ETV Bharat / state

এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কখনও দেখিনি : মমতা - khanakul

"ছোটো ছেলে মিথ্যা কথা বললে মেনে নেওয়া যায় । সে হয়তো না জেনে বলেছে । আর এ তো প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে ভাই, এতো সারা পৃথিবীতে কখনও দেখিনি ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 24, 2019, 12:28 PM IST

Updated : Apr 24, 2019, 1:27 PM IST

খানাকুল(হুগলি), 24 এপ্রিল : "একজন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বললে দেশের লোক কী করবে ? একটা ছোটো ছেলে মিথ্যা কথা বললে মেনে নেওয়া যায় । সে হয়তো না জেনে বলেছে । আর এ তো প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে ভাই, সারা পৃথিবীতে এমন কখনও দেখিনি ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো । বলেন, "এতবার খানাকুলে বন্যা হয়েছে, কোনওদিন নরেন্দ্র মোদি এসেছে ? আর আজ নির্বাচনের সময়ে বসন্তের কোকিলের মতো কুহুকুহু ডাকছে, আর বলছে ভোট দাও ভোট দাও । কেন দেবে ? তুমি 356 দিন উড়ে উড়ে বেড়াবে আর আমরা 356 দিন ঘুরে ঘুরে বেড়াব ! তাই আমরা বলব যাও কা কা, তোরা এখন বিদায় যা ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

DVC নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "DVC আমাদের হাতে নেই । ওরা হঠাৎ করে জল ছেড়ে দেয় । আমাদের বলেও না ।"

BJP-র পাশাপাশি RSS-কেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো । বলেন, "আগে ওরা হাফপ্যান্ট পড়ে দৌড়াত । আর এখন তাদের কত টাকা । ক্ষমতায় থেকে শপিং মল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । ওদের পকেটে টাকার ব্যাগ ।"

খানাকুল(হুগলি), 24 এপ্রিল : "একজন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বললে দেশের লোক কী করবে ? একটা ছোটো ছেলে মিথ্যা কথা বললে মেনে নেওয়া যায় । সে হয়তো না জেনে বলেছে । আর এ তো প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে ভাই, সারা পৃথিবীতে এমন কখনও দেখিনি ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো । বলেন, "এতবার খানাকুলে বন্যা হয়েছে, কোনওদিন নরেন্দ্র মোদি এসেছে ? আর আজ নির্বাচনের সময়ে বসন্তের কোকিলের মতো কুহুকুহু ডাকছে, আর বলছে ভোট দাও ভোট দাও । কেন দেবে ? তুমি 356 দিন উড়ে উড়ে বেড়াবে আর আমরা 356 দিন ঘুরে ঘুরে বেড়াব ! তাই আমরা বলব যাও কা কা, তোরা এখন বিদায় যা ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

DVC নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "DVC আমাদের হাতে নেই । ওরা হঠাৎ করে জল ছেড়ে দেয় । আমাদের বলেও না ।"

BJP-র পাশাপাশি RSS-কেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো । বলেন, "আগে ওরা হাফপ্যান্ট পড়ে দৌড়াত । আর এখন তাদের কত টাকা । ক্ষমতায় থেকে শপিং মল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । ওদের পকেটে টাকার ব্যাগ ।"

sample description
Last Updated : Apr 24, 2019, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.