ETV Bharat / state

লিলুয়ার উদ্ধার যুবতির ঝুলন্ত দেহ - suicide

লিলুয়ার চামরাইল রায় পাড়ার বাসিন্দা ছিলেন মিঠু ৷ আজ সকালে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী কার্তিক রায় । মিঠুকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ ৷

মিঠু রায়
author img

By

Published : Aug 21, 2019, 2:23 PM IST

হাওড়া, 21 অগাস্ট: হাওড়ার চামরাইল এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম মিঠু রায় (28) ৷ অভিযোগের তির মিঠুর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের মায়ের অভিযোগ, মিঠুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ মিঠুর স্বামী কার্তিক রায় ও শ্বশুরকে আটক করেছে দাসনগর থানার পুলিশ ৷

হাওড়ার লিলুয়ার চামরাইল রায় পাড়ার বাসিন্দা ছিলেন মিঠু ৷ আজ সকালে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পান কার্তিক । মিঠুকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ ৷

মিঠুর মা পুলিশকে জানান, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি ৷ মিঠুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর স্বামী ও শ্বশুর । প্রায়ই মিঠুর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন । মানসিক ও শারীরিক নির্যাতন চলত । মিঠুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়ার দাসনগর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

হাওড়া, 21 অগাস্ট: হাওড়ার চামরাইল এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম মিঠু রায় (28) ৷ অভিযোগের তির মিঠুর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের মায়ের অভিযোগ, মিঠুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ মিঠুর স্বামী কার্তিক রায় ও শ্বশুরকে আটক করেছে দাসনগর থানার পুলিশ ৷

হাওড়ার লিলুয়ার চামরাইল রায় পাড়ার বাসিন্দা ছিলেন মিঠু ৷ আজ সকালে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পান কার্তিক । মিঠুকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ ৷

মিঠুর মা পুলিশকে জানান, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি ৷ মিঠুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর স্বামী ও শ্বশুর । প্রায়ই মিঠুর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন । মানসিক ও শারীরিক নির্যাতন চলত । মিঠুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়ার দাসনগর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

Intro:গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য।আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়ার চামরাইল এলাকায়। এই ঘটনায় মৃত গৃহবধূর মায়ের অভিযোগ তাকে খুন করা হয়েছে। অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে। এই ঘটনার তদন্তে নেমে মৃতার স্বামী তথা মূল অভিযুক্ত কাত্তিক রায়কে আটক করেছে পুলিশ। অন্যদিকে কার্তিকের বাবা কে আটক করেছে পুলিশ ।

Body:পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চামরাইল রায় পাড়ার বাসিন্দা 28 বছরের মিঠু রায় কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বামী। এরপর সে তাকে উদ্ধার করে স্থানীয় কোনা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু সেখানে ডাক্তারেরা তৎক্ষণাৎ জানিয়ে দেয় মারা গিয়েছে মিঠু রায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় দাস নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । মৃতা মিঠু রায় এর মা পুলিশকে জানায় তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছিল তার স্বামী ও শ্বশুর । কারণ প্রায় দিনই তার মেয়ের ওপর অত্যাচার চালাত কার্তিক ও তার বাবা সহ শ্বশুরবাড়ির লোকেরা । মানসিক ও শারীরিক নির্যাতন চলত তার ওপর।
টকর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের দাস নগর থানা। অন্যদিকে ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে স্বামী কাত্তিক রায় ও তার বাবাকে ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.