হাওড়া, 29 ডিসেম্বর: হাওড়া স্টেশনে (Howrah Station) শুক্রবার ঘটতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি । শুক্রবার, 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) উদ্বোধন করতে আসছেন পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্রততম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর 2022 সালের ডিসেম্বর মাসের থেকে 65 বছর আগে আরেক ডিসেম্বরে এই হাওড়া স্টেশন থেকেই রাজ্যের প্রথম বিদ্যুৎচালিত ট্রেনের উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ।
1957 সালের 12 ডিসেম্বর রাজ্যের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন চলেছিল হাওড়া স্টেশন থেকেই । আর বৈদ্যুতিক ট্রেনের যাত্রাপথের বিভিন্ন স্টেশনে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন স্টেশনে উপস্থিত উৎসাহী জনতা ।
ওই দিন হাওড়া স্টেশন থেকে প্রথম বৈদ্যুতিক ট্রেনে শেওড়াফুলি পর্যন্ত সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু । তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন রেলমন্ত্রী বাবু জগজীবন রাম-সহ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় । প্রচলিত বাষ্পচালিত ইঞ্জিনের তুলনায় প্রায় 11 মিনিট কম সময়ে ওই বৈদ্যুতিক ট্রেন তার গন্তব্যে পৌঁছেছিল ।
যদিও দেশে প্রথম রেল যাত্রা শুরু হয়েছিল পরাধীন ভারতে । 1925 সালে 3 ফেব্রুয়ারি বম্বে ভিটি অধুনা সিএসটি থেকে কুরলা হারবার পর্যন্ত চলেছিল সেই বৈদ্যুতিক ট্রেন ।
আরও পড়ুন: বন্দে ভারতের স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন
1957 সালের 12 ডিসেম্বর থেকে 2022 সালের 30 ডিসেম্বর । কেটে গিয়েছে 65 বছর । জওহরলাল নেহরুর পর 65 বছর বাদে এ বার নরেন্দ্র মোদি ৷ হাওড়া স্টেশনে দাঁড়িয়ে সবুজ পতাকা নেড়ে ভারতীয় রেলের মুকুটে নয়া পালক জুড়তে চলেছেন স্বাধীন ভারতের আর এক প্রধানমন্ত্রী ৷ শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সূচনা করবেন নমো । দেশের দ্রুততম এই ট্রেন ছুটবে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে ।
এই ট্রেনের ভাড়া এখনও ঠিক হয়নি ৷ তবে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এসি চেয়ার কার কোচের টিকিটের ভাড়া হতে পারে 1100 টাকার মধ্যে । পাশাপাশি এগ্জিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে 2200 টাকার আশপাশে । বন্দে ভারতে মূলত দুই শ্রেণির কোচ থাকবে । একটি এসি চেয়ার কার ও অপরটি এগ্জিকিউটিভ চেয়ার কার । এই শ্রেণির চেয়ারগুলো 180 ডিগ্রিতে ঘোরাতে পারবেন যাত্রীরা ।
শুক্রবার সকাল 11:15-তে হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন নমো ৷