ETV Bharat / state

হাওড়ায় অস্ত্র হাতে রামনবমী পালন নাবালকদের, ছিলেন কংগ্রেস প্রার্থীও

আজ রামনবমী উপলক্ষ্যে অস্ত্র মিছিল করল হাওড়ার খটিক সমাজ। মিছিলে নাবালকদের হাতে অস্ত্র থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রায় সবদলের রাজনৈতিক কর্মীদেরই আজকের মিছিলে সামিল হতে দেখা যায়।

নাবালকদের হাতে রামনবমীর মিছিলে অস্ত্র
author img

By

Published : Apr 13, 2019, 5:39 PM IST

Updated : Apr 13, 2019, 6:21 PM IST


হাওড়া, 13 এপ্রিল : রামনবমী উপলক্ষ্যে আজ অস্ত্র নিয়ে মিছিল করল হাওড়ার খটিক সমাজ। আজ দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া ডবসন রোড থেকে তরোয়াল-সহ একাধিক ধারালো অস্ত্র সহযোগে মিছিল বের করে তারা। এই মিছিলে নাবালকদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ থাকলেও কেউ বাধা দেয়নি।

দেখুন ভিডিয়ো

অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের অনুমতি নিয়েই এই মিছিল করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রামনবমী একটা ধর্মীয় মিছিল। তাই বছরের এই একটা দিনই অস্ত্র পুজো করে মিছিল বের করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "দুষ্ট শক্তিকে বিনাশ করে সমাজের মধ্যে সংহতি আনার জন্যই রামনবমী পালন করা হয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।"

প্রায় সব দলের রাজনৈতিক কর্মীরাই আজকের মিছিলে সামিল হন। এমন কী হাওড়া সদরের কংগ্রেস প্রার্থী শুভ্রা ঘোষও পুজোর সময় কিছুক্ষণের জন্য আসেন।


হাওড়া, 13 এপ্রিল : রামনবমী উপলক্ষ্যে আজ অস্ত্র নিয়ে মিছিল করল হাওড়ার খটিক সমাজ। আজ দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া ডবসন রোড থেকে তরোয়াল-সহ একাধিক ধারালো অস্ত্র সহযোগে মিছিল বের করে তারা। এই মিছিলে নাবালকদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ থাকলেও কেউ বাধা দেয়নি।

দেখুন ভিডিয়ো

অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের অনুমতি নিয়েই এই মিছিল করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রামনবমী একটা ধর্মীয় মিছিল। তাই বছরের এই একটা দিনই অস্ত্র পুজো করে মিছিল বের করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "দুষ্ট শক্তিকে বিনাশ করে সমাজের মধ্যে সংহতি আনার জন্যই রামনবমী পালন করা হয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।"

প্রায় সব দলের রাজনৈতিক কর্মীরাই আজকের মিছিলে সামিল হন। এমন কী হাওড়া সদরের কংগ্রেস প্রার্থী শুভ্রা ঘোষও পুজোর সময় কিছুক্ষণের জন্য আসেন।

Intro: এনআরএস কাণ্ডে অভিজুক্তদের শাস্তির দাবিতে পথে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। রবিবাসরীয় বিকেলে এমনই একটি সংগঠন রাস্তার কুকুরদের খাবার খাইয়ে এবং প্ল্যাকার্ড পোস্টারের মাধ্যমে সচেতনতা কর্মসূচি সম্পন্ন করলো হাওড়া শহরের বোটানিক্যাল গার্ডেন এলাকার টিটাগড় শিপবিল্ডার্সের সামনে।


Body:এনআরএস কাণ্ডের পর তোলপাড় হয়েছে গোটা রাজ্যেই। একাধিক কুকুরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিশিষ্ট মানুষ থেকে সাধারণ মানুষ, পথে নেমেছেন প্রত্যেকেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন রকমের কর্মসূচি। কুকুর সহ গৃহপালিত পশুদের নিরাপত্তার দাবিতে এবং এনআরএস কাণ্ডের অভিজুক্তদের শাস্তির দাবিতে এবার ময়দানে নামল হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন বোটানিক্যাল গার্ডেন এলাকায় সংগঠনের পক্ষ থেকে স্থানীয় কুকুরদের বিভিন্ন খাবার খাওয়ানো হয় এবং পোস্টার প্ল্যাকার্ডের মাধ্যমে সচেতনতা কর্মীসূচী গ্রহণ করা হোয়। এর পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়েও পোষ্যদের ও রাস্তার কুকুরদের উপস্থিতির উপকারিতা সম্পর্কে এলাকার বাসিন্দাদের অবগত করা হয়। সংগঠনের সভাপতি সোমনাথবাবু জানান, এদিন স্রেফ এই সচেতনতা প্রচার করেই তারা থেমে থাকবেন না। এনআরএস কাণ্ডে অভিজুক্তদের কঠির শাস্তির দাবি জানাবেন। এবিষয়ে এনআরএস কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশনও দেওয়া হবে। পাশাপাশি নার্সিং কাউন্সিলে ওই নার্সদের রেজিস্রেশন বাতিল করার আবেদনও জানানো হবে। সংগঠনের অন্য দিকে সদস্যের কথায়, আমরা এই ধরনের ক্যাম্পেনিং গোটা হাওড়া শহরজুড়ে চালাবো যাতে কুকুরের প্রতি কিছুসংখ্যক মানুষের হিংসাত্মক মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন আনা যায়।


Conclusion:
Last Updated : Apr 13, 2019, 6:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.