ETV Bharat / state

তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিকে খুনের হুমকির অভিযোগ - tmc mla idrish ali gets threat call

ইদ্রিশ আলিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ৷ থানায় অভিযোগ দায়ের ৷

ইদ্রিশ আলি
author img

By

Published : Sep 3, 2019, 4:03 AM IST

Updated : Sep 3, 2019, 7:55 AM IST

উলুবেড়িয়া, 3 সেপ্টেম্বর : উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ৷ উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিধায়কের বক্তব্য, ওই যুবক নিজেকে BJP কর্মী বলে দাবি করেছে। যদিও তাঁর এই দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন BJP-র হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল ৷

অভিযোগ, শুক্রবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ইদ্রিশ আলিকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় যুবক ৷ ফোনটি ধরেন তাঁর আপ্তসহায়ক আবদুর রব ৷ ওই যুবক নাকি বলে,"ইদ্রিশকে দে" ৷ তখন আবদুর রব জানতে চান, তিনি কে বলছেন ৷ তার উত্তরে ওই যুবক বলে, "আমি কে বলার দরকার নেই ৷" তাঁকে তখন জানানো হয় যে ইদ্রিশ আলি ব্যস্ত আছেন ৷ কথা বলতে পারবেন না ৷ অভিযোগ, তখন ওই যুবক বলে, "ইদ্রিশকে বলে দিস ওকে মাঝরাস্তায় প্রকাশ্যে খুন করব ৷" তখন আবদুর রব জানতে চান, তিনি কী করেন ৷ তার উত্তরে নাকি ওই যুবক বলে, "আমি BJP করি ৷ তোদের মুখ্যমন্ত্রীকেও বলে দিস ৷" এরপর ইদ্রিশ আলি একজনকে দিয়ে ওই নম্বরে ফোন করান ৷ তাঁর কথায়, ওই যুবক ফোন ধরলে তাকে জিজ্ঞাসা করা হয়, "আপনি কি ইদ্রিশ আলিকে ফোন করেছেন ৷" তখনও নাকি ওই যুবক একইভাবে হুঁশিয়ারি দেয় ৷ এরপর মৌখিকভাবে বিষয়টি উলুবেড়িয়া থানায় জানান বিধায়ক ৷ এরপর উলুবেড়িয়া থানার IC নিজের পরিচয় না দিয়ে ওই নম্বরে ফোন করলে না কি একই হুমকি দেওয়া হয় ৷ এদিকে রবিবার রাতে বিধায়কের বাড়ির পিছনে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে অভিযোগ আবদুর রবের ৷ গতকাল উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইদ্রিশ আলি বলেন, এর আগেও তাঁকে তিনবার হুমকি দেওয়া হয়েছিল ৷ এটা একটা চক্রান্ত চলছে ৷ BJP-র দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ এনিয়ে BJP-র হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, একজন বিধায়ককে হুমকি দেওয়া হলে তা খুবই দুঃখজনক ৷ কিন্তু, BJP করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা হাস্যকর ৷ এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে তাঁর পালটা অভিযোগ ৷

ওই যুবকের ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে তারা তদন্ত শুরু করেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

উলুবেড়িয়া, 3 সেপ্টেম্বর : উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ৷ উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিধায়কের বক্তব্য, ওই যুবক নিজেকে BJP কর্মী বলে দাবি করেছে। যদিও তাঁর এই দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন BJP-র হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল ৷

