ETV Bharat / state

হোম থেকে উধাও ২১ নাবালক, পরে উদ্ধার ১৭

উলুবেড়িয়ার এক হোম থেকে পলাতক ২১জন নাবালক। ১৭জনকে উদ্ধার করা গেলেও চারজন এখনও নিখোঁজ।

উলুবেড়িয়ার হোম
author img

By

Published : Mar 20, 2019, 8:29 AM IST

উলুবেড়িয়া, ২০ মার্চ : হোম থেকে পালিয়ে গেল ২১জন আবাসিক নাবালক। পুলিশ ১৭ জনকে উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি বাকি চারজনের। ঘটনাটি সোমবার রাত আড়াইটা নাগাদ পাঁচলা থানা এলাকার মালিপুকুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের।

সোমবার রাতে হোমের জানালা ভেঙে পাঁচিল টপকে পালিয়ে যায় ২১ নাবালক। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি হোম কর্তৃপক্ষের নজরে আসে। খবর দেওয়া হয় পাঁচলা থানায়। সাথে সাথে পুলিশ তল্লাশি শুরু করে। হোমের পাশের রাস্তা থেকে উদ্ধার হয় ১৭জন। যদিও বাকি চারজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এই নাবালকরা সকলেই ভবঘুরে। এদের উদ্ধারের পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ২৪ সেপ্টেম্বরও হোম থেকে পালিয়ে গেছিল ছ'জন আবাসিক। নিরাপত্তার গাফিলতির জন্য বারবার এই ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই। যদিও হোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।

উলুবেড়িয়া, ২০ মার্চ : হোম থেকে পালিয়ে গেল ২১জন আবাসিক নাবালক। পুলিশ ১৭ জনকে উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি বাকি চারজনের। ঘটনাটি সোমবার রাত আড়াইটা নাগাদ পাঁচলা থানা এলাকার মালিপুকুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের।

সোমবার রাতে হোমের জানালা ভেঙে পাঁচিল টপকে পালিয়ে যায় ২১ নাবালক। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি হোম কর্তৃপক্ষের নজরে আসে। খবর দেওয়া হয় পাঁচলা থানায়। সাথে সাথে পুলিশ তল্লাশি শুরু করে। হোমের পাশের রাস্তা থেকে উদ্ধার হয় ১৭জন। যদিও বাকি চারজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এই নাবালকরা সকলেই ভবঘুরে। এদের উদ্ধারের পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ২৪ সেপ্টেম্বরও হোম থেকে পালিয়ে গেছিল ছ'জন আবাসিক। নিরাপত্তার গাফিলতির জন্য বারবার এই ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই। যদিও হোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।

Intro:হাওড়া, ৩০ জানুয়ারি: কাঁথিতে বিজেপি সমর্থকদের বাস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গতকাল। এরপর আজ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শনে নামে পদ্ম শিবির। হওড়ায় এদিন জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা ডিএম বাংলো ঘেরাওয়ের ডাক দেয়। হাওড়া করপোরেশন চত্বরে গতকালের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।


Body:হাওড়া ময়দান থেকে এদিন জেলা যুব মোর্চার একটি মিছিল এগিয়ে আসে ডিএম বাংলোর দিকে ঘেরাওয়ের উদ্দেশ্যে। যদিও অপ্রতিকর ঘটনা এড়াতে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ছিল কমব্যাট ফোর্সও। যদিও বিজেপির প্রতিবাদ মিছিল পুলিশি ব্যারিকেড না ভেঙেই বিক্ষোভ দেখাতে থাকে হাওড়া পৌর নিগমের সামনে। সেখানে লাগামছাড়া তৃণমূলি সন্ত্রাসের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ান বিজেপির যুব মোর্চার সদস্যরা। তাদের অভিযোগ, বিজেপিকে কোনও রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। না রথযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না কোনও সভা করার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি গতকাল তৃণমূলি গুন্ডাকে কাজে লাগিয়ে প্রায় ১৫০ বাস ভাঙা হয়েছে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যাযের দল গণতন্ত্রের হত্যা করছে। তবে এভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.