ETV Bharat / state

Howrah Primary School open : সংক্রমণের দাপাদাপির মধ্যেও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা শিশুদের স্কুল !

করোনার বেড়ে চলা সংক্রমণের মাঝেই সরকারি নির্দেশ অমান্য করে হাওড়ায় খোলা শিশুদের স্কুল (primary school remain open in howrah panchla) ৷

Howrah Primary School open
সংক্রমণের দাপাদাপির মধ্য়েও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা প্রাইমারি স্কুল
author img

By

Published : Jan 8, 2022, 9:35 PM IST

হাওড়া, 8 জানুয়ারি : রাজ্যে কোভিড গ্রাফ ফের উর্ধ্বমুখী হতেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় আপাতত স্কুল, কলেজ খোলার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না ৷ যদিও এতদিন মূলত স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই চলছিল স্কুলে, করোনা সংক্রমণের প্রায় গোড়া থেকেই রাজ্যে বন্ধ ছিল স্কুলের প্রাথমিক থেকে শুরু করে অন্যান্য উঁচু শ্রেণির ক্লাসগুলি ৷ স্কুলের পরিবর্তে অনলাইনেই সেই সব ক্লাস হয়ে আসছে ৷ করোনার ক্রমে বেড়া চলা সংক্রমণের কারণে যখন প্রায় ত্রাহি ত্রাহি রব উঠেছে রাজ্যে, তখন হাওড়ার পাঁচলায় ধরা পড়ল স্তম্ভিত করে দেওয়ার মতো এক দৃশ্য ৷

আরও পড়ুন : মেলা শুরু হতেই গঙ্গাসাগরে করোনার থাবা, আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

করোনার চোখ রাঙানি, সরকারি নির্দেশের তোয়াক্কা না-করে হাওড়ার পাঁচলায় চলছে প্রাইমারি স্কুল (primary school remain open in howrah panchla ) ৷ সংক্রমণের ঝুঁকি নেয়েই সেখানে রোজ ক্লাস করতে আসছে খুদে পড়ুয়ারা ৷ প্যারাগন মিশন নামে ওই স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুল বন্ধের কোনও নির্দেশ তাদের কাছে আসেনি ৷ প্রশাসনের নির্দেশ না মেনে এই ঝুঁকি কেন নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ ও শিশুদের অভিভাবকরা, সেই প্রশ্ন উঠছে ৷ তবে তাঁদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠলেও স্কুলটির প্রতিষ্ঠাতা সম্পাদকের এতে কোন দেলদোল নেই ৷ তাঁর দাবি, শিশুদের শিক্ষার অধিকার রক্ষার জন্য তিনি স্কুল খুলে রেখেছেন এবং পড়ুয়াদের অভিভাবকরাও তাতে মৌখিক সায় দিয়েছেন ৷ কতজন শিশু এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে উল্টে সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সংক্রমণের দাপাদাপির মধ্য়েও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা শিশুদের স্কুল !

করোনা সংক্রমণের কারণে শিশু শিক্ষায় যেভাবে প্রভাব পড়ছে তাতে উদ্বিগ্ন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই ৷ কিন্তু রাজ্যে যখন করোনার প্রায় সুনামি চলছে তখন কোন যুক্তিতে বিপদের ঝুঁকি নিয়ে, এই স্কুলে খুদে পড়ুয়াদের নিয়ে এসে পড়াশোনা চলছে প্রশাসনের নাকের ডগায় সেই প্রশ্ন উঠছে ৷

হাওড়া, 8 জানুয়ারি : রাজ্যে কোভিড গ্রাফ ফের উর্ধ্বমুখী হতেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় আপাতত স্কুল, কলেজ খোলার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না ৷ যদিও এতদিন মূলত স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই চলছিল স্কুলে, করোনা সংক্রমণের প্রায় গোড়া থেকেই রাজ্যে বন্ধ ছিল স্কুলের প্রাথমিক থেকে শুরু করে অন্যান্য উঁচু শ্রেণির ক্লাসগুলি ৷ স্কুলের পরিবর্তে অনলাইনেই সেই সব ক্লাস হয়ে আসছে ৷ করোনার ক্রমে বেড়া চলা সংক্রমণের কারণে যখন প্রায় ত্রাহি ত্রাহি রব উঠেছে রাজ্যে, তখন হাওড়ার পাঁচলায় ধরা পড়ল স্তম্ভিত করে দেওয়ার মতো এক দৃশ্য ৷

আরও পড়ুন : মেলা শুরু হতেই গঙ্গাসাগরে করোনার থাবা, আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

করোনার চোখ রাঙানি, সরকারি নির্দেশের তোয়াক্কা না-করে হাওড়ার পাঁচলায় চলছে প্রাইমারি স্কুল (primary school remain open in howrah panchla ) ৷ সংক্রমণের ঝুঁকি নেয়েই সেখানে রোজ ক্লাস করতে আসছে খুদে পড়ুয়ারা ৷ প্যারাগন মিশন নামে ওই স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুল বন্ধের কোনও নির্দেশ তাদের কাছে আসেনি ৷ প্রশাসনের নির্দেশ না মেনে এই ঝুঁকি কেন নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ ও শিশুদের অভিভাবকরা, সেই প্রশ্ন উঠছে ৷ তবে তাঁদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠলেও স্কুলটির প্রতিষ্ঠাতা সম্পাদকের এতে কোন দেলদোল নেই ৷ তাঁর দাবি, শিশুদের শিক্ষার অধিকার রক্ষার জন্য তিনি স্কুল খুলে রেখেছেন এবং পড়ুয়াদের অভিভাবকরাও তাতে মৌখিক সায় দিয়েছেন ৷ কতজন শিশু এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে উল্টে সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সংক্রমণের দাপাদাপির মধ্য়েও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা শিশুদের স্কুল !

করোনা সংক্রমণের কারণে শিশু শিক্ষায় যেভাবে প্রভাব পড়ছে তাতে উদ্বিগ্ন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই ৷ কিন্তু রাজ্যে যখন করোনার প্রায় সুনামি চলছে তখন কোন যুক্তিতে বিপদের ঝুঁকি নিয়ে, এই স্কুলে খুদে পড়ুয়াদের নিয়ে এসে পড়াশোনা চলছে প্রশাসনের নাকের ডগায় সেই প্রশ্ন উঠছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.