হায়দরাবাদ: মেসেজিং অ্যাপ হোয়াটঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে ৷ এটি চ্যাটিং থেকে শুরু করে ভয়েস কলিং, ভিডিয়ো কলিং, অনলাইন পেমেন্ট এবং ডকুমেন্ট শেয়ারিং-সহ একাধিক সুযোগ-সুবিধা প্রদান করে । এখানেই থেমে থাকেনি, ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন ফিচার নিয়ে আনছে অ্যাপটি । সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার ৷ জানা যাবে হোয়াটঅ্যাপে কে ট্র্যাক করছে ৷
লাইভ ট্রাকিং
সবসময় ব্যবহারকারীর নিরাপত্তা এবং গোপনীয়তাকে অগ্রাধিকার দেয় হোয়াটসঅ্যাপ । 3.5 বিলিয়নের বেশি নাগরিক এই অ্যাপ ব্যবহার করেন ৷ এই অ্যাপের মাধ্যমে অনেক সময়েই লাইভ লোকেশন শেয়ার করেন ব্যবহারকারীরা ৷ যা অজান্তেই সমস্যয় ফেলতে পারে ব্যবহারকারীদের ৷ যার মাধ্যমে অর্থহানির আশঙ্কা এবং সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে ৷
কী ভাবে ট্র্যাক করে
সাধারণত কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যখন অপরপ্রান্তে থাকা কোনও ব্যক্তিকে তাঁর অবস্থান শেয়ার করেন বা লাইভ লোকেশন পাঠান, তখন সংশ্লিষ্ট ব্যক্তি WhatsApp-এর মাধ্যম ট্রাকিংয়ের শিকার হতে পারেন ৷ এমনকি কোনও অচেনা জায়গায় যাওয়ার সময় অনেককেই হোয়াটসঅ্যাপে তাদের লাইভ লোকেশন শেয়ার করেন, তা থেকেও হতে পারে ট্রাকিং । কখনও কখনও দেখা যায় নির্দিষ্ট গন্তব্য পৌঁছনোর পরেও অনেকে লোকেশন শেয়ার অপশন বন্ধ করতে ভুলে গিয়েছেন, তার থেকে সমস্য়া পড়তে পারেন ব্যবহারকারীরা ৷
লাইভ লোকেশন অন ঝুঁকিপূর্ণ
লাইভ লোকেশন অপশন ঝুঁকিপূর্ণ ৷ যে কেউ এই অপশন অ্যাক্সেস করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করতে পারেন ৷ ট্রাকিংয়ের মাধ্যমে ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখতে পারেন । সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি ফিচার চালু করেছে, যার সাহায্যে জানা যাবে কে ট্রাপ করছে ৷ এই ট্রাপিং বন্ধ করা যাবে ৷ যিনি ট্রাপ করছেন তাঁকে চিহ্নিত করা যাবে ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে সম্ভব এই চিহ্নিত করণ ৷
কিভাবে লাইভ অবস্থান বন্ধ করবেন?
- কার কাছে আপনার অ্যাক্সেস আছে তা জানতে, প্রথমে WhatsApp খুলতে হবে
- এরপর উপরের ডানদিকে কোণায় তিনটি ডটের মেনু আইকনে ক্লিক করতে হবে
- এরপর 'সেটিংস' বিকল্পটি নির্বাচন করে এবং 'প্রাইভেসি' অপশনে প্রেস করতে হবে
- 'লোকেশন' বিকল্পটি না দেখতে হওয়া পর্যন্ত স্ক্রোল করতে হবে
- আপনি কার সঙ্গে আপনার লাইভ অবস্থান ভাগ করেছেন তা দেখতে অবস্থানটিতে ক্লিক করতে পারেন ৷ প্রয়োজনে আপনি লাইভ অবস্থান বৈশিষ্ট্যটিও বন্ধ করতে পারবেন ৷