help-of-boyfriend-wife-killed-her-husband
author img

By

Published : Jan 3, 2021, 10:34 PM IST

হাওড়া, 3 জানুযারি: পরকীয়ার জের । প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে বস্তায় ভরে গঙ্গার ঘাটে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । মৃতের স্ত্রী পিঙ্কি গুপ্তা ও তার প্রেমিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ ।

কয়েকদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গঙ্গার ঘাট থেকে এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় । তদন্তে নেমে 72 ঘণ্টার মধ্যে রহস্যের কিনারা করল পুলিশ । প্রথমে মনে করা হয়েছিল, বস্তাবন্দী মৃতদেহটি জোয়ারের টানে ভেসে এসেছে গোলাবাড়ির চালপট্টি ঘাটে । সেই মতো বিভিন্ন থানায় মৃত ব্যক্তির ছবি পাঠিয়ে দেহ সনাক্তের কাজ শুরু করে গোলাবাড়ি পুলিশ । একই সঙ্গে চালপট্টি ঘাট ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা । হাওড়ার কোনও জায়গা থেকে মৃতদেহ এনে এখানে ফেলে যাওয়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছিল । সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই ঘটনার কিনারা হয় । সিসিটিভিতে দেখা যায়, 1 জানুয়ারি রাত 12টা নাগাদ একটি বাইক হলুদ রঙের ভারী বস্তা নিয়ে চালপট্টি ঘাটের দিকে যাচ্ছে । এরপর বাইক যেদিক থেকে এসেছিল সেদিকের রাস্তার সব সিসিটিভি খতিয়ে দেখে হয় ৷ তাতে দেখা যায়, মালিপাচঁঘরা থানার ঘুসুরি কুলি লাইনের কাছ থেকে বাইকটি আসে । রবিবার সকালে গোলাবাড়ি থানার পুলিশ ও মালিপাচঁঘরা থানার পুলিশ ওই এলাকায় গিয়ে মৃত ব্যক্তির ছবি দেখাতেই সনাক্ত করা সম্ভব হয় দেহ । পুলিশ জানতে পারে, কুলি লাইন এলাকার বাসিন্দা ছিলেন মৃত শ্রবণ গুপ্তা । এরপর ওই ব্যক্তির বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের সমাধান হয় ।

প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন ৷

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন যুবক

হাওড়া সিটি পুলিশের ডি সি পি নর্থ অনুপম সিং জানান, শ্রবণ সিং-এর স্ত্রী পিঙ্কির সঙ্গে গত এক বছর ধরে সম্পর্ক ছিল গোলাবাড়ি এলাকার বাসিন্দা অমন সিং নামে এক যুবকের । দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় । যা জানতে পারলে শ্রবণের সঙ্গে ঝামেলা হয় ওদের । তখনই অমন ও পিঙ্কি খুনের ছক কষে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই শ্বাসরোধ করে শ্রবণ গুপ্তাকে খুন করা হয় । এই ঘটনায় মূল অভিযুক্ত দু'জন ছাড়াও পিঙ্কির আগের পক্ষের মেয়ে এই খুনে সাহায্য করেছে বলে অভিযোগ । অমন ও পিঙ্কি ভেবেছিল বস্তায় ভরে মৃতদেহ গঙ্গার ঘাটে রেখে এলে তা জলে ভেসে যাবে । কিন্তু গঙ্গায় ভাটা পড়ে যাওয়ায় তা হয়নি ।

অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ খুনের মামলা শুরু করেছে ধৃতদের বিরুদ্ধে । সোমবার তাদের আদালতে পেশ করা হবে ।

হাওড়া, 3 জানুযারি: পরকীয়ার জের । প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে বস্তায় ভরে গঙ্গার ঘাটে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । মৃতের স্ত্রী পিঙ্কি গুপ্তা ও তার প্রেমিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ ।

কয়েকদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গঙ্গার ঘাট থেকে এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় । তদন্তে নেমে 72 ঘণ্টার মধ্যে রহস্যের কিনারা করল পুলিশ । প্রথমে মনে করা হয়েছিল, বস্তাবন্দী মৃতদেহটি জোয়ারের টানে ভেসে এসেছে গোলাবাড়ির চালপট্টি ঘাটে । সেই মতো বিভিন্ন থানায় মৃত ব্যক্তির ছবি পাঠিয়ে দেহ সনাক্তের কাজ শুরু করে গোলাবাড়ি পুলিশ । একই সঙ্গে চালপট্টি ঘাট ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা । হাওড়ার কোনও জায়গা থেকে মৃতদেহ এনে এখানে ফেলে যাওয়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছিল । সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই ঘটনার কিনারা হয় । সিসিটিভিতে দেখা যায়, 1 জানুয়ারি রাত 12টা নাগাদ একটি বাইক হলুদ রঙের ভারী বস্তা নিয়ে চালপট্টি ঘাটের দিকে যাচ্ছে । এরপর বাইক যেদিক থেকে এসেছিল সেদিকের রাস্তার সব সিসিটিভি খতিয়ে দেখে হয় ৷ তাতে দেখা যায়, মালিপাচঁঘরা থানার ঘুসুরি কুলি লাইনের কাছ থেকে বাইকটি আসে । রবিবার সকালে গোলাবাড়ি থানার পুলিশ ও মালিপাচঁঘরা থানার পুলিশ ওই এলাকায় গিয়ে মৃত ব্যক্তির ছবি দেখাতেই সনাক্ত করা সম্ভব হয় দেহ । পুলিশ জানতে পারে, কুলি লাইন এলাকার বাসিন্দা ছিলেন মৃত শ্রবণ গুপ্তা । এরপর ওই ব্যক্তির বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের সমাধান হয় ।

প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন ৷

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন যুবক

হাওড়া সিটি পুলিশের ডি সি পি নর্থ অনুপম সিং জানান, শ্রবণ সিং-এর স্ত্রী পিঙ্কির সঙ্গে গত এক বছর ধরে সম্পর্ক ছিল গোলাবাড়ি এলাকার বাসিন্দা অমন সিং নামে এক যুবকের । দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় । যা জানতে পারলে শ্রবণের সঙ্গে ঝামেলা হয় ওদের । তখনই অমন ও পিঙ্কি খুনের ছক কষে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই শ্বাসরোধ করে শ্রবণ গুপ্তাকে খুন করা হয় । এই ঘটনায় মূল অভিযুক্ত দু'জন ছাড়াও পিঙ্কির আগের পক্ষের মেয়ে এই খুনে সাহায্য করেছে বলে অভিযোগ । অমন ও পিঙ্কি ভেবেছিল বস্তায় ভরে মৃতদেহ গঙ্গার ঘাটে রেখে এলে তা জলে ভেসে যাবে । কিন্তু গঙ্গায় ভাটা পড়ে যাওয়ায় তা হয়নি ।

অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ খুনের মামলা শুরু করেছে ধৃতদের বিরুদ্ধে । সোমবার তাদের আদালতে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.