অভিযোগ, শুক্রবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ইদ্রিশ আলিকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় যুবক ৷ ফোনটি ধরেন তাঁর আপ্তসহায়ক আবদুর রব ৷ ওই যুবক নাকি বলে,"ইদ্রিশকে দে" ৷ তখন আবদুর রব জানতে চান, তিনি কে বলছেন ৷ তার উত্তরে ওই যুবক বলে, "আমি কে বলার দরকার নেই ৷" তাঁকে তখন জানানো হয় যে ইদ্রিশ আলি ব্যস্ত আছেন ৷ কথা বলতে পারবেন না ৷ অভিযোগ, তখন ওই যুবক বলে, "ইদ্রিশকে বলে দিস ওকে মাঝরাস্তায় প্রকাশ্যে খুন করব ৷" তখন আবদুর রব জানতে চান, তিনি কী করেন ৷ তার উত্তরে নাকি ওই যুবক বলে, "আমি BJP করি ৷ তোদের মুখ্যমন্ত্রীকেও বলে দিস ৷" এরপর ইদ্রিশ আলি একজনকে দিয়ে ওই নম্বরে ফোন করান ৷ তাঁর কথায়, ওই যুবক ফোন ধরলে তাকে জিজ্ঞাসা করা হয়, "আপনি কি ইদ্রিশ আলিকে ফোন করেছেন ৷" তখনও নাকি ওই যুবক একইভাবে হুঁশিয়ারি দেয় ৷ এরপর মৌখিকভাবে বিষয়টি উলুবেড়িয়া থানায় জানান বিধায়ক ৷ এরপর উলুবেড়িয়া থানার IC নিজের পরিচয় না দিয়ে ওই নম্বরে ফোন করলে না কি একই হুমকি দেওয়া হয় ৷ এদিকে রবিবার রাতে বিধায়কের বাড়ির পিছনে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে অভিযোগ আবদুর রবের ৷ গতকাল উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইদ্রিশ আলি বলেন, এর আগেও তাঁকে তিনবার হুমকি দেওয়া হয়েছিল ৷ এটা একটা চক্রান্ত চলছে ৷ BJP-র দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ এনিয়ে BJP-র হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, একজন বিধায়ককে হুমকি দেওয়া হলে তা খুবই দুঃখজনক ৷ কিন্তু, BJP করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা হাস্যকর ৷ এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে তাঁর পালটা অভিযোগ ৷

ওই যুবকের ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে তারা তদন্ত শুরু করেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

Intro:উলুবেড়িয়া র পূর্ব বিধানসভা র তৃণমুল বিধায়ক ইদ্রিস আলী কে প্রাননাশের হুমকি, উলুবেড়িয়া থানায় অভিযোগ জানায় বিধায়ক ইদ্রিস আলি। ফোনে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। যদিও বিধায়কের দাবি অজ্ঞাত ওই যুবক নিজেকে বিজেপি কর্মী বলেও দাবি করেছে। ঘটনায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।         
অভিযোগ গত শুক্রবার রাতে ১১টা ১২ নাগাদ এক অজ্ঞাত পরিচয় যুবক বিধায়ক ইদ্রিস আলির আপ্ত সহায়ক আবদুর রবকে ফোন করে বিধাযককে ফোনটা দিতে বলে। আবদুর রবের আভিযোগ তিনি বিধায়ককে ফোনটি না দেওয়ায় ফোনের অন্যপ্রান্তে থাকা যুবকটি বিধায়ক সাহেবের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে প্রান নাশের হুমকি দেয়। বিষয়টি বিধায়ক ইদ্রিস আলি সেভাবে মাথা না ঘামালেও শনিবার ওই যুবক একইভাবে ফোনে প্রাননাশের হুমকি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নামে ও গালিগালাজ করতে থাকায় বিধায়ক বিষয়টি মৌখিকভাবে উলুবেড়িয়া থানায় জানায়। আবদুর রবের অভিযোগ রবিবার রাতে বিধায়ক সাহেব শুয়ে পড়ার পর আমি লক্ষ্য করি কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। পরে সোমবার সকালে বিষয়টি বিধায়ক সাহেবকে জানানোর পর তিনি উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অন্যদিকে আতঙ্কিত বিধায়ক ইদ্রিস আলি জানান একজন বিধায়ক হিসাবে তাকে বিধানসভা এলাকার একাধিক জায়গায় যেতে হয় এবং সেক্ষেত্রে তার কোন নিরাপত্তা রক্ষী না থাকায় বর্তমানে বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট আতঙ্কিত। তিনি জানান এর আগে সাংসদ হিসাবে থাকার সময়ে একইভাবে তিনবার তার প্রাননাশের হুমকি দেওয়া হয়েছিল। ইদ্রিস আলি অভিযোগ করেন ফোনে অজ্ঞাত পরিচয় যুবক নিজেকে বিজেপি কর্মী হিসাবে দাবি করায় আমার সন্দে্হ এটা বিজেপির চক্রান্ত।
অনদিকে বিজেপির হাওড়া গ্রামীন জেলার সাধারন সম্পাদক প্রত্যুষ মন্ডল জানান ফোনে বিধায়ককে প্রাননাশের হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগটা হাস্যকর। তার দাবি এটা তৃণমুলের গোষ্ঠী দ্বন্দের ফল।
অপরদিকে পুলিশের দাবি যুবকের ফোন নং এর টাওয়ার লোকেশান ট্র্যাক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।Body:জConclusion:
Last Updated : Sep 3, 2019, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.