হাওড়া, 3 সেপ্টেম্বর : গত দুইদিন ধরে মিড ডে মিল বন্ধ বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে । গতকাল থেকে সেখানে খারাপ হয়ে আছে রান্নার গ্যাস-ওভেন ৷ তাই রান্না বন্ধ । গতকাল মিড ডে মিলে মুড়ি খাওয়ানো হয় ছাত্রদের ৷ আজ স্কুল কর্তৃপক্ষ খাবারের কোনও ব্যবস্থাই করতে পারেনি ।
স্কুলের প্রধান শিক্ষক মানস কুমার চ্যাটার্জি বলেন, "গতকাল গ্যাসের ওভেনের পাইপ লিক হওয়ার জন্য আজ দুপুরে খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়নি । তাই সিদ্ধান্ত নেওয়া হয় পড়ুয়াদের টিফিনে মুড়ি-চানাচুর জাতীয় শুকনো খাবার দেওয়া হবে ৷ গতকাল মুড়ি-চানাচুর দেওয়া হয়েছিল । তবে আজ খাবারের ব্যবস্থা না করায় স্কুলের 120 জন পড়ুয়াই অভুক্ত ছিল ৷"
ছাত্রদের মুড়ি খেতে দেখে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু তিনি কোনও উত্তর দেননি বলে জানান স্থানীয়রা । এরপর স্থানীয়রা কেক ও বিস্কুট কিনে স্কুলে দিয়ে আসেন ৷ ওই স্কুলের এক পড়ুয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, মিড ডে মিলে মাঝেমধ্যেই মুড়ি খেতে দেয় স্কুল কর্তৃপক্ষ ৷