হাওড়া, 2 মার্চ : শুভেন্দু অধিকারীকে 'চোর' তকমা দিয়ে গেরুয়া শিবিরে বিরাগভাজন হয়ে উঠেছিলেন তিনি ৷ ঘটনার জেরে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাঁকে ৷ ডিসেম্বরের শেষদিকে গেরুয়া ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ৷ শাসকদলে নাম লিখিয়েই বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি ৷ বুধবার কাঁথি-সহ রাজ্যের সমস্ত পৌরভোটে বিজেপি মুখ থুবড়ে পড়তেই শুভেন্দু অধিকারীকে পুরস্কার পাঠানোর সিদ্ধান্ত নিলেন সুরজিৎ (Surajit Saha slams Suvendu Adhikari once again) ৷
পৌরভোটে ভরাডুবির ‘পুরস্কার’ হিসেবে রাজ্যের বিরোধী দলনেতাকে শাড়ি, চুড়ি, টিপ, গয়না পাঠাচ্ছেন তৃণমূলের এই নেতা ৷ পৌরভোটের ফলাফল প্রকাশের পর সুরজিৎ দাবি করেন, বিধানসভার নির্বাচনের দিন শুভেন্দুকে তিনি কর্মী না পাঠালে জিততে পারতেন না। আর তার সবচেয়ে বড় প্রমাণ হল আজকে কাঁথি পৌরসভাতে বিজেপির গো-হারা হার ।
আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: তৃণমূল ছাড়া অন্য কাউকে ভরসাই করছে না মানুষ, মন্তব্য ফিরহাদের
আগামীতে হাওড়া এবং বালি পৌরনিগম মিলিয়ে 66টি আসনেও বিজেপি গো-হারা হারবে বলে দাবি করেন সুরজিৎ ৷ উল্লেখ্য, পৌরভোটকে সামনে রেখে হাওড়ায় একটি কমিটি গড়েছিলেন শুভেন্দু। সেই কমিটিতে তৃণমূলীকরণ নিয়েই ক্ষোভপ্রকাশ করেছিলেন তৎকালীন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ৷ শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন তিনি ৷