ETV Bharat / state

দেওয়ালে কেন CPI(M) প্রার্থীর নাম ? বাড়িতে হামলা চালিয়ে মারধর - হাওড়া

CPI(M) প্রার্থীর নাম লেখা বাড়ির দেওয়ালে । তাই বাড়ির সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় তিনজন তৃণমূলকর্মীকে আটক করা হয়েছে ।

আক্রান্ত আরতি দে
author img

By

Published : May 5, 2019, 3:15 PM IST

হাওড়া, 5 মে : বাড়ির দেওয়ালে CPI(M) প্রার্থীর নাম লেখা । আর তাই বাড়ির সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় তিনজন তৃণমূলকর্মীকে আটক করা হয়েছে । ঘটনাটি লিলুয়ার দক্ষিণ চকপাড়া ভোগীর মাঠ এলাকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লিলুয়ার চকপাড়া ভোগীর মাঠ এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন মজুমদার, কিশোর মজুমদার ও আরতি দে CPI(M) সমর্থক । তাঁদের বাড়ির দেওয়ালে লেখা আছে CPI(M) প্রার্থীর নাম । অভিযোগ, গতকাল কয়েকজন তৃণমূলকর্মী ও সমর্থকরা এসে দেওয়ালে লেখা CPI(M) প্রার্থীর নাম মুছে দিতে বলে । কিন্তু বাড়ির সদস্যরা জানান দেওয়ালে ওই নাম তাঁরা লেখেননি । তাই ওই নাম তাঁরা মুছবেন না । অভিযোগ, এরপর রাতে প্রায় 30 টি বাইকে করে তৃণমূলকর্মী ও সমর্থকরা এসে ওই বাড়িতে চড়াও হয় । পরিবারের সদস্যদের মারধর করে । এমনকী, বোম মেরে বাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় CRPF ও লিলুয়া থানার পুলিশ । আটক করে 3 তৃণমূলকর্মীকে ।

হাওড়া, 5 মে : বাড়ির দেওয়ালে CPI(M) প্রার্থীর নাম লেখা । আর তাই বাড়ির সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় তিনজন তৃণমূলকর্মীকে আটক করা হয়েছে । ঘটনাটি লিলুয়ার দক্ষিণ চকপাড়া ভোগীর মাঠ এলাকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লিলুয়ার চকপাড়া ভোগীর মাঠ এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন মজুমদার, কিশোর মজুমদার ও আরতি দে CPI(M) সমর্থক । তাঁদের বাড়ির দেওয়ালে লেখা আছে CPI(M) প্রার্থীর নাম । অভিযোগ, গতকাল কয়েকজন তৃণমূলকর্মী ও সমর্থকরা এসে দেওয়ালে লেখা CPI(M) প্রার্থীর নাম মুছে দিতে বলে । কিন্তু বাড়ির সদস্যরা জানান দেওয়ালে ওই নাম তাঁরা লেখেননি । তাই ওই নাম তাঁরা মুছবেন না । অভিযোগ, এরপর রাতে প্রায় 30 টি বাইকে করে তৃণমূলকর্মী ও সমর্থকরা এসে ওই বাড়িতে চড়াও হয় । পরিবারের সদস্যদের মারধর করে । এমনকী, বোম মেরে বাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় CRPF ও লিলুয়া থানার পুলিশ । আটক করে 3 তৃণমূলকর্মীকে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.