ETV Bharat / state

অ্যাপ ক্যাব চালকরা ধর্মঘটে, দুর্ভোগে যাত্রীরা - kolkata

সোমবার থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ।

অ্যাপ ক্যাব চালকরা ধর্মঘটে, দুর্ভোগে যাত্রীরা
author img

By

Published : Jul 1, 2019, 11:53 AM IST

হাওড়া, 1 জুলাই : সোমবার থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । ধর্মঘটের বিষয়টি অনেকেই জানতেন না । এর প্রভাবে হাওড়া স্টেশনে আজ ট্রেন থেকে নামার পর সমস্যায় পড়েন যাত্রীরা । স্টেশন থেকে বেরিয়ে অ্যাপে ক্যাব বুক করলেও চালকরা গন্তব্যে নিয়ে যেতে অস্বীকার করছে ।

এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে যাত্রীদের হলুদ ট্যাক্সি করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করতে দেখা গেল । যাত্রীদের প্রশ্ন, যদি পরিষেবা বন্ধ থাকে তাহলে কম্পানি কেন অ্যাপে গাড়ির বুকিং নিচ্ছে ? সব মিলিয়ে আজ চরম হয়রানির ছবি ধরা পড়ল হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাব জ়োনে ।

আন্দোলনকারীদের তরফে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সচিব সৈকত পাল বলেন, "যাত্রীদের থেকে আদায় করা ভাড়ার এক তৃতীয়াংশও চালকদের দিচ্ছে না অ্যাপ কম্পানির কর্তৃপক্ষ । আমাদের দাবি, অ্যাপ কম্পানি কর্তৃপক্ষ তাদের ন্যায্য লভ্যাংশ রেখে বাকি টাকা চালকদের দিক ।" ধর্মঘটের জেরে সাধারণ যাত্রীদের অসুবিধার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী বলে জানান সৈকতবাবু ।

হাওড়া, 1 জুলাই : সোমবার থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । ধর্মঘটের বিষয়টি অনেকেই জানতেন না । এর প্রভাবে হাওড়া স্টেশনে আজ ট্রেন থেকে নামার পর সমস্যায় পড়েন যাত্রীরা । স্টেশন থেকে বেরিয়ে অ্যাপে ক্যাব বুক করলেও চালকরা গন্তব্যে নিয়ে যেতে অস্বীকার করছে ।

এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে যাত্রীদের হলুদ ট্যাক্সি করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করতে দেখা গেল । যাত্রীদের প্রশ্ন, যদি পরিষেবা বন্ধ থাকে তাহলে কম্পানি কেন অ্যাপে গাড়ির বুকিং নিচ্ছে ? সব মিলিয়ে আজ চরম হয়রানির ছবি ধরা পড়ল হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাব জ়োনে ।

আন্দোলনকারীদের তরফে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সচিব সৈকত পাল বলেন, "যাত্রীদের থেকে আদায় করা ভাড়ার এক তৃতীয়াংশও চালকদের দিচ্ছে না অ্যাপ কম্পানির কর্তৃপক্ষ । আমাদের দাবি, অ্যাপ কম্পানি কর্তৃপক্ষ তাদের ন্যায্য লভ্যাংশ রেখে বাকি টাকা চালকদের দিক ।" ধর্মঘটের জেরে সাধারণ যাত্রীদের অসুবিধার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী বলে জানান সৈকতবাবু ।

Intro:48 ঘন্টা অ্যাপ ক্যাবে স্ট্রাইকে জেরবার শহরবাসী ।এমন কি হয়রানিতে পড়তে হলো ভিন রাজ্য থেকে আসা যাত্রীদেরও । এমনই ছবি ধরা পরল হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাব যোনে । বেশ কিছু গাড়ি চললেও তাদেরকে বন্ধ করে দেয় আন্দোলনকারীরা । প্রশাসনের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের হলুদ ট্যাক্সি করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করতে দেখা গেল । যাত্রীদের অভিযোগ যদি থাকে তাহলে অ্যাপ এ কেন গাড়ির বুকিং নিচ্ছে । সব মিলিয়ে চরম হয়রানির ছবি ধরা পরল হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাব যোনে ।Body:HConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.