ETV Bharat / state

হাওড়ায় লাইনচ্যুত দিল্লি-কালকা মেল, ব্যাহত ট্রেন চলাচল

হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে লাইনচ্যুত দিল্লি- কালকা মেলের দু'টি কামরা । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

দেড়িতে চলছে লোকাল ট্রেন
author img

By

Published : Oct 20, 2019, 10:18 AM IST

হাওড়া, 20 অক্টোবর : লাইনচ্যুত দিল্লি-হাওড়া কালকা মেলের দু'টি বগি । গতকাল রাত দেড়টা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনটি । হতাহতের কোনও খবর নেই । তবে, এর জেরে বাতিল হয়েছে পূর্ব রেলের কয়েকটি ট্রেন ।

এবিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের শেষ দুই কামরা লাইনচ্যুত হয় । প্রায় মধ্যরাতের এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের পরিষেবাতে প্রভাব পড়ে । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, পাঁচটি লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে চালানো হচ্ছে । পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে । আজ শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে দেরিতে ছাড়ে । এছাড়াও পূর্ব রেলের কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটায় এবং কামরা দু'টি সেই সময় খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ান সম্ভব হয় । রাত সাড়ে তিনটে নাগাদ সরিয়ে ফেলা হয় কামড়াগুলিকে । এধরনের দূর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে । এছাড়াও, রেল সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময়ে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 8, পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল । আর প্ল্যাটফর্ম নম্বর 9 দক্ষিণ-পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল । সেই সময় কালকা মেল 9 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করায় এই দুর্ঘটনা ।

হাওড়া, 20 অক্টোবর : লাইনচ্যুত দিল্লি-হাওড়া কালকা মেলের দু'টি বগি । গতকাল রাত দেড়টা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনটি । হতাহতের কোনও খবর নেই । তবে, এর জেরে বাতিল হয়েছে পূর্ব রেলের কয়েকটি ট্রেন ।

এবিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের শেষ দুই কামরা লাইনচ্যুত হয় । প্রায় মধ্যরাতের এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের পরিষেবাতে প্রভাব পড়ে । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, পাঁচটি লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে চালানো হচ্ছে । পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে । আজ শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে দেরিতে ছাড়ে । এছাড়াও পূর্ব রেলের কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটায় এবং কামরা দু'টি সেই সময় খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ান সম্ভব হয় । রাত সাড়ে তিনটে নাগাদ সরিয়ে ফেলা হয় কামড়াগুলিকে । এধরনের দূর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে । এছাড়াও, রেল সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময়ে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 8, পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল । আর প্ল্যাটফর্ম নম্বর 9 দক্ষিণ-পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল । সেই সময় কালকা মেল 9 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করায় এই দুর্ঘটনা ।

Intro:লাইনচ্যুত কাললা মেলের দুটি বগি। দিল্লি হাওড়া কালকা মেলের একটি ফাঁকা বগি গতকাল রাত ১:৩০টা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইন চ্যুত হয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের শেষ দুই কামরা লাইনচ্যুত হয়। প্রায় মধ্যরাতে ঘরটা এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের রেল পরিষেবাতে প্রভাব পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যে ৫ টি লোকাল ট্রেন কে হাওড়া র পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে চালানো হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেন গুলোকেও সাঁতরাগাছি স্টেশন অব্দি নিয়ে আসা হচ্ছে। এছাড়াও পূর্ব রেলের কয়েকটি ট্রেন কে বাতিল ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে এই ঘটনার জেরে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে দেরিতে ছারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে।Body:পূর্ব রেলের তরফে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ লাইনচ্যুত হয় কালকা মেল এর শেষ দুটি কামরা। কিন্তু কামরা দুটি সেই সময় খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এরপর রাত সাড়ে তিনটে নাগাদ সরিয়ে ফেলা হয় এটাই দুটিকে। এ ধরনের দুর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হবে রেলের তরফে এমনটাই জানা গিয়েছে। তবে রেল সূত্রে জানা গিয়েছে ওই সময় প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 8 পর্যন্ত পূর্ব রেলের মুভমেন্ট এর জন্য ব্লক ছিল। আর প্ল্যাটফর্ম নম্বর নয় দক্ষিণ-পূর্ব রেলের মুভমেন্ট এর জন্য ব্লক ছিল। কিন্তু সেই সময় তাই কালকা মেল 9 নম্বর প্লাটফর্মে ঢোকার চেষ্টা করাই এই দুর্ঘটনা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.