ETV Bharat / state

Amarnath Cloud Burst: পুলওয়ামাতে আটকে রয়েছেন হাওড়ার বাসিন্দা, ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি

অমরনাথ যাত্রায় পুলওয়ামাতে আটকে রয়েছেন হাওড়ার বালির বাসিন্দা শ্রাবন্তী ও তাঁর পরিবার। ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন পরিবারের (Several Devotees Still Stuck in Amarnath After Cloud Burst Happen)।

Amarnath Cloud Burst
পুলওয়ামাতে আটকে রয়েছেন হাওড়ার বাসিন্দা
author img

By

Published : Jul 10, 2022, 10:25 PM IST

হাওড়া, 10 জুলাই: অমরনাথ তীর্থযাত্রার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে একাধিক তীর্থ যাত্রীর (Several Devotees Still Stuck in Amarnath After Cloud Burst Happen)। আটকে রয়েছেন বহু পুণ্যার্থী ৷ রয়েছেন এরাজ্যের বাসিন্দারাও ৷ তাঁদেরই একজন হাওড়ার বালির বাসিন্দা শ্রাবন্তী রায় ৷ মধ্যে পুলওয়ামাতে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যে চেয়ে তিনি একটি ভিডিয়ো সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন। এরপরই ওই ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির প্রাকৃতিক ঘটনায় আতঙ্কিত রয়েছেন তাঁরা।

শ্রাবন্তীর পরিবার সূত্রে খবর, চলতি মাসের 6 তারিখ জম্মু-তাওয়াই এক্সপ্রেসে জম্মুর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও তাঁর মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 8 তারিখ জম্মুতে পৌঁছে 11 তারিখ তাঁদের অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল । তবে তাঁদের যাত্রার আগেই ঘটে যায় মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় । এরপরই তাঁদের যাত্রার পরিকল্পনা ভেস্তে যায়। পাশাপাশি দুর্ঘটনার বিভিন্ন খবরে আরও আতঙ্কিত হয়ে পড়েন শ্রাবন্তী ও তাঁর পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : রাতভর চলল রাস্তা সারাইয়ের কাজ, যাত্রা শুরুর অপেক্ষায় অমরনাথের পুণ্যার্থীরা

তিনি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, যেখানে তাঁরা রয়েছেন সেখানে খাবারের সুব্যবস্থা নেই। পাওয়া যাচ্ছে না বাড়ি ফেরার গাড়ি। তাই নিরাপদে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তার মাধ্যমে পুলওয়ামাতে থেকেই সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তিনি ওই বার্তায় আরও জানান, তাঁর মায়ের বয়স 60 বছরের বেশি। বিভিন্ন অসুস্থতার কারণে তাঁর মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। অন্যদিকে, বালির বাড়িতে বসে তাঁর ফেরার অপেক্ষায় গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন তাঁর বাবা।

হাওড়া, 10 জুলাই: অমরনাথ তীর্থযাত্রার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে একাধিক তীর্থ যাত্রীর (Several Devotees Still Stuck in Amarnath After Cloud Burst Happen)। আটকে রয়েছেন বহু পুণ্যার্থী ৷ রয়েছেন এরাজ্যের বাসিন্দারাও ৷ তাঁদেরই একজন হাওড়ার বালির বাসিন্দা শ্রাবন্তী রায় ৷ মধ্যে পুলওয়ামাতে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যে চেয়ে তিনি একটি ভিডিয়ো সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন। এরপরই ওই ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির প্রাকৃতিক ঘটনায় আতঙ্কিত রয়েছেন তাঁরা।

শ্রাবন্তীর পরিবার সূত্রে খবর, চলতি মাসের 6 তারিখ জম্মু-তাওয়াই এক্সপ্রেসে জম্মুর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও তাঁর মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 8 তারিখ জম্মুতে পৌঁছে 11 তারিখ তাঁদের অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল । তবে তাঁদের যাত্রার আগেই ঘটে যায় মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় । এরপরই তাঁদের যাত্রার পরিকল্পনা ভেস্তে যায়। পাশাপাশি দুর্ঘটনার বিভিন্ন খবরে আরও আতঙ্কিত হয়ে পড়েন শ্রাবন্তী ও তাঁর পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : রাতভর চলল রাস্তা সারাইয়ের কাজ, যাত্রা শুরুর অপেক্ষায় অমরনাথের পুণ্যার্থীরা

তিনি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, যেখানে তাঁরা রয়েছেন সেখানে খাবারের সুব্যবস্থা নেই। পাওয়া যাচ্ছে না বাড়ি ফেরার গাড়ি। তাই নিরাপদে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তার মাধ্যমে পুলওয়ামাতে থেকেই সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তিনি ওই বার্তায় আরও জানান, তাঁর মায়ের বয়স 60 বছরের বেশি। বিভিন্ন অসুস্থতার কারণে তাঁর মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। অন্যদিকে, বালির বাড়িতে বসে তাঁর ফেরার অপেক্ষায় গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন তাঁর বাবা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.