ETV Bharat / state

যুধিষ্ঠির হওয়ার মতো সততা নেই ! কর্মীদের ‘ধমকে’ ফের বিতর্কে উদয়ন - UDAYAN GUHA SLAMS PARTY WORKERS

ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। বললেন, ‘‘প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণার পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । এদের দলের মধ্যে কোণঠাসা করতে হবে ।’’

WB Minister Udayan Guha Slams Party Workers
কর্মীদের ‘ধমকে’ ফের বিতর্কে উদয়ন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 1:09 PM IST

Updated : Jan 14, 2025, 1:29 PM IST

কোচবিহার, 14 জানুয়ারি: আদি ও নব্য তৃণমূল নিয়ে বিতর্ক উসকে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সোমবার বিকেলে দিনহাটার নয়ারহাটে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘একদিকে বলবেন 1998 সাল থেকে তৃণমূল করি । অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে মানবেন না । 2021 সালে যখন প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল, তখন এই নয়ারহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা । যাঁরা এমনটা করবেন, তাঁদের দলের মধ্যে কোণঠাসা করতে হবে ।’’

কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়ার ফেসবুক পোস্ট নিয়েও কটাক্ষ করেন উদয়ন ৷ রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘কালকে একজনকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন । চারজনের ছবি দিয়ে লিখেছেন আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব । আপনাদের যুধিষ্ঠির হওয়ার মতো সততা নেই, সৎ সাহস নেই । আপনার পছন্দের লোক জেলা তৃণমুল সভাপতির চেয়ারে না-বসলে, আপনি সাংসদ নির্বাচনে টিকিট না-পেলে যে সাংসদ হবে সে ভালো নয়, তাঁর বিরোধিতা করব ৷ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।’’

কর্মীদের ‘ধমকে’ ফের বিতর্কে উদয়ন (ইটিভি ভারত)

দলের জেলা নেতাদের একাংশকে আক্রমণ করে তিনি জানান, কোচবিহারে কিছু নেতা রাস্তায় নেমে পড়েছেন, তাঁরা চেষ্টা করছেন কী করে দলের জেলা-স্তরের নেতাদের ছোট করা যায় ৷ কোন এলাকায় কাকে প্রার্থী করা যায়, তার তালিকা তৈরি করছেন । এরা ভালো করছেন না । উদয়নের এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে জেলা তৃণমূলে।

আরও পড়ুন

হামলার শিকার উদয়ন! প্রবীণ নেতা বংশী বদনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের

কোচবিহার, 14 জানুয়ারি: আদি ও নব্য তৃণমূল নিয়ে বিতর্ক উসকে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সোমবার বিকেলে দিনহাটার নয়ারহাটে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘একদিকে বলবেন 1998 সাল থেকে তৃণমূল করি । অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে মানবেন না । 2021 সালে যখন প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল, তখন এই নয়ারহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা । যাঁরা এমনটা করবেন, তাঁদের দলের মধ্যে কোণঠাসা করতে হবে ।’’

কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়ার ফেসবুক পোস্ট নিয়েও কটাক্ষ করেন উদয়ন ৷ রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘কালকে একজনকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন । চারজনের ছবি দিয়ে লিখেছেন আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব । আপনাদের যুধিষ্ঠির হওয়ার মতো সততা নেই, সৎ সাহস নেই । আপনার পছন্দের লোক জেলা তৃণমুল সভাপতির চেয়ারে না-বসলে, আপনি সাংসদ নির্বাচনে টিকিট না-পেলে যে সাংসদ হবে সে ভালো নয়, তাঁর বিরোধিতা করব ৷ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।’’

কর্মীদের ‘ধমকে’ ফের বিতর্কে উদয়ন (ইটিভি ভারত)

দলের জেলা নেতাদের একাংশকে আক্রমণ করে তিনি জানান, কোচবিহারে কিছু নেতা রাস্তায় নেমে পড়েছেন, তাঁরা চেষ্টা করছেন কী করে দলের জেলা-স্তরের নেতাদের ছোট করা যায় ৷ কোন এলাকায় কাকে প্রার্থী করা যায়, তার তালিকা তৈরি করছেন । এরা ভালো করছেন না । উদয়নের এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে জেলা তৃণমূলে।

আরও পড়ুন

হামলার শিকার উদয়ন! প্রবীণ নেতা বংশী বদনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের

Last Updated : Jan 14, 2025, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.