ETV Bharat / state

Anish Khan death case : আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষেত্র পানিয়ারা, গ্রেফতার 17 - আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষত্র পানিয়ারা

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য বাম ছাত্র-যুবদের ইট ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত পানিয়ারা (SFI-DYFI agitation at Paniara protesting Anish Khan death case) ৷ আহত একাধিক পুলিশকর্মী (Several Policeman injured) ৷

Anish Khan death case
আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষেত্র পানিয়ারা
author img

By

Published : Feb 26, 2022, 8:25 PM IST

পানিয়ারা, 26 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যু কাণ্ডের প্রতিবাদে শনিবার বামেদের হাওড়া গ্রামীন পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য বাম ছাত্র-যুবদের ইট ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত পানিয়ারা (SFI-DYFI agitation at Paniara protesting Anish Khan death case) ৷ আহত একাধিক পুলিশকর্মী ৷ একটা সময় পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷ ঘটনায় গ্রেফতার মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতা ৷

আনিশ-কাণ্ডের প্রতিবাদে বামেদের হাওড়া গ্রামীন পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি ছিল পূর্ব পরিকল্পিত ৷ তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছিল হাওড়া গ্রামীন পুলিশও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মোতায়েন ছিল জল কামান। আনিশ হত্যাকাণ্ডে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ড তদন্তে পুলিশ সুপারের গাফিলতির কারণে তারও কড়া শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। যাঁদের নির্দেশে ঘচনার দিন রাতে পুলিশকর্মীরা আনিশের বাড়িতে যায় তাদের নামও সামনে আনার দাবি জানান তারা।

আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষেত্র পানিয়ারা

মিছিল এদিন পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছলেই রাস্তা আটকায় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসা বাঁধে ছাত্র-যুবদের । সেই বচসা গড়ায় হাতাহাতিতে। উদ্ধত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, ছোঁড়া 6 রাউন্ড টিয়ার গ্যাসও ৷ পুলিশের দাবি, ছাত্র-যুব বিক্ষোভের মধ্যে থেকে প্রচুর সংখ্যায় ইঁট-পাথর তাদের লক্ষ করে ছোঁড়া হয় ৷ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ পাল্টা পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনায় দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় পানিয়ারা জাতীয় সড়কে।

আরও পড়ুন : পার্ক সার্কাসে মানববন্ধন, মিছিল আটকানোয় মহাকরণের রুট বদল পড়ুয়াদের

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (Law and order) দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা জানান, ঘটনায় 8 জন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের 9টি গাড়ি ৷ 17 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

পানিয়ারা, 26 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যু কাণ্ডের প্রতিবাদে শনিবার বামেদের হাওড়া গ্রামীন পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য বাম ছাত্র-যুবদের ইট ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত পানিয়ারা (SFI-DYFI agitation at Paniara protesting Anish Khan death case) ৷ আহত একাধিক পুলিশকর্মী ৷ একটা সময় পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷ ঘটনায় গ্রেফতার মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতা ৷

আনিশ-কাণ্ডের প্রতিবাদে বামেদের হাওড়া গ্রামীন পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি ছিল পূর্ব পরিকল্পিত ৷ তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছিল হাওড়া গ্রামীন পুলিশও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মোতায়েন ছিল জল কামান। আনিশ হত্যাকাণ্ডে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ড তদন্তে পুলিশ সুপারের গাফিলতির কারণে তারও কড়া শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। যাঁদের নির্দেশে ঘচনার দিন রাতে পুলিশকর্মীরা আনিশের বাড়িতে যায় তাদের নামও সামনে আনার দাবি জানান তারা।

আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষেত্র পানিয়ারা

মিছিল এদিন পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছলেই রাস্তা আটকায় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসা বাঁধে ছাত্র-যুবদের । সেই বচসা গড়ায় হাতাহাতিতে। উদ্ধত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, ছোঁড়া 6 রাউন্ড টিয়ার গ্যাসও ৷ পুলিশের দাবি, ছাত্র-যুব বিক্ষোভের মধ্যে থেকে প্রচুর সংখ্যায় ইঁট-পাথর তাদের লক্ষ করে ছোঁড়া হয় ৷ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ পাল্টা পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনায় দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় পানিয়ারা জাতীয় সড়কে।

আরও পড়ুন : পার্ক সার্কাসে মানববন্ধন, মিছিল আটকানোয় মহাকরণের রুট বদল পড়ুয়াদের

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (Law and order) দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা জানান, ঘটনায় 8 জন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের 9টি গাড়ি ৷ 17 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.