ETV Bharat / state

মিড ডে মিলে ছাত্রদের পাতে মুড়ি

স্কুল কর্তৃপক্ষর দাবি, গতকাল গ্যাসের পাইপ লিক হওয়ার জন্য আজ দুপুরে খাবার আয়োজন করা সম্ভব হয়নি । তাই ঠিক করেন টিফিনে মুড়ি-চানাচুর দেওয়া হবে ৷ গতকাল মুড়ি চানাচুর দেওয়ার পর আজ স্কুলের 120 জন পড়ুয়াই অভুক্ত ছিল ৷

mid day meal
author img

By

Published : Sep 3, 2019, 6:25 PM IST

Updated : Sep 3, 2019, 10:52 PM IST


হাওড়া, 3 সেপ্টেম্বর : গত দুইদিন ধরে মিড ডে মিল বন্ধ বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে । গতকাল থেকে সেখানে খারাপ হয়ে আছে রান্নার গ্যাস-ওভেন ৷ তাই রান্না বন্ধ । গতকাল মিড ডে মিলে মুড়ি খাওয়ানো হয় ছাত্রদের ৷ আজ স্কুল কর্তৃপক্ষ খাবারের কোনও ব্যবস্থাই করতে পারেনি ।

স্কুলের প্রধান শিক্ষক মানস কুমার চ্যাটার্জি বলেন, "গতকাল গ্যাসের ওভেনের পাইপ লিক হওয়ার জন্য আজ দুপুরে খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়নি । তাই সিদ্ধান্ত নেওয়া হয় পড়ুয়াদের টিফিনে মুড়ি-চানাচুর জাতীয় শুকনো খাবার দেওয়া হবে ৷ গতকাল মুড়ি-চানাচুর দেওয়া হয়েছিল । তবে আজ খাবারের ব্যবস্থা না করায় স্কুলের 120 জন পড়ুয়াই অভুক্ত ছিল ৷"

ভিডিয়ো-এ শুনুন পড়ুয়ার বক্তব্য়

ছাত্রদের মুড়ি খেতে দেখে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু তিনি কোনও উত্তর দেননি বলে জানান স্থানীয়রা । এরপর স্থানীয়রা কেক ও বিস্কুট কিনে স্কুলে দিয়ে আসেন ৷ ওই স্কুলের এক পড়ুয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, মিড ডে মিলে মাঝেমধ্যেই মুড়ি খেতে দেয় স্কুল কর্তৃপক্ষ ৷


হাওড়া, 3 সেপ্টেম্বর : গত দুইদিন ধরে মিড ডে মিল বন্ধ বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে । গতকাল থেকে সেখানে খারাপ হয়ে আছে রান্নার গ্যাস-ওভেন ৷ তাই রান্না বন্ধ । গতকাল মিড ডে মিলে মুড়ি খাওয়ানো হয় ছাত্রদের ৷ আজ স্কুল কর্তৃপক্ষ খাবারের কোনও ব্যবস্থাই করতে পারেনি ।

স্কুলের প্রধান শিক্ষক মানস কুমার চ্যাটার্জি বলেন, "গতকাল গ্যাসের ওভেনের পাইপ লিক হওয়ার জন্য আজ দুপুরে খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়নি । তাই সিদ্ধান্ত নেওয়া হয় পড়ুয়াদের টিফিনে মুড়ি-চানাচুর জাতীয় শুকনো খাবার দেওয়া হবে ৷ গতকাল মুড়ি-চানাচুর দেওয়া হয়েছিল । তবে আজ খাবারের ব্যবস্থা না করায় স্কুলের 120 জন পড়ুয়াই অভুক্ত ছিল ৷"

ভিডিয়ো-এ শুনুন পড়ুয়ার বক্তব্য়

ছাত্রদের মুড়ি খেতে দেখে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু তিনি কোনও উত্তর দেননি বলে জানান স্থানীয়রা । এরপর স্থানীয়রা কেক ও বিস্কুট কিনে স্কুলে দিয়ে আসেন ৷ ওই স্কুলের এক পড়ুয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, মিড ডে মিলে মাঝেমধ্যেই মুড়ি খেতে দেয় স্কুল কর্তৃপক্ষ ৷

Intro:গত দুদিন ধরে মিড ডে মিল বন্ধ হয়ে গেল বালি জোড়া অশ্বথতলা প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল মিড ডে মিলের রান্নার গ্যাস খারাপ হয়ে যাবার দরুন ছাত্রদের মুড়ি খাওয়ানো হয়। আজ দেওয়া হয়নি কিছুই। এদিকে এই চিত্র দেখে প্রতিবেশী যুবকরা মাননীয় প্রধান শিক্ষককে জিজ্ঞেস করে কিন্তু তাদের কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর এই স্থানীয় যুবকরা কেক বিস্কুট নিয়ে হাজির হলেন স্কুলে এবং ছাত্রদের আজকের মিড ডে মিলের বন্ধ হয়ে থাকার দরুন এই সমস্ত খাবার দেয়া হয়।
Body:স্থানীয় লোকেদের অভিযোগ এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে স্কুলে। শুধু ডাল ভাতও খেতে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষ কে জিজ্ঞাসা করলে তারা বলেন স্কুলের রান্নার গ্যাস লিক হওয়ার জন্য আজকে রান্না করা সম্ভব হয় নি। স্কুল কর্তৃপক্ষর দাবি গতকাল গ্যাসের পাইপ লিক হওয়ার জন্য আজকের দুপুরে অন্য কিছু তারা জোগাড় করা সম্ভব হয় নি। তাই তারা সিদ্ধান্ত নেন আলোচনা করে যে টিফিনে মুড়ি চানাচুর জাতীয় শুকনো খাবার দেওয়া হবে। এই ঘটনার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কে জিজ্ঞাসা করলে তিনি জানান এখনো বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান নি। গতকাল মুড়ি চানাচুর খাওয়ানোর পরে আজকে স্কুলের ১২০ জন পড়ুয়া অভুক্ত থেকে যায়।Conclusion:
Last Updated : Sep 3, 2019, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.