ETV Bharat / state

দলবদলের প্রভাব পড়বে না ভোটে, দাবি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর

টিকিট না পেয়ে দল বদলের পালা লেগেই রয়েছে ৷ এবার সেই তালিকায় নাম লেখালেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ বিদেশ বসুকে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে প্রার্থী করা তৃণমূল ছাড়লেন তিনি ৷ সেই সঙ্গে আইএসএফের হয়ে ওই কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াতে পারেন বলে সূত্রের খবর ৷

west bengal assembly election 2021 Former Vice Chairman of Uluberia Municipality Abbasuddin Khan leaves Trinamool after not getting election ticket
দলবদলের প্রভাব পড়বে না ভোটে, দাবি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর
author img

By

Published : Mar 14, 2021, 7:51 PM IST

হাওড়া, 14 মার্চ : উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসু আজ থেকে তাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করেছেন ৷ আর একই দিনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ সূত্রের খবর, তিনি আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হচ্ছেন ৷ যদিও, আব্বাসউদ্দিন খানের দলত্যাগের কোনও প্রভাব উলুবেড়িয়া পূর্ব বিধানসভার ভোটে পড়বে না বলেই মনে করেন বিদেশ বসু ৷

দলবদলের প্রভাব পড়বে না ভোটে, দাবি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর

টিকিট না পেয়ে এবার তৃণমূল ছাড়লেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ তিনি আইএসএফের হয়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে সূত্রের খবর ৷ অন্যদিকে, আব্বাসউদ্দিন খানের তৃণমূল ত্যাগের দিনেই উলুবেড়িয়া পূর্বে প্রচারে নামলেন বিদেশ বসু ৷ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি ৷ সেই সঙ্গে আব্বাসউদ্দিন খানের দলত্যাগ তাঁর ভোটের লড়াইয়ে কোনও প্রভাব ফেলবে না বলে জানান তিনি ৷ তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ৷ তাঁর থেকে বড় কেউ নেই ৷ তবে, বিদেশ বসু প্রার্থী হওয়ায় যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব খুশি নন, তা স্পষ্ট ৷ কারণ ইতিমধ্যে বিদেশ বসুকে প্রার্থী করায় একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে ৷

আরও পড়ুন : বালিতে রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী

এ নিয়ে বিজেপির গ্রামীণ হাওড়ার সভাপতি প্রত্যূষ মণ্ডল বলেন, ‘‘নন্দীগ্রাম এবং হাওড়া সদর থেকে দল ভাঙনের যে ঢেউ উঠেছে, তার মাঝে রয়েছে হাওড়া গ্রামীণ ৷ তাই এখানে তার প্রভাব পড়বে ৷’’ এমনকি গ্রামীণ হাওড়াতেও তৃণমূলে বড় ভাঙন হবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, আব্বাসউদ্দিন খান আইএসএফের হয়ে ভোটে দাঁড়ালে বেশ কিছুটা চাপে রয়েছে উলুবেড়িয়ার পূর্ব বিধানসভার তৃণমূল নেতৃত্ব ৷ কারণ, আব্বাসউদ্দিনের হাত ধরে বহু ভোট তৃৃণমূলের থেকে বেরিয়ে যেতে পারে ৷

হাওড়া, 14 মার্চ : উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসু আজ থেকে তাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করেছেন ৷ আর একই দিনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ সূত্রের খবর, তিনি আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হচ্ছেন ৷ যদিও, আব্বাসউদ্দিন খানের দলত্যাগের কোনও প্রভাব উলুবেড়িয়া পূর্ব বিধানসভার ভোটে পড়বে না বলেই মনে করেন বিদেশ বসু ৷

দলবদলের প্রভাব পড়বে না ভোটে, দাবি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর

টিকিট না পেয়ে এবার তৃণমূল ছাড়লেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ৷ তিনি আইএসএফের হয়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে সূত্রের খবর ৷ অন্যদিকে, আব্বাসউদ্দিন খানের তৃণমূল ত্যাগের দিনেই উলুবেড়িয়া পূর্বে প্রচারে নামলেন বিদেশ বসু ৷ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি ৷ সেই সঙ্গে আব্বাসউদ্দিন খানের দলত্যাগ তাঁর ভোটের লড়াইয়ে কোনও প্রভাব ফেলবে না বলে জানান তিনি ৷ তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ৷ তাঁর থেকে বড় কেউ নেই ৷ তবে, বিদেশ বসু প্রার্থী হওয়ায় যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব খুশি নন, তা স্পষ্ট ৷ কারণ ইতিমধ্যে বিদেশ বসুকে প্রার্থী করায় একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে ৷

আরও পড়ুন : বালিতে রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী

এ নিয়ে বিজেপির গ্রামীণ হাওড়ার সভাপতি প্রত্যূষ মণ্ডল বলেন, ‘‘নন্দীগ্রাম এবং হাওড়া সদর থেকে দল ভাঙনের যে ঢেউ উঠেছে, তার মাঝে রয়েছে হাওড়া গ্রামীণ ৷ তাই এখানে তার প্রভাব পড়বে ৷’’ এমনকি গ্রামীণ হাওড়াতেও তৃণমূলে বড় ভাঙন হবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, আব্বাসউদ্দিন খান আইএসএফের হয়ে ভোটে দাঁড়ালে বেশ কিছুটা চাপে রয়েছে উলুবেড়িয়ার পূর্ব বিধানসভার তৃণমূল নেতৃত্ব ৷ কারণ, আব্বাসউদ্দিনের হাত ধরে বহু ভোট তৃৃণমূলের থেকে বেরিয়ে যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.