হাওড়া, 14 মার্চ : উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসু আজ থেকে তাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করেছেন ৷ আর একই দিনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ সূত্রের খবর, তিনি আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হচ্ছেন ৷ যদিও, আব্বাসউদ্দিন খানের দলত্যাগের কোনও প্রভাব উলুবেড়িয়া পূর্ব বিধানসভার ভোটে পড়বে না বলেই মনে করেন বিদেশ বসু ৷
টিকিট না পেয়ে এবার তৃণমূল ছাড়লেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ তিনি আইএসএফের হয়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে সূত্রের খবর ৷ অন্যদিকে, আব্বাসউদ্দিন খানের তৃণমূল ত্যাগের দিনেই উলুবেড়িয়া পূর্বে প্রচারে নামলেন বিদেশ বসু ৷ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি ৷ সেই সঙ্গে আব্বাসউদ্দিন খানের দলত্যাগ তাঁর ভোটের লড়াইয়ে কোনও প্রভাব ফেলবে না বলে জানান তিনি ৷ তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ৷ তাঁর থেকে বড় কেউ নেই ৷ তবে, বিদেশ বসু প্রার্থী হওয়ায় যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব খুশি নন, তা স্পষ্ট ৷ কারণ ইতিমধ্যে বিদেশ বসুকে প্রার্থী করায় একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে ৷
আরও পড়ুন : বালিতে রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী
এ নিয়ে বিজেপির গ্রামীণ হাওড়ার সভাপতি প্রত্যূষ মণ্ডল বলেন, ‘‘নন্দীগ্রাম এবং হাওড়া সদর থেকে দল ভাঙনের যে ঢেউ উঠেছে, তার মাঝে রয়েছে হাওড়া গ্রামীণ ৷ তাই এখানে তার প্রভাব পড়বে ৷’’ এমনকি গ্রামীণ হাওড়াতেও তৃণমূলে বড় ভাঙন হবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, আব্বাসউদ্দিন খান আইএসএফের হয়ে ভোটে দাঁড়ালে বেশ কিছুটা চাপে রয়েছে উলুবেড়িয়ার পূর্ব বিধানসভার তৃণমূল নেতৃত্ব ৷ কারণ, আব্বাসউদ্দিনের হাত ধরে বহু ভোট তৃৃণমূলের থেকে বেরিয়ে যেতে পারে ৷