ETV Bharat / state

Santragachi Bridge Closed: দেড় মাসের জন্য সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত

শুক্রবার রাত থেকেই সেতু মেরামতির প্রস্তুতি শুরু হাওড়া সিটি পুলিশের ৷ শনিবার থেকে একটানা দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge Closed for one and a Half Months) ।

Santragachi Bridge Closed
দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ
author img

By

Published : Nov 19, 2022, 9:53 AM IST

Updated : Nov 19, 2022, 11:53 AM IST

হাওড়া, 19 নভেম্বর: আজ শনিবার থেকে একটানা দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge Closed for one and a Half Months) । প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে আজ থেকে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হতে চলেছে । আর তাই শুক্রবার মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করা শুরু হয় সাঁতরাগাছি সেতুর এলাকায় । শনিবার সকাল থেকে সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে ।

দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ

রাত 11 থেকে ভোর 5টা অবধি সম্পূর্ণ বন্ধ থাকবে বলেই গতকাল শুক্রবার জানান হয়েছিল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে । এছাড়াও জানান হয় ভোর 5 থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে । যে কদিন ব্রিজ মেরামতির কাজ চলবে সেই কদিন কোনও পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে । সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত্রি দশটার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে । সেক্ষেত্রে দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন: দেড়মাসের জন্য বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু, যাত্রী ভোগান্তির আশঙ্কা

অপরদিকে, পণ্যবাহী ট্রাক কলকাতায় ঢুকতে রাত্রি দশটার পর নিবেদিতা সেতু হয়ে যায় । তবে শুক্রবার মধ্যরাতে ব্রিজ মেরামতির প্রস্তুতি চলছে জোরকদমে । সেতু সংলগ্ন এলাকাতে ব্যারিকেড বসানোর কাজ শুরু করে দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা ।

হাওড়া, 19 নভেম্বর: আজ শনিবার থেকে একটানা দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge Closed for one and a Half Months) । প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে আজ থেকে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হতে চলেছে । আর তাই শুক্রবার মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করা শুরু হয় সাঁতরাগাছি সেতুর এলাকায় । শনিবার সকাল থেকে সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে ।

দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ

রাত 11 থেকে ভোর 5টা অবধি সম্পূর্ণ বন্ধ থাকবে বলেই গতকাল শুক্রবার জানান হয়েছিল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে । এছাড়াও জানান হয় ভোর 5 থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে । যে কদিন ব্রিজ মেরামতির কাজ চলবে সেই কদিন কোনও পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে । সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত্রি দশটার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে । সেক্ষেত্রে দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন: দেড়মাসের জন্য বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু, যাত্রী ভোগান্তির আশঙ্কা

অপরদিকে, পণ্যবাহী ট্রাক কলকাতায় ঢুকতে রাত্রি দশটার পর নিবেদিতা সেতু হয়ে যায় । তবে শুক্রবার মধ্যরাতে ব্রিজ মেরামতির প্রস্তুতি চলছে জোরকদমে । সেতু সংলগ্ন এলাকাতে ব্যারিকেড বসানোর কাজ শুরু করে দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা ।

Last Updated : Nov 19, 2022, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.