হাওড়া, 25 এপ্রিল : অমানবিক দৃশ্যের নজির এবার হাওড়াতে । 6 ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়িতেই পড়ে রইল কোভিডে মৃত রোগীর দেহ ৷ শিবপুরের ঘটনায় হাওড়া পৌরনিগমের ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্য়ে । শিবপুরের কালীপ্রসাদ চক্রবর্তী লেনের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশির মতো কোভিড উপসর্গে ভুগছিলেন ৷ আজ সকাল 7 টা 45 মিনিটে তাঁর মৃত্যু হয় ৷
জানা গিয়েছে, গত 20 এপ্রিল একটি বেসরকারি ক্লিনিকে তাঁর কোভিড পরীক্ষা হয় ৷ 21 এপ্রিল তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ শুরু হয় শ্বাসকষ্ট ৷ শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে এক বেসরকারি হাসাপাতেল ভর্তি করানো হয় ৷ সেখানে অক্সিজেন দেওয়া হলে, তিনি স্থিতিশীল হন ৷ পরে গতকাল রাতে তাঁকে বাড়ি নিয়ে আসেন পরিবারের সদস্যরা ৷ বাড়িতেও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু, আজ সকালে হঠাৎই ওই ব্যক্তির মৃত্যু হয় ৷
আরও পড়ুন : চাঁচলের ডিসিআরসি সেন্টারে উধাও কোভিড বিধি
পরিবারের তরফে ওই ব্যক্তির সৎকারের জন্য হেল্প লাইন নম্বরে ফোন করা হয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে, সেখান থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি ৷ শেষে ওই ব্যক্তির ছেলে পুলিশের দারস্থ হন ৷ কিন্তু, পুলিশও তাঁকে সাহায্য করেনি বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি হাওড়া পৌরনিগম এবং স্বাস্থ্য দফতরও ওই ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা করেনি বলে অভিয়োগ উঠেছে ৷ সকাল থেকে ওই ব্যক্তির দেহ বাড়ির মধ্যে পড়ে রয়েছে ৷ পরিবারের লোকেরা এবার সংক্রমিত হতে পারেন সেই আশঙ্কায় ভীত হয়ে রয়েছেন ৷