জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয় : রাজনাথ - cpim
"ভয় পাবেন না। পদ্ময় ভোট দিয়ে BJP-কে জেতান। জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয়।" বললেন রাজনাথ সিং।
আমতা, 18 এপ্রিল : আমতার জনসভা থেকে শাসকদলকে আক্রমণ করলেন রাজনাথ সিং। বলেন, "জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয়। ভয় পাবেন না। পদ্ময় ভোট দিয়ে BJP-কে জেতান।"
আজ হাওড়ার আমতায় নির্বাচনী জনসভা করেন রাজনাথ সিং। বলেন, "প্রথমে CPI(M) রাজনৈতিক হিংসা করত। এখন তৃণমূল তা করছে। বামপন্থীরা বাঙালিদের ধোঁকা দিয়েছিল। এখন তৃণমূলও ধোঁকা দিচ্ছে। বাংলায় উন্নয়নের জন্য 2 লাখ 80 হাজার কোটি টাকা দিয়েছি। রাজ্যে আমাদের সরকার এলে 2 হেক্টরের কম জমি থাকা কৃষকদের বছরে 6 হাজার টাকা দেওয়া হবে। কৃষকদের 3 হাজার টাকা পেনশন দেওয়া হবে।"
উলুবেড়িয়ার BJP প্রার্থী জয় ব্যানার্জির সমর্থনে রাজনাথ সিং বলেন, "জয় ডায়নামিক লিডার। ও ফিল্মের হিরো। এখানেও হিরো হবে। পদ্ম চিহ্নে ভোট দিন। নেহরু বলতেন গরিবি দূর করবেন, পারেননি। ইন্দিরাজিও বলেছিলেন, কিন্তু পারেননি। রাহুলও এখন একই কথা বলছে। গরিবি একমাত্র দেশ থেকে দূর করতে পারে মোদি।"
তিনি আরও বলেন, "মমতা রাজ্যে 55 হাজার শিল্প খোলার কথা বলেছিলেন। কিন্তু, পারেননি। একমাত্র BJP-ই পারে কারখানা খুলতে। আমাদের সরকার এলে দামোদরের ড্রেজ়িং হবে। কথা দিলাম। ভরসা রাখুন। আয়ুষ্মান ভারতের কার্ড সব রাজ্য পেয়েছে। শুধু দিদি দিচ্ছে না।"
Body:আজকের এই বৈঠকের পর ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নেন, কলকাতা পুরসভার টেন্ডার প্রসেস পুরোনো নিয়ম কানুনের বশবর্তী হয়ে থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বেসরকারি সংস্থা টেন্ডারে অংশ নিচ্ছে না। তাই এদিনের এই বৈঠকের মধ্যে দিয়ে টেন্ডার প্রক্রিয়াকে আরও সময় উপযোগী করে তোলার জন্য নির্দ্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেন্ডার প্রক্রিয়া রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ কাজের অনুপাতে দরের সামঞ্জস্য রয়েছে কিনা তা দেখবে নবগঠিত ওই উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রাখা হয়েছে, ডিজি সিভিল, ডিজি রোড, এডিশনাল কমিশনার। মূলত কলকাতা পুরসভার টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রত্যেক কন্ট্রাক্টারকে কারেন্ট সিডিউল অনুযায়ী কাজ করতে হবে।
Conclusion: