ETV Bharat / state

Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় (Anish Khan Death Case) এখনও পর্যন্ত দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ গোটা ঘটনায় পুলিশের দিকেই তির আনিশের পরিবারের ৷

Anish Khan Death Case Update
এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর
author img

By

Published : Feb 24, 2022, 7:43 AM IST

Updated : Feb 24, 2022, 11:09 AM IST

হাওড়া, 24 ফেব্রুয়ারি : হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিশ খানের রহস্যমৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) নয়া মোড় ৷ এবার গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী ৷ তাঁর দাবি, তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন ।

আনিশকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের সিট গঠন করেছে রাজ্য সরকার ৷ সিট তদন্ত শুরু করার পরেই বুধবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পুলিশকর্মীকে ৷ তাঁদের মধ্যে একজন হলেন হোমগার্ড কাশীনাথ বেরা ৷ গোড়া থেকেই আনিশের পরিবার জানিয়ে আসছে, রাজ্য পুলিশের তদন্তের উপর তাদের ভরসা নেই ৷ সিবিআই তদন্তের দাবি করেছেন আনিশের বাবা ৷ এবার একই দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রীও ৷

আনিশের পরিবারের পর এবার সিবিআই তদন্তের দাবি জানালেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী

ধৃত ওই হোমগার্ডের স্ত্রীর দাবি, কাশীনাথ ঘটনার দিন রাতে আনিশের বাড়ি গেলেও, তিনি নিজের ইচ্ছায় যাননি । কার নির্দেশে গিয়েছিলেন সেই তথ্য সামনে আনতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ ধৃত হোমগার্ডের স্ত্রীর বক্তব্য, যদি তাঁর স্বামী শুক্রবার রাতে আনিশের বাড়ি গিয়েও থাকেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গিয়েছিলেন । তিনি কে, সেই তথ্য সামনে আসুক চান কাশীনাথের স্ত্রী ৷

আরও পড়ুন : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে বিরোধীরাও অভিযোগ তুলেছে, এই ঘটনায় নিচু তলার পুলিশকর্মীদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ এবার একই দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রীও ৷

হাওড়া, 24 ফেব্রুয়ারি : হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিশ খানের রহস্যমৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) নয়া মোড় ৷ এবার গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী ৷ তাঁর দাবি, তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন ।

আনিশকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের সিট গঠন করেছে রাজ্য সরকার ৷ সিট তদন্ত শুরু করার পরেই বুধবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পুলিশকর্মীকে ৷ তাঁদের মধ্যে একজন হলেন হোমগার্ড কাশীনাথ বেরা ৷ গোড়া থেকেই আনিশের পরিবার জানিয়ে আসছে, রাজ্য পুলিশের তদন্তের উপর তাদের ভরসা নেই ৷ সিবিআই তদন্তের দাবি করেছেন আনিশের বাবা ৷ এবার একই দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রীও ৷

আনিশের পরিবারের পর এবার সিবিআই তদন্তের দাবি জানালেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী

ধৃত ওই হোমগার্ডের স্ত্রীর দাবি, কাশীনাথ ঘটনার দিন রাতে আনিশের বাড়ি গেলেও, তিনি নিজের ইচ্ছায় যাননি । কার নির্দেশে গিয়েছিলেন সেই তথ্য সামনে আনতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ ধৃত হোমগার্ডের স্ত্রীর বক্তব্য, যদি তাঁর স্বামী শুক্রবার রাতে আনিশের বাড়ি গিয়েও থাকেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গিয়েছিলেন । তিনি কে, সেই তথ্য সামনে আসুক চান কাশীনাথের স্ত্রী ৷

আরও পড়ুন : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে বিরোধীরাও অভিযোগ তুলেছে, এই ঘটনায় নিচু তলার পুলিশকর্মীদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ এবার একই দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রীও ৷

Last Updated : Feb 24, 2022, 11:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.