ETV Bharat / state

"কোনও দ্বিমুখী-ত্রিমুখী লড়াই নয়", উলুবেড়িয়া পূর্বে জয় নিয়ে আশাবাদী BJP প্রার্থী - assembly

উলুবেড়িয়া পূর্ব বিধানসভার উপনির্বাচন নিয়ে আশাবাদী BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল । বলেন, দ্বিমুখী বা ত্রিমুখী নয় । এখন একটাই মুখ । সেটা হল BJP ।

BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল
author img

By

Published : May 6, 2019, 1:43 PM IST

উলুবেড়িয়া, 6 মে : "দ্বিমুখী-ত্রিমুখী, উর্ধ্বমুখী-নিম্নমুখী কোনও লড়াই হচ্ছে না । একটাই মুখ । সেটা হল BJP ।" আজ বুথের বাইরে একথা বলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার উপনির্বাচনে BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল ।

আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার উপনির্বাচন । এই বিধানসভা কেন্দ্রে BJP-র হয়ে লড়ছেন প্রত্যুষ মণ্ডল । তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ইদ্রিশ আলিকে । আজ সকাল থেকেই বুথে বুথে যান BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল । তাঁকে ভোটপ্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "এখনও ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে । তবে, কিছু জায়গায় EVM বিকল হয়েছে । সেগুলো ঠিক করার কাজ চলছে ।"

উলুবেড়িয়া পূর্বতে BJP-র জেতার সম্ভাবনা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উলুবেড়িয়া পূর্বতে অন্যান্য দলের থেকে BJP অনেক এগিয়ে । মাঝে মাঝেই বলা হচ্ছে লড়াই দ্বিমুখী । কখনও বলা হচ্ছে ত্রিমুখী । কিন্তু আমি বলছি দ্বিমুখী-ত্রিমুখী, উর্ধ্বমুখী-নিম্নমুখী কোনও লড়াই হচ্ছে না । একটাই নাম রয়েছে । সেটা হল BJP ।"

তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি প্রসঙ্গে তিনি বলেন, "উনি সাংসদ ছিলেন । তাই হয়তো অভিজ্ঞতা আছে । কিন্তু উলুবেড়িয়ার মাটি উনি চেনেন না । রাস্তা-ঘাট, ভৌগোলিক চিত্র উনি জানেন না । তাই মানুষ তাঁকে মেনে নিতে পারছেন না । এখানকার মাটির সঙ্গে মিশে আছে এরকম প্রার্থীকে নির্বাচিত করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে । তাই আমি একশো শতাংশ আশাবাদী ।"

উলুবেড়িয়া, 6 মে : "দ্বিমুখী-ত্রিমুখী, উর্ধ্বমুখী-নিম্নমুখী কোনও লড়াই হচ্ছে না । একটাই মুখ । সেটা হল BJP ।" আজ বুথের বাইরে একথা বলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার উপনির্বাচনে BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল ।

আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার উপনির্বাচন । এই বিধানসভা কেন্দ্রে BJP-র হয়ে লড়ছেন প্রত্যুষ মণ্ডল । তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ইদ্রিশ আলিকে । আজ সকাল থেকেই বুথে বুথে যান BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল । তাঁকে ভোটপ্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "এখনও ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে । তবে, কিছু জায়গায় EVM বিকল হয়েছে । সেগুলো ঠিক করার কাজ চলছে ।"

উলুবেড়িয়া পূর্বতে BJP-র জেতার সম্ভাবনা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উলুবেড়িয়া পূর্বতে অন্যান্য দলের থেকে BJP অনেক এগিয়ে । মাঝে মাঝেই বলা হচ্ছে লড়াই দ্বিমুখী । কখনও বলা হচ্ছে ত্রিমুখী । কিন্তু আমি বলছি দ্বিমুখী-ত্রিমুখী, উর্ধ্বমুখী-নিম্নমুখী কোনও লড়াই হচ্ছে না । একটাই নাম রয়েছে । সেটা হল BJP ।"

তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি প্রসঙ্গে তিনি বলেন, "উনি সাংসদ ছিলেন । তাই হয়তো অভিজ্ঞতা আছে । কিন্তু উলুবেড়িয়ার মাটি উনি চেনেন না । রাস্তা-ঘাট, ভৌগোলিক চিত্র উনি জানেন না । তাই মানুষ তাঁকে মেনে নিতে পারছেন না । এখানকার মাটির সঙ্গে মিশে আছে এরকম প্রার্থীকে নির্বাচিত করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে । তাই আমি একশো শতাংশ আশাবাদী ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